এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোর পর্বের শেষ ম্যাচে শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে খেলে নামছে ভারত। যদিও এই মুহূর্তে ভারত টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ও টুর্নামেন্টের ফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। তবু এই ম্যাচটি দুই দলের কাছেই বেশ গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের আগে নিজেদের শক্তিকে পরীক্ষা করতে নিতে এই নিয়মরক্ষার ম্যাচকে বেছে নিতে পারে টিম ইন্ডিয়া। যদিও তারা ফাইনালে উঠেছে, তবু তারা এই ম্যাচে হয়তো বেশকিছু পরিবর্তন করে নিজেদের শক্তিকে দেখে নিতে চাইবে। অন্যদিকে বাংলাদেশও টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও এই ম্যাচে নিজেদের রিজার্ভ বেঞ্চকে দেখে নিতে চাইবে।
চলতি এশিয়া কাপে এখনও অপরাজিত রয়েছে ভারত। অন্যদিকে সুপার ফোরে এই নিয়ে পরপর ২টি ম্য়াচ হেরেছেন শাকিব আল হাসানরা। ভারতের বিরুদ্ধে এটি হল টাইগার্সদের জন্য নিয়মরক্ষার ম্যাচ। অন্যদিকে ভারতের কাছে এই ম্যাচ ফাইনালের প্রস্তুতির একটা সুযোগ। এখন দেখার দুই দল এই ম্যাচটিকে কীভাবে কাজে লাগায়।
চলুন দেখে নেওয়া যাক কখন, কোথায়, কীভাবে দেখবেন এই ম্যাচ-
কবে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের সুপার ফোরের বাংলাদেশ বনাম ভারত ম্যাচ:-
১৫ সেপ্টেম্বর, শুক্রবার অনুষ্ঠিত হবে এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচ। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে ভারত এবং বাংলাদেশ।
কখন শুরু হবে ম্যাচ:-
এশিয়া কাপের সব ম্যাচগুলি ভারতীয় সময় অনুযায়ী দুপুর ৩টে থেকে শুরু হচ্ছে। বাংলাদেশ বনাম ভারত ম্যাচটিও একই সময়ে শুরু হবে। টস অনুষ্ঠিত হবে আধ ঘণ্টা আগে অর্থাৎ দুপুর ২.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে এই ম্যাচের টস।
কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার:-
ভারতে এশিয়া কাপের ম্যাচগুলি সরাসরি সম্প্রচারিত হচ্ছে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। ভারত বনাম বাংলাদেশ ম্যাচটি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।
অনলাইনে কোথায় দেখবেন খেলা:-
ভারতে এশিয়া কাপের ম্যাচগুলির সম্পূর্ণ বিনামূল্যে দেখা যাচ্ছে ডিজনি প্লাস হটস্টারে। এছাড়া টুর্নামেন্টের যাবতীয় খবর, তথ্য-পরিসংখ্যান ও লাইভ স্কোর আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়।
অন্যান্য দেশে কোন চ্যানেল ও অনলাইনে কোথায় দেখা যাবে ম্যাচ:-
পাকিস্তানে পিটিভি স্পোর্টস ও টেন স্পোর্টসে দেখা যাচ্ছে এশিয়া কাপের ম্যাচগুলি। বাংলাদেশে গাজি টিভিতে সম্প্রচারিত হচ্ছে টুর্নামেন্টের ম্যাচ। ইংল্যান্ডে টিএনটি স্পোর্টস অ্যাপে দেখা যাচ্ছে খেলা। অস্ট্রেলিয়ার ফক্স স্পোর্টস ও ফক্সটেল অ্যাপে খেলা দেখা যাচ্ছে। দক্ষিণ আফ্রিকায় এশিয়া কাপ সম্প্রচারিত হচ্ছে সুপারস্পোর্ট-এ।