বাংলা নিউজ > ক্রিকেট > এশিয়া কাপ > Asia Cup-এর অভিষেকেই ধামাকা CSK-এর ‘বেবি মালিঙ্গা’র, জায়গা করে নিলেন মুরলির পরেই

Asia Cup-এর অভিষেকেই ধামাকা CSK-এর ‘বেবি মালিঙ্গা’র, জায়গা করে নিলেন মুরলির পরেই

মাথিশা পাথিরানা।

ওডিআই ফর্ম্যাটের এশিয়া কাপের অভিষেকেই সেরা বোলিং পারফরম্যান্স করেন পাথিরানা। আকিব জাভেদ, মুথাইয়া মুরলিথরন, পিযূষ চাওলার পরেই নাম লেখালেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে পাথিরানা ৩২ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছেন।

মাথিশা পথিরানার আগুনে বোলিংয়ের সামনে যেন কেঁচোর মতোই গুটিয়ে গেল বাংলাদেশ। কোনও রকমে ১৬০ রানের গণ্ডি টপকে তারা অল-আউট হয়ে যায়। মাত্র ১৬৫ রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কা শুরুতেই পরপর উইকেট হারিয়ে চাপে পড়লেও, সাদিরা সমরবিক্রম এবং চরিথ আসালঙ্কার জোড়া অর্ধশতরানে ভর করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ৫ উইকেটে জয় তুলে নিতে বিশেষ অসুবিধা হয়নি।

তবে এদিনের ম্যাচে ‘বেবি মালিঙ্গা’ মাথিশা পাথিরানা একেবারে দুরন্ত ছন্দে নজড় কাড়েন। ২০ বছরের বোলার ধীরেধীরে শ্রীলঙ্কার শক্তি হয়ে উঠছেন। ওডিআই ফর্ম্যাটের এশিয়া কাপের অভিষেকেই সেরা বোলিং পারফরম্যান্স করেন তিনি। আকিব জাভেদ, মুথাইয়া মুরলিথরন, পিযূষ চাওলার পরেই নাম লেখালেন পাথিরানা। এশিয়া কাপের (ওডিআই ফর্ম্যাট) অভিষেকেই সেরা বোলিং ফিগার রয়েছে যাঁদের, সেই তালিকায় চারে নাম লিখিয়েছেন পাথিরানা। তিনি বৃহস্পতিবার ৩২ রান দিয়ে চার উইকেট তুলে নেন।

এই তালিকার শীর্ষে থাকা আকিব জাভেদ ১৯৯৫ এশিয়া কাপের অভিষেকে ভারতের বিরুদ্ধে ১৯ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন। এই রেকর্ড এখনও পর্যন্ত কেউ ভাঙতে পারেননি, বা ধারেকাছে কেউ যেতে পারেননি। এর পর রয়েছেন মুরলি (৪-২৩) এবং পিযূষ (৪-২৩)। তালিকার পাঁচে রয়েছেন পাঁচে মহম্মদ শামি (৪-৫০)।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংস শেষ হয়ে যায় ১৬৪ রানে। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে সেখানেই চাপে পড়ে যান শাকিব আল হাসানেরা। নাজমুল হাসান শান্ত ৮৯ রান না করলে আরও লজ্জার মুখে পড়তে হত বাংলাদেশকে। বাকিদের অবস্থা তথৈবচ। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেছেন তৌহিদ হৃদয়। এছাড়া দুই ঘরে পৌঁছেছিলেন মহম্মদ নইম (১৬) এবং মুশফিকুর রহিম (১৩)। বাকিরা এক অঙ্কের ঘরেই গড়াগড়ি খেয়েছেন। শ্রীলঙ্কার হয়ে পাথিরানার ৪ উইকেট ছাড়াও ২ উইকেট নিয়েছেন মহেশ থিকশানা।

সেই রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কাও শুরুতে নড়বড় করেছিল। ১৩ রানে প্রথম উইকেট চলে যায় তাদের। মাত্র এক রান করে আউট হয়ে যান দিমুথ করুণারত্নে। তৃতীয় ওভারে আউট হয়ে যান তিনি। পরের ওভারে শাকিব তুলে নেন কুশল মেন্ডিসের (৫) উইকেট। ওপেনার পাথুম নিশঙ্কও খুব বেশি ক্ষণ ক্রিজে টিকতে পারেননি। ১৬ রান করে আউট হয়ে যান তিনি। ৪৩ রান তিন উইকেট হারায় শ্রীলঙ্কা। কিন্তু লক্ষ্য খুব বেশি না থাকায় কখনও চাপ তৈরি হয়নি। সাদিরা সমরাবিক্রম (৫৪) এবং চরিথ আশালঙ্কা (৬২ রানে অপরাজিত) মিলে ৭৮ রানের জুটি গড়েন। পাঁচ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় শ্রীলঙ্কা।

ক্রিকেট খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল শুক্রে অতি ভারী বৃষ্টি ৬ জেলায়, জারি কমলা সতর্কতা, ভাসবে আরও ৯টি, শনিতে কোথায়? ১১ জনে ঘিরে ধরে দুর্গরক্ষা, ভনের ছেলের ১১ উইকেটে হারতে হারতে জয় সামারসেটের-Video 'জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে মৃত্যু', যুবকের স্ত্রীকে চাকরি দেওয়ার ভাবনা এত রাগ কোথা থেকে এল?প্যারালিম্পিক্সে সোনাজয়ী নভদীপকে প্রশ্ন প্রধানমন্ত্রী মোদীর বসিরহাটে শাহজাহানকে পরপর গুলি, ‘এত ভালো ছেলে, কে গুলি চালাল?’ ধন্দে পরিবার ‘আলোচনার জন্য বিজেপির মুখ্যমন্ত্রীদের এতক্ষণ অপেক্ষা করতে দেখেছেন?’ লিখল তৃণমূল মমতার মন্তব্যকে বিদ্রুপ ঋত্বিকের, বললেন, 'কেউ ঘাড় ধরে উৎসবে ফেরাতে পারে না' অব্যবস্থার অভিযোগ! নীরবতা ভাঙলেন গ্রেটার নয়ডা স্টেডিয়ামের ম্যানেজার মজা করে মেট্রোর আপৎকালীন বোতাম টেপায় ব্যাহত পরিষেবা, ৫,০০০ টাকা জরিমানা যুবকের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.