বাংলা নিউজ > ক্রিকেট > এশিয়া কাপ > Durex on IND vs SL: পুরো কুইকি ছিল, তাড়াতাড়ি শেষ করা সবসময় খারাপ নয়! এশিয়া কাপে ভারতের জয়ের পর ছক্কা কন্ডোম সংস্থার

Durex on IND vs SL: পুরো কুইকি ছিল, তাড়াতাড়ি শেষ করা সবসময় খারাপ নয়! এশিয়া কাপে ভারতের জয়ের পর ছক্কা কন্ডোম সংস্থার

শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিয়েছে ভারত। তারপরই মজাদার টুইট কন্ডোম কোম্পানির। (ছবি সৌজন্যে এএফপি ও প্রতীকী ছবি Pixabay)

শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিয়ে এশিয়া কাপে জিতেছে ভারত। ফাইনালে যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার কথা ছিল, সেটার লেশমাত্র দেখা যায়নি। শ্রীলঙ্কাকে স্রেফ ধ্বংস করে দিয়েছেন মহম্মদ সিরাজরা। তারপরই সোশ্যাল মিডিয়ায় মজাদার পোস্ট করল একাধিক সংস্থা।

একশো ওভারের খেলা। সেটা শেষ হয়ে গেল মাত্র ২১.৩ ওভারে। অর্থাৎ যে ম্যাচে সর্বোচ্চ ৬০০টি বল হতে পারত, সেই ম্যাচের ফয়সালা হয়ে গেল মাত্র ১২৯ বলে। আর সেই সুবর্ণ সুযোগ হাতছাড়া করল না বিভিন্ন সংস্থা। ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে এশিয়া কাপের ফাইনালের রেশ ধরে একাধিক সংস্থা সোশ্যাল মিডিয়ায় মজাদার পোস্ট করল। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল। ভারতের ঐতিহাসিক জয় নিয়ে (বলের নিরিখে একদিনের ক্রিকেটে ভারতের সবথেকে বড় জয়) কন্ডোম প্রস্তুতকারী সংস্থা যেমন মজা করে বলল, দ্রুত শেষ হয়ে যাওয়ার বিষয়টি সবসময় খারাপ নয়। আবার একটি অনলাইন ডেলিভারি সংস্থার তরফে মজা করে বলা হয়, ১০ মিনিটে ডেলিভারির দায়িত্ব তো সিরাজ নিয়ে নিলেন।

রবিবার এশিয়া কাপের ফাইনালে ২৬৩ বল বাকি থাকতেই ১০ উইকেটে জিতেছে ভারত। তারপরই ইনস্টাগ্রাম পোস্টে কন্ডোম প্রস্তুতকারী সংস্থা ডুরেক্সের তরফে লেখা হয়, 'দ্রুত শেষ হয়ে যাওয়ার বিষয়টি সবসময় খারাপ হয় না।' সেইসঙ্গে ওই পোস্টের ক্যাপশনে লেখা হয়, ‘এটাকেই আমরা কুইকি (জলদি-জলদি কিছু করা) বলে থাকি।’ আবার ডেলিভারি সংস্থা ব্লিনকিটের তরফে বলা হয়, 'ডিয়ার সিরাজ, ১০ মিনিটের মধ্যে কাজ শেষ করা তো আমাদের কাজ।'

আবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ (পুরনো টুইটার) ফুড ডেলিভারি অ্যাপ জোম্যাটোর তরফে একটি ছবি পোস্ট করা হয়। তাতে লেখা আছে, 'রান্নার বিশেষ টিপস - দয়া করে ম্যাচ শেষ হওয়ার আগে অর্ডার পাঠিয়ে দেবেন।' ওই পোস্টের ক্যাপশনে বলা হয়, ‘সরি। কিন্তু এটা মেনে কাজ করার ক্ষেত্রে ভারত অনেক কিছু করছে।’ আবার জোম্যাটোর 'প্রতিদ্বন্দ্বী' সংস্থা সুইগিও পিছিয়ে থাকেনি। ব্রিটানিয়া ৫০-৫০ বিস্কুটের ছবি পোস্ট করে সুইগির তরফে বলা হয়েছে, ‘একজনের জন্য মিষ্টি, অপরজনের জন্য নোনতা।’

আরও পড়ুন: India's biggest win in ODI: ২৬৩ বল বাকি থাকতে জয়! নজির ভারতের, ৮ মাস আগেই গড়েছিল সর্বাধিক রানে জয়ের রেকর্ড

ভারত-শ্রীলঙ্কা এশিয়া কাপের ফাইনাল

রবিবার কলম্বোয় এশিয়া কাপের ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ রানে অল-আউট হয়ে যায় শ্রীলঙ্কা। মাত্র ৯২টি বল টিকতে পারেন শ্রীলঙ্কার ব্যাটাররা। শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দেয় সিরাজ। সাত ওভারে ২১ রান দিয়ে ছয় উইকেট নেন ভারতীয় পেসার। তিনটি উইকেট পান হার্দিক পান্ডিয়া। সেই রানটা কোনও উইকেট না হারিয়েই ৬.১ ওভারে তুলে নেয় ভারত। অর্থাৎ ২৬৩ বল বাকি থাকতেই জিতে অষ্টমবাবের জন্য এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া।

আরও পড়ুন: IND vs SL Asia Cup 2023: আগুনে বোলিংয়ে ম্যাচের সেরার পুরস্কার জেতেন সিরাজ, তবে সেই টাকা মাঠকর্মীদের দিয়ে মন জিতলেন মিয়াঁ

 

বন্ধ করুন