ব্যাটের হাত খুব ভালো, এমনটা বলা যাবে না। তবে দরকারের সময় ছক্কা হাঁকানোর ক্ষমতা রাখেন মুজিব উর রহমান। ওয়ান ডে ক্রিকেটে একটি ঝোড়ো হাফ-সেঞ্চুরিও রয়েছে আফগান স্পিনারের, যে ইনিংসটি তিনি খেলেন ঠিক আগের ম্যাচেই। তাই লাহোরে বাংলাদেশের বিরুদ্ধে এশিয়া কাপের ম্যাচে রশিদ খানের সঙ্গে যখন শেষবেলায় ক্রিজে ছিলেন মুজিব, আফগান সমর্থকরা তখনও পর্যন্ত আশায় বুক বেঁধেছিলেন।
৪৫তম ওভারের প্রথম বলেই তাসকিন আহমেদকে মুজিব বিশাল ছক্কা হাঁকানোর পরে গ্যালারিতে উপস্থিত আফগান সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তবে তখনও বোধহয় কেউ জানতেন না যে, ছক্কা হাঁকিয়েও সাজঘরে ফিরতে হবে মুজিবকে।
আসলে মুজিব ছক্কা হাঁকানোর পরে ফলো-থ্রুয়ে নিজের পা স্টাম্প থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে রাখতে পারেননি। তাঁর ডান পায়ের গোড়ালি লেগে যায় স্টাম্পে এবং স্বাভাবিকভাবেই বেল পড়ে যায়। তৃতীয় আম্পায়ার টেলিভিশন রিপ্লে দেখে মুজিবকে আউট ঘোষণা করেন। ছয় রান সংগ্রহ করার বদলে হিট উইকেট হয়ে মাঠ ছাড়তে হয় আফগান তারকাকে।
এশিয়া কাপ সংক্রান্ত যাবতীয় খবর, তথ্য-পরিসংখ্যান ও লাইভ স্কোর আপডেটে চোখ রাখতে ক্লিক করুন এখানে
একে তো ছক্কা হাঁকিয়েও আউট হওয়ায় হতাশা, তার উপর এই হিট উইকেটের সুবাদে এমন এক দুর্ভাগ্যজনক রেকর্ড গড়ে বসেন মুজিব, যা বিশ্বের আর কোনও ক্রিকেটারের নেই। আসলে এই নিয়ে পরপর ২টি ওয়ান ডে ম্যাচে হিট উইকেট হয়ে মাঠ ছাড়েন মুজিব।
এশিয়া কাপের আগে মুজিব আফগানিস্তানের হয়ে মাঠে নামেন গত ২৬ অগস্ট কলম্বোয় পাকিস্তানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচে। সেই ম্যাচে ৫টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৩৭ বলে ৬৪ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে হিট উইকেট হন মুজিব।
পরপর ২টি টেস্টে হিট উইকেট হওয়ার নজির রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে। তবে মুজিবের আগে আর কোনও ব্যাটসম্যান পরপর ২টি ওয়ান ডে ম্যাচে হিট উইকেট হননি। ওয়েস্ট ইন্ডিজের সুনীল অ্যামব্রিস কেরিয়ারের প্রথম ২টি টেস্টে হিট উইকেট হয়ে মাঠ ছাড়েন। যদিও তিনি পরপর ২টি ইনিংসে হিট উইকেট হননি।
২০১৭ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিষেক টেস্টের প্রথম ইনিংসে হিট উইকেট হন সুনীল। দ্বিতীয় ইনিংসে তিনি ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়েন। পরে হ্যামিল্টনের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ফের হিট উইকেট হন অ্যামব্রিস। উল্লেখযোগ্য বিষয় হল, দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় সুনীলকে।