মঙ্গলবার ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের শিবিরের জন্য দ্বিতীয় দফায় দল বেছে নিলেন ভারতীয় দলের প্রধান কোচ ইগর স্টিমাচ। ১৫ সদস্যের দল ঘোষণা করল ভারতীয় সর্বোচ্চ ফুটবল সংস্থা এআইএফএফ। জাতীয় দলের শিবিরে ডাক পেলেন মোহনবাগানের ৮ জন ফুটবলার। এরআগে ২৬ জনের স্কোয়াড ঘোষণা করেছিলেন জাতীয় দলের কোচ, সেই স্কোয়াডে ছিলেন না আইএসএলের দুই ফাইনালিস্ট মোহনবাগান এসজি ও মুম্বই সিটি এফসির ফুটবলাররা। মঙ্গলবার এই দুই দল থেকে ১৫ জন ফুটবলারকে শিবিরে ডাকলেন ইগর স্টিমাচ। এরমধ্যে ৮ জনই মোহনবাগান এসজি দলের সদস্য। এরমধ্যে আছেন আনোয়ার, সাহাল, শুভাশিস, বিশাল কাইথরা।
আরও পড়ুন… IPL 2024: মাহি ভাইও এই বিষয়ে কোনও সাহায্য করতে পারবেন না- হঠাৎ কী নিয়ে বললেন হার্দিক
জাতীয় শিবিরে মোট ৪১ জন খেলোয়াড় অংশ নেবেন। ব্লু টাইগাররা ৬ জুন কলকাতায় কুয়েতের মুখোমুখি হবে ১১ জুন কাতারের বিরুদ্ধে গ্রুপ এ-এর শেষ দুটি ম্যাচে। ভারত বর্তমানে চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে। গ্রুপের শীর্ষ দুটি দল ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের রাউন্ড ৩-এর জন্য যোগ্যতা অর্জন করবে এবং এএফসি এশিয়ান কাপ ২০২৭ সালের প্রতিযোগিতায় স্থান নিশ্চিত করবে।
আরও পড়ুন… T20 WC 2024-এর আগে ব্যাটে রান নেই! সাজঘরে ফিরেই কি কেঁদে ফেললেন রোহিত? চিন্তা বাড়ালেন হিটম্যান
যেই ১৫ জন ফুটবলার ডাক পেলেন-
গোলরক্ষক- টেম্পা লাচেম্পা, বিশাল কাইথ।
ডিফেন্ডার- আকাশ মিশ্র, আনোয়ার আলি, মেহেতাব সিং, রাহুল ভেকে, শুভাশিস বোস।
মিডফিল্ডার- অনিরুদ্ধ থাপা, দীপক টাংড়ি, রালতে, ছাংতে, লিস্টন কোলাসো, সাহাল আব্দুল সামাদ।
ফরোয়ার্ড- মনবীর সিং, বিক্রম প্রতাপ সিং
আরও পড়ুন… IPL 2024: কোনও স্ট্র্যাটেজি নয়, বাধ্য হয়েই নয় নম্বরে ব্যাট করতে নেমেছিলেন ধোনি! সামনে এল আসল কারণ
বর্তমানে যেই ৪১ জন ফুটবলার অনুশলীনে যোগ দেবেন-
গোলরক্ষক- অমরিন্দর সিংহ, গুরপ্রীত সিংহ সান্ধু, টেম্পা লাচেম্পা, বিশাল কাইথ।
ডিফেন্ডার- অময় গণেশ রানাওয়াডে, জয় গুপ্ত, লালচুংনুঙ্গা, মুহম্মদ হাম্মাদ, নরেন্দ্র গহলৌত, নিখিল পুজারি, রোশন সিংহ, আকাশ মিশ্র, আনোয়ার আলি, মেহেতাব সিং, রাহুল ভেকে, শুভাশিস বোস।
মিডফিল্ডার- ব্রেন্ডন ফের্নান্দেস, এডমুন্ড লালরিন্ডিকা, ইমরান খান, ইশাক ভানলালরুয়াতফেলা, জিকসন সিংহ, মহেশ নাওরেম, মহম্মদ ইয়াসির, নন্দকুমার, রাহুল কান্নোলি, সুরেশ সিংহ, ভিবিন মোহনন, অনিরুদ্ধ থাপা, দীপক টাংড়ি, রালতে, ছাংতে, লিস্টন কোলাসো, সাহাল আব্দুল সামাদ।
ফরোয়ার্ড- ডেভিড, জিতীন মাদাথিল, লালরিনজুয়ালা, পার্থিব গগৈ, মনবীর সিং, বিক্রম প্রতাপ সিং, রহিম আলি, সুনীল ছেত্রী।
আরও পড়ুন… টিম KKR বারাণসীতে কী করছে? কলকাতায় নামতে পারল না নাইটদের চাটার্ড বিমান, কী হল তারপর?
কবে থেকে অনুশীলন শুরু করবেন ইগর স্টিমাচ-
আপাতত ২৬ জনের প্রাথমিক দল ঘোষণা করেছেন ইগর স্টিমাচ। তাঁদের নিয়ে ভুবনেশ্বরে ১০ মে থেকে শুরু হবে শিবির। চার সপ্তাহ চলবে সেই শিবির। বাকি ১৫ জনের দলটি ১৫ মে থেকে সেই শিবিরে যোগ দেবেন। সেখান থেকেই চূড়ান্ত দলে বেছে নেওয়া হবে। এই দুই ম্যাচের উপরে ভারতের পরের রাউন্ডে যাওয়া নির্ভর করছে। আফগানিস্তানের বিরুদ্ধে দেশের মাটিতে হেরে যাওয়ায় এই মুহূর্তে গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। তাদের বাকি দু'টি ম্যাচ জিততেই হবে। তাই এক মাস প্রস্তুতি নিয়ে খেলতে চাইছে ইগর স্টিমাচের ভারতীয় দল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।