এশিয়া কাপ এবং বিশ্বকাপে বাংলাদেশের নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে শাকিব আল হাসানের হাতেই। শুক্রবার এ কথা নিজেই স্পষ্ট করে দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।
শাকিব আল হাসানকে অধিনায়ক করা প্রসঙ্গে এদিন নাজমুল নিজের বাসভবনেই সাংবাদিকদের বলেছেন, ‘এশিয়া কাপ এবং বিশ্বকাপের জন্য শাকিবকেই অধিনায়ক করা হয়েছে। বিশ্বকাপ ও এশিয়া কাপের দল আগামীকাল (শনিবার) ঘোষণা করা হবে। আপাতত এশিয়া কাপের জন্য ১৭ জনের দল বেছে নেবেন নির্বাচকেরা।’
বাংলাদেশের সাদা বলের অধিনায়ক নিয়ে বেশ কিছু দিন ধরেই ডামাডোল চলছে। গত ৩ অগস্ট ওয়ানডে-র নেতৃত্ব থেকে কিছুটা দুম করেই সরে দাঁড়ান তামিম ইকবাল। এর পর থেকেই নতুন অধিনায়কের খোঁজে ছিল বিসিবি। গত ৮ অগস্ট বিসিবি কর্তাদের নিয়ে একটি জরুরি সভাও ডাকা হয়েছিল এই বিষয়ের সমাধান সূত্র খোঁজার জন্য। যদিও সেই সভায় দীর্ঘ আলোচনার পরেও অধিনায়ক ঠিক করা যায়নি।
আরও পড়ুন: সঞ্জু বা তিলক নন, চার নম্বরে ব্যাট করার জন্য যোগ্য বিকল্প কে, ফাঁস করলেন শিখর
পরে জানা গিয়েছিল, অধিনায়কত্বের পুরো বিষয়টিই নির্ভর করছে আসলে শাকিব আল হাসানের ইচ্ছের উপর। শাকিবকেই টেস্ট আর টি-টোয়েন্টি দলের পাশাপাশি ওডিআই দলের অধিনায়কের দায়িত্বও বিসিবি তুলে দিতে চেয়েছিল। অর্থাৎ তাঁকে অল ফর্ম্যাট অধিনায়ক করতে চেয়েছিল। বল ছিল শাকিবের কোর্টেই। তাঁর সিদ্ধান্তের উপরই সবটা নির্ভর করছিল।
শাকিব যদি দায়িত্ব নিতে রাজি না হতেন, সে ক্ষেত্রে অধিনায়ক হিসেবে আলোচনায় ছিলেন লিটন দাস এবং মেহেদি হাসান মিরাজও। তবে শেষ পর্যন্ত দায়িত্ব নিয়েছেন শাকিবই। তাঁর নেতৃত্বেই এবার এশিয়া কাপ এবং বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। প্রসঙ্গত, ওডিআই সংস্করণে শাকিব এর আগেও দলকে নেতৃত্ব দিয়েছেন। এটা প্রথম বার নয়।
এখনও পর্যন্ত ওয়ানডেতে বাংলাদেশকে ৫০টি ম্যাচ নেতৃত্ব দিয়েছেন তারকা অলরাউন্ডার। শেষ বার ২০১৭ সালে ওডিআই সংস্করণে দলকে নেতৃত্ব দিয়েছিলেন শাকিব। ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করেছিলেন। এর পর বিভিন্ন সময়ে ভারপ্রাপ্ত দায়িত্ব ছিল তাঁর।
তামিম এশিয়া কাপে খেলতে না পারলেও, বিশ্বকাপের দরজা তাঁর জন্য খোলা থাকছে। এশিয়া কাপে কয়েক জন ওপেনারকে দেখে নেওয়া হবে। তামিমের বিষয়টি বাদ দিলে এশিয়া কাপ এবং বিশ্বকাপে বাংলাদেশ মোটামুটি একই দল ধরে রাখার চেষ্টা করবে। শাকিব এখন থেকে বাংলাদেশের তিন ফর্ম্যাটেরই অধিনায়ক। গত বছর থেকেই টেস্ট এবং টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি।