বাংলা নিউজ > ক্রিকেট > এশিয়া কাপ > IND vs PAK: পাকিস্তানের কপাল পুড়িয়ে রিজার্ভ ডে-তে মাঠে নেই রউফ, কারণটা কী?

IND vs PAK: পাকিস্তানের কপাল পুড়িয়ে রিজার্ভ ডে-তে মাঠে নেই রউফ, কারণটা কী?

হ্যারিস রউফ।

রউফ না থাকায়, কলম্বোতে ভারতের বাকি ইনিংসের জন্য পাকিস্তানকে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ এবং ফাহিম আশরাফ- এই তিন পেস বিকল্প নিয়েই কাজ চালাতে হবে। এছাড়া পাকিস্তানের প্রধান স্পিনার শাদাব খান রয়েছেন। সঙ্গে ইফতিখার আহমেদ এবং আগা সলমন পার্টটাইম অফস্পিন করে দিতে পারেন।

একেই বলে ‘কারও পৌষমাস তো কারও সর্বনাশ’। ভারত-পাকিস্তান ম্যাচ রিজার্ভ ডে-তে গড়ানোর জন্য সুবিধে পেয়ে গেল টিম ইন্ডিয়া। কারণ পাকিস্তানের তারকা পেসার সোমবার বলই করতে পারবেন না। যেটা ভারতের কাছে বড় স্বস্তির বিষয়।

সোমবার ম্য়াচ শুরু হওয়ার আগে পাকিস্তানের বোলিং কোচ মর্নি মরকেল জানিয়ে দিয়েছেন, হ্যারিস রউফের পিঠের পেশিতে টান ধরায় তিনি বল করতে পারবেন না। তাঁর দাবি, রবিবার দ্বিতীয় ওভারে বোলিং করার সময়ে রউফ অস্বস্তি বোধ করেছিলেন। তার পরেও অবশ্য রউফ রবিবার ৫ ওভার বল করেছিলেন। ২৭ রান দিয়ে কোনও উইকেট নিতে পারেননি। তবে সোমবার তিনি বল করতে পারবেন না বলেই জানিয়ে দেন মরকেল।

আরও পড়ুন: ফের শ্রেয়সের চোট- এনসিএ-কে কাঠগড়ায় তুলছেন ভাজ্জি, বিরক্ত গাভাসকর

অফিসিয়াল ব্রডকাস্টে সোমবার মরকেল বলেন, ‘গত কাল রাত থেকে রউফের পেশিতে টান ধরেছে। ওর স্ক্যান করা হয়েছে। তাতে দেখা গিয়েছে, ওর চোট রয়েছে। জায়গাটা ফুলে গিয়েছে। যেহেতু বিশ্বকাপ সামনেই, তাই আমরা ঝুঁকি নিতে চাইনি। বাকিরা ওর হয়ে বল করে দেবে। আমরা রউফকে নিয়ে ঝুঁকি নিতে চাইছি না।’

বৃষ্টির কারণে অতিরিক্ত দিনে খেলা গড়িয়েছে। রবিবার মাত্র ২৪.১ ওভার খেলা হয়েছিল। সোমবার রিজার্ভ ডে-তে রউফ আর মাঠে নামেননি। তবে তাঁর চোট ঠিক কতটা, তা স্পষ্ট ভাবে জানা যায়নি। পিসিবি-র বিবৃতিতে চোটের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তারা লিখেছে, ‘পরবর্তীতে ওঁকে একটি সতর্কতামূলক এমআরআই করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। যেখানে কোনও টিয়ার দেখা যায়নি। তিনি দলের মেডিকেল প্যানেলের পর্যবেক্ষণেই রয়েছেন।’

আরও পড়ুন: ১০০ সেঞ্চুরির আবদার নিয়ে কোহলিকে অনন্য রুপোর ব্যাট দিলেন শ্রীলঙ্কার নেট বোলার

এর ফলে, কলম্বোতে ভারতের বাকি ইনিংসের জন্য পাকিস্তানকে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ এবং ফাহিম আশরাফ- এই তিন পেস বিকল্প নিয়েই কাজ চালাতে হবে। এছাড়া পাকিস্তানের প্রধান স্পিনার শাদাব খান রয়েছেন। সঙ্গে ইফতিখার আহমেদ এবং আগা সলমন পার্টটাইম অফস্পিন করে দিতে পারেন।

রউফ রবিবার উইকেট না পেলেও, ইনিংসে কিছুটা নিয়ন্ত্রণ এনেছিলেন। শাহিন আফ্রিদি রবিবার নিষ্প্রভ থাকায়, তাঁকে বল করা থেকে আগেই তুলে নিয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তখন নাসিম শাহ এবং রউফ মিলেই দলের বোলিংকে সামালাচ্ছিলেন। সেখানে রউফের চোট পাকিস্তানের কাছে বিশাল বড় ধাক্কা।

রউফ খুব কম সময়েই পাকিস্তান দলে নিজের একটি জায়গা তৈরি করে নিয়েছেন। তিনি পাকিস্তানের আফ্রিদি এবং নাসিমের পরে বল হাতে প্রথম পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকেন। এশিয়া কাপে চার ম্যাচে নয় উইকেট নিয়ে ফেলেছেন হ্যারিস রউফ।

গম্ভীর-ধোনির আসা যাওয়া, রোহিত-হার্দিকের রেষারেষি, কামিন্স-স্টার্কের জারিজুরি, আইপিএল ২০২৪-এর সব খবর, লাইভ ক্রিকেট স্কোর, আইপিএলের সূচি 2024, সব তথ্য পান এক ক্লিকে। গিল না কোহলি, আইপিএলের অরেঞ্জ ক্যাপ 2024 এবার কার দখলে, আইপিএলের পার্পল ক্যাপ 2024 পরবেন কোন বোলার, নাইটদের পরিসংখ্য়ান , যে কোনও প্লেয়ারের আইপিএল 2024 স্ট্যাটস, আগেরবারের যাবতীয় রেকর্ড জানতে পড়ুন HT Bangla।

ক্রিকেট খবর

Latest News

ডাক পেলেন মোহনবাগানের ৮ ফুটবলার! ৪১ জনকে নিয়ে অনুশীলন করবেন ইগর স্টিমাচ CSK-তে বড় ধাক্কা! মুস্তাফিজুরের পরে এবার দেশে ফিরলেন দলের অন্যতম সেরা পেস বোলার ৭ দিনে ৪ দফায় কমার পর আজ লং জাম্প সোনার দামে, কলকাতায় আজ হলুদ ধাতুর দর কত? বাগডোগরা বিমানবন্দরের সম্প্রসারণ এবং শিলান্যাস অনুষ্ঠান থমকে, তাহলে কবে হবে?‌ 'বাবা ওই লোকটা গ্রেগ চ্যাপেল…',ছোট্ট সানার প্রশ্নে ঘাবড়ে যান সৌরভ, তারপর… বৈশাখ অমাবস্যায় এই কাজগুলি করা উচিত নয়, এতে ধনবানও হয়ে যায় দরিদ্র মাঝে আর মাত্র ১ দিন, বৃহস্পতি থেকেই রাজ্যের সরকারি কর্মীদের জন্য আসছে বড় বদল KKR-কে নিশ্চিন্ত করলেন তারকা আফগান উইকেটকিপার-ব্যাটার,শীঘ্রই যোগ দিতে চলেছেন দলে ‘দুয়ারে জল প্রকল্প’! বাঁচতে হাঁটু পর্যন্ত পোশাক তুলতে হল ঋতুপর্ণাকে একী পোশাক, এতো শুধুই আঁচল! ২৩ ফুট লম্বা! সব্যসাচীর শাড়ি পরে মেট গালায় আলিয়া

Latest IPL News

CSK-তে বড় ধাক্কা! মুস্তাফিজুরের পরে এবার দেশে ফিরলেন দলের অন্যতম সেরা পেস বোলার KKR-কে নিশ্চিন্ত করলেন তারকা আফগান উইকেটকিপার-ব্যাটার,শীঘ্রই যোগ দিতে চলেছেন দলে মাহি ভাইও এই বিষয়ে কোনও সাহায্য করতে পারবেন না- হঠাৎ ধোনির কথা মনে করলেন হার্দিক সানরাইজার্স হায়দরাবাদ সোশ্যাল মিডিয়াতে ব্লক করা প্রসঙ্গে মুখ খুললেন ওয়ার্নার সেঞ্চুরির পথে খোঁড়াচ্ছিলেন, ম্যাচ শেষে চোট নিয়ে আপডেট দিলেন স্কাই T20 WC 2024-এর আগে ব্যাটে রান নেই! সাজঘরে ফিরেই কি কেঁদে ফেললেন রোহিত শর্মা? স্ট্র্যাটেজি নয়, বাধ্য হয়েই ৯ নম্বরে ব্যাট করতে নেমেছিল ধোনি! সামনে এল বড় কারণ টিম KKR বারাণসীতে কী করছে? কলকাতায় নামতে পারল না নাইটদের চাটার্ড বিমান IPL-এ নিজের আক্রমণাত্মক মেজাজ নিয়ে অনুতপ্ত গৌতম গম্ভীর কোহলি ও গায়কোয়াড়ের লড়াইয়ের মাঝে অরেঞ্জ ক্যাপের রেসে ট্র্যাভিস হেডের এন্ট্রি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.