একেই বলে কারও পৌষমাস, তো কারও সর্বনাশ। চোট পেয়ে এশিয়া কাপের ফাইনাল থেকে ছিটকে গিয়েছেন অক্ষর প্যাটেল। তাঁর জায়গায় ডেকে নেওয়া হয়েছিল ওয়াশিংটন সুন্দরকে। শনিবারই সুন্দর কলম্বোতে পৌঁছান। আর রবিবারই ফাইনালের একাদশে জায়গা করে নিলেন সুন্দর।
ওয়াশিংটন সুন্দর ২০২৩ সালের জানুয়ারি থেকে ভারতের হয়ে খেলেননি। অথচ ম্যাচের আগের দিন কলম্বোতে পৌঁছেই রবিবারের লড়াইয়ে অক্ষর প্যাটেলের বদলে একাদশে তিনি জায়গা করে নিয়েছেন। স্বাভাবিক ভাবেই এই নিয়ে ইতিমধ্যে প্রশ্ন ওঠা শুরু হয়ে গিয়েছে।
ভারত অধিনায়ক রোহিত শর্মা টসের সময় নিশ্চিত করে জানিয়ে দেন, অক্ষর দুর্ভাগ্যজনক ভাবে ফাইনাল খেলতে পারছেন না। তাঁর বদলে সুন্দর একাদশে জায়গা পেয়েছেন। শ্রীলঙ্কা টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। একই পিচে যেখানে বাংলাদেশের কাছে হেরেছে ভারত, সেই পিচেই ফাইনাল হচ্ছে। আর এই পিচে রান তাড়া করতে নেমেই কিন্তু হেরেছিল বারত। রোহিত শর্মা অবশ্য দাবি করেছেন, ২৩০-২৪০-এর লক্ষ্য এই পিচে একটি ভালো স্কোর।
আরও পড়ুন: চাপ সামলাতে না পারলে, জাতীয় দলে খেলার অধিকার নেই- বাবরকে কটাক্ষ পাক প্রাক্তনীর
গত দুই বছরে একাধিক ইনজুরির কারণে সুন্দরের প্রতিশ্রুতিশীল ক্যারিয়ারে বারবার ধাক্কা লেগেছে। শেষ বার তিনি ২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সময়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। আইপিএল চলাকালীন সুন্দরের সেটাই চোটের প্রথম ঘটনা ছিল না, তিনি এর আগে ২০২২ টুর্নামেন্টেও বোলিং হাতে চোট পেয়েছিলেন।
ব্যাট হাতে তাঁর দক্ষতার জন্য অক্ষরের পরিবর্তে রবিচন্দ্রন অশ্বিন এবং যুজবেন্দ্র চাহালের আগে দলে ডাকা হয়েছে। ভারত অধিনায়ক রোহিত শর্মা ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াড নির্বাচনের আগে কথা বলেছিলেন যে, তাঁরা তাঁদের বোলারদের থেকেও ব্যাট হাতে ভালো পারফরম্যান্স আশা করে থাকেন।
আরও পড়ুন: বিশ্বকাপের আগে ভারতের চিন্তা বাড়িয়ে Asia Cup-এর ফাইনাল থেকে ছিটকেই গেলেন অক্ষর
এদিন ভারতীয় দলে ছ'টি পরিবর্তন করা হয়েছে। বাদ পড়েছেন সূর্যকুমার যাদব, তিলক বর্মা, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি এবং প্রসিধ কৃষ্ণা। দলে ঢুকেছেন বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব। এছাড়াও অক্ষরের জায়গায় দলে ঢুকেছে সুন্দর। সুযোগ পাননি শ্রেয়স আইয়ারও।
শুক্রবার বাংলাদেশের বিপক্ষে ভারতের সুপার ফোরের ম্যাচে বাঁ-দিকের কোয়াড্রিসেপ স্ট্রেনের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের ফাইনাল থেকে বাদ পড়েছেন অক্ষর প্যাটেল। ব্যাট করার সময়েই চোট পান অক্ষর। এই ম্যাচে অক্ষর ৪২ রান করেছিলেন এবং ১ উইকেট নিয়েছিলেন। যদিও তিনি দলের হার বাঁচাতে পারেননি। বিশ্বকাপের ঠিক আগে অক্ষরের চোট নিঃসন্দেহে চিন্তা বাড়িয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের।