মেট্রোয় টিকিট কাটতে গিয়ে খুচরোর ঝক্কি পোহাতে হয় যাত্রীদের। সেই সমস্যা দূর করতে এবার ইউপিআই (ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস) সিস্টেম চালু করতে চলেছে কলকাতা মেট্রো। ফলে যে কোন ইপিআই অ্যাপ দিয়ে মেট্রোর টিকিট কাটা যাবে।
গ্রিন লাইনে মহড়া
ইতিমধ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ও সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম-এর সহায়তায় ইউপিআই-এর টিকিটি কাটার ব্যাবস্থা পরীক্ষামূলক ভাবে চালু করা সম্ভব হয়েছে। মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি গত মঙ্গল এই ব্যবস্থা পরীক্ষা করে দেখেছেন। গ্রিন লাইনে ইউপিআইএর মাধ্যমে টিকিট কাটার ব্যবস্থা সম্পন্ন হয়েছে। পি উদয় কুমার রেড্ডি নিজে এই ব্যবস্থার মাধ্যমে টিকিট কাটেন। মেট্রো রেলের প্রিন্সিপ্যাল চিফ অপারেশন ম্যানেজার সৌমিত্র বিশ্বাসের তৎপরতায় এই ব্যবস্থা চালু হচ্ছে।
আরও পড়ুন। জট কাটল মানিকতলা উপনির্বাচনের, কল্যাণ চৌবেকে মামলা প্রত্যাহারের নির্দেশ HC-র
ইউপিআই-এর মাধ্যমে বর্তমানে বেশ জনপ্রিয় পদ্ধতি। নগদ অর্থ ছাড়াই কেনাকাটার জন্য এই পদ্ধতি পেমেন্ট করায় যায়। এই পদ্ধতিতে খুচরা না থাকার ঝক্কি পোহাতে হয় না।
আরও বেশ কয়েকবার সফল মহড়ার পর এই পদ্ধতিতে টিকিটিং ব্যবস্থা চালু হবে। প্রথমে গ্রিন লাইনে এই ব্যবস্থা চালু করা হবে। তার ধাপে ধাপে ব্লু লাইনে ইউপিআই-এর মাধ্যমে টিকিট কাটার পদ্ধতি চালু হবে।
পদ্ধতি কী
এই সুবিধা যারা নিতে আগ্রহী তাদের প্রথমে কাউন্টারে হিয়ে তাদের গন্তব্য স্টেশনের নাম বলতে হবে। এরপর ডুয়েল ডিসপ্লে বোর্ডে ভেসে ওঠা কিউ আর কোডটি স্ক্যান করে স্মার্ট ফোনের সাহায্যে পেমেন্ট করতে হবে। লেনদেন সফল হলেই তিনি কিউআর কোর্ড দেওয়া টিকিটটি পাবেন এবং মেট্রোয় যাতায়াত করতে পারবেন। যাত্রী এই পদ্ধতি স্মর্টকার্ড রিচার্জ করতে পারবেন।
কলকাতা মেট্রোর গ্রিন লাইনে এই ব্যবস্থা সফল হলে ধাপে ধাপে তা ব্লু লাইন, পার্পল লাইন ও অরেঞ্জ লাইনেও চালু করা হবে। এর জন্য প্রয়োজনীয় কাজ ইতিমধ্যেই চলছে। কলকাতা মেট্রো রেল, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস ( ক্রিস )-এর সিনিয়ার আধিকারিকরা শিয়ালদহ মেট্রো স্টেশনে এই পদ্ধতি ব্যবহারের মহড়ায় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন। বিরল রোগ ২০ মাসের খুদের, ফ্রি'তে ১৭.৫ কোটি টাকার থেরাপি করল বাংলার সরকারি হসপিটাল
আর পড়ুন। ঝাঁপিয়ে বৃষ্টিতে ভিজল কল্লোলিনী কলকাতা, শিলাবৃষ্টির সাক্ষী থাকল বিজয়গড়–নিউ আলিপুর