মাথিশা পথিরানার আগুনে বোলিংয়ের সামনে যেন কেঁচোর মতোই গুটিয়ে গেল বাংলাদেশ। কোনও রকমে ১৬০ রানের গণ্ডি টপকে তারা অল-আউট হয়ে যায়। মাত্র ১৬৫ রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কা শুরুতেই পরপর উইকেট হারিয়ে চাপে পড়লেও, সাদিরা সমরবিক্রম এবং চরিথ আসালঙ্কার জোড়া অর্ধশতরানে ভর করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ৫ উইকেটে জয় তুলে নিতে বিশেষ অসুবিধা হয়নি।
তবে এদিনের ম্যাচে ‘বেবি মালিঙ্গা’ মাথিশা পাথিরানা একেবারে দুরন্ত ছন্দে নজড় কাড়েন। ২০ বছরের বোলার ধীরেধীরে শ্রীলঙ্কার শক্তি হয়ে উঠছেন। ওডিআই ফর্ম্যাটের এশিয়া কাপের অভিষেকেই সেরা বোলিং পারফরম্যান্স করেন তিনি। আকিব জাভেদ, মুথাইয়া মুরলিথরন, পিযূষ চাওলার পরেই নাম লেখালেন পাথিরানা। এশিয়া কাপের (ওডিআই ফর্ম্যাট) অভিষেকেই সেরা বোলিং ফিগার রয়েছে যাঁদের, সেই তালিকায় চারে নাম লিখিয়েছেন পাথিরানা। তিনি বৃহস্পতিবার ৩২ রান দিয়ে চার উইকেট তুলে নেন।
এই তালিকার শীর্ষে থাকা আকিব জাভেদ ১৯৯৫ এশিয়া কাপের অভিষেকে ভারতের বিরুদ্ধে ১৯ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন। এই রেকর্ড এখনও পর্যন্ত কেউ ভাঙতে পারেননি, বা ধারেকাছে কেউ যেতে পারেননি। এর পর রয়েছেন মুরলি (৪-২৩) এবং পিযূষ (৪-২৩)। তালিকার পাঁচে রয়েছেন পাঁচে মহম্মদ শামি (৪-৫০)।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংস শেষ হয়ে যায় ১৬৪ রানে। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে সেখানেই চাপে পড়ে যান শাকিব আল হাসানেরা। নাজমুল হাসান শান্ত ৮৯ রান না করলে আরও লজ্জার মুখে পড়তে হত বাংলাদেশকে। বাকিদের অবস্থা তথৈবচ। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেছেন তৌহিদ হৃদয়। এছাড়া দুই ঘরে পৌঁছেছিলেন মহম্মদ নইম (১৬) এবং মুশফিকুর রহিম (১৩)। বাকিরা এক অঙ্কের ঘরেই গড়াগড়ি খেয়েছেন। শ্রীলঙ্কার হয়ে পাথিরানার ৪ উইকেট ছাড়াও ২ উইকেট নিয়েছেন মহেশ থিকশানা।
সেই রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কাও শুরুতে নড়বড় করেছিল। ১৩ রানে প্রথম উইকেট চলে যায় তাদের। মাত্র এক রান করে আউট হয়ে যান দিমুথ করুণারত্নে। তৃতীয় ওভারে আউট হয়ে যান তিনি। পরের ওভারে শাকিব তুলে নেন কুশল মেন্ডিসের (৫) উইকেট। ওপেনার পাথুম নিশঙ্কও খুব বেশি ক্ষণ ক্রিজে টিকতে পারেননি। ১৬ রান করে আউট হয়ে যান তিনি। ৪৩ রান তিন উইকেট হারায় শ্রীলঙ্কা। কিন্তু লক্ষ্য খুব বেশি না থাকায় কখনও চাপ তৈরি হয়নি। সাদিরা সমরাবিক্রম (৫৪) এবং চরিথ আশালঙ্কা (৬২ রানে অপরাজিত) মিলে ৭৮ রানের জুটি গড়েন। পাঁচ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় শ্রীলঙ্কা।