বাংলা নিউজ > ক্রিকেট > এশিয়া কাপ > এশিয়া কাপ আর বিশ্বকাপের জন্য শাকিবের হাতেই টাইগারদের নেতৃত্বের দায়িত্ব দিল BCB

এশিয়া কাপ আর বিশ্বকাপের জন্য শাকিবের হাতেই টাইগারদের নেতৃত্বের দায়িত্ব দিল BCB

শাকিব আল হাসান।

ওয়ানডে-র নেতৃত্ব থেকে কিছুটা দুম করেই সরে দাঁড়ান তামিম ইকবাল। এর পর থেকেই নতুন অধিনায়কের খোঁজে ছিল বিসিবি। অদিনায়ক হিসেবে শাকিবের পাশাপাশি লিটন দাস এবং মেহেদি হাসান মিরাজের নাম নিয়েও আলোচনা হয়েছিল। শেষ পর্যন্ত তারকা অলরাউন্ডারের হাতেই দায়িত্ব তুলে দেয় বিসিবি।

এশিয়া কাপ এবং বিশ্বকাপে বাংলাদেশের নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে শাকিব আল হাসানের হাতেই। শুক্রবার এ কথা নিজেই স্পষ্ট করে দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।

শাকিব আল হাসানকে অধিনায়ক করা প্রসঙ্গে এদিন নাজমুল নিজের বাসভবনেই সাংবাদিকদের বলেছেন, ‘এশিয়া কাপ এবং বিশ্বকাপের জন্য শাকিবকেই অধিনায়ক করা হয়েছে। বিশ্বকাপ ও এশিয়া কাপের দল আগামীকাল (শনিবার) ঘোষণা করা হবে। আপাতত এশিয়া কাপের জন্য ১৭ জনের দল বেছে নেবেন নির্বাচকেরা।’

বাংলাদেশের সাদা বলের অধিনায়ক নিয়ে বেশ কিছু দিন ধরেই ডামাডোল চলছে। গত ৩ অগস্ট ওয়ানডে-র নেতৃত্ব থেকে কিছুটা দুম করেই সরে দাঁড়ান তামিম ইকবাল। এর পর থেকেই নতুন অধিনায়কের খোঁজে ছিল বিসিবি। গত ৮ অগস্ট বিসিবি কর্তাদের নিয়ে একটি জরুরি সভাও ডাকা হয়েছিল এই বিষয়ের সমাধান সূত্র খোঁজার জন্য। যদিও সেই সভায় দীর্ঘ আলোচনার পরেও অধিনায়ক ঠিক করা যায়নি।

আরও পড়ুন: সঞ্জু বা তিলক নন, চার নম্বরে ব্যাট করার জন্য যোগ্য বিকল্প কে, ফাঁস করলেন শিখর

পরে জানা গিয়েছিল, অধিনায়কত্বের পুরো বিষয়টিই নির্ভর করছে আসলে শাকিব আল হাসানের ইচ্ছের উপর। শাকিবকেই টেস্ট আর টি-টোয়েন্টি দলের পাশাপাশি ওডিআই দলের অধিনায়কের দায়িত্বও বিসিবি তুলে দিতে চেয়েছিল। অর্থাৎ তাঁকে অল ফর্ম্যাট অধিনায়ক করতে চেয়েছিল। বল ছিল শাকিবের কোর্টেই। তাঁর সিদ্ধান্তের উপরই সবটা নির্ভর করছিল।

শাকিব যদি দায়িত্ব নিতে রাজি না হতেন, সে ক্ষেত্রে অধিনায়ক হিসেবে আলোচনায় ছিলেন লিটন দাস এবং মেহেদি হাসান মিরাজও। তবে শেষ পর্যন্ত দায়িত্ব নিয়েছেন শাকিবই। তাঁর নেতৃত্বেই এবার এশিয়া কাপ এবং বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। প্রসঙ্গত, ওডিআই সংস্করণে শাকিব এর আগেও দলকে নেতৃত্ব দিয়েছেন। এটা প্রথম বার নয়।

আরও পড়ুন: কেউই অটোমেটিক দলে ঢুকে পড়বে না, আমিও নই… ODI World Cup-এর টিম নির্বাচন নিয়ে বড় বার্তা রোহিতের

এখনও পর্যন্ত ওয়ানডেতে বাংলাদেশকে ৫০টি ম্যাচ নেতৃত্ব দিয়েছেন তারকা অলরাউন্ডার। শেষ বার ২০১৭ সালে ওডিআই সংস্করণে দলকে নেতৃত্ব দিয়েছিলেন শাকিব। ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করেছিলেন। এর পর বিভিন্ন সময়ে ভারপ্রাপ্ত দায়িত্ব ছিল তাঁর।

তামিম এশিয়া কাপে খেলতে না পারলেও, বিশ্বকাপের দরজা তাঁর জন্য খোলা থাকছে। এশিয়া কাপে কয়েক জন ওপেনারকে দেখে নেওয়া হবে। তামিমের বিষয়টি বাদ দিলে এশিয়া কাপ এবং বিশ্বকাপে বাংলাদেশ মোটামুটি একই দল ধরে রাখার চেষ্টা করবে। শাকিব এখন থেকে বাংলাদেশের তিন ফর্ম্যাটেরই অধিনায়ক। গত বছর থেকেই টেস্ট এবং টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি।

গম্ভীর-ধোনির আসা যাওয়া, রোহিত-হার্দিকের রেষারেষি, কামিন্স-স্টার্কের জারিজুরি, আইপিএল ২০২৪-এর সব খবর, লাইভ ক্রিকেট স্কোর, আইপিএলের সূচি 2024, সব তথ্য পান এক ক্লিকে। গিল না কোহলি, আইপিএলের অরেঞ্জ ক্যাপ 2024 এবার কার দখলে, আইপিএলের পার্পল ক্যাপ 2024 পরবেন কোন বোলার, নাইটদের পরিসংখ্য়ান , যে কোনও প্লেয়ারের আইপিএল 2024 স্ট্যাটস, আগেরবারের যাবতীয় রেকর্ড জানতে পড়ুন HT Bangla।

ক্রিকেট খবর

Latest News

একবার ফ্লোর টেস্ট জিতেছি, আবার জিতব, হরিয়ানায় আস্থা ভোটের চিঠির জবাব সাইনির মরণ-বাঁচন ম্যাচে পঞ্জাবকে উড়িয়ে প্লে-অফের লড়াইয়ে ভেসে রইল RCB, পরিত্রাতা কোহলি আগামিকাল অক্ষয় তৃতীয়ায় বুধাদিত্য রাজযোগ, ৩ রাশির ভাগ্য খুলবে, পাবে আয়ের নতুন পথ বিশেষ ভোগ নিবেদনে আয়োজিত হল ১০০ বছর পূর্তি উপলক্ষ্যে বড়মার অন্নকূটের অনুষ্ঠান ট্রেনের নীচে ফুলকি, পোড়া গন্ধ, দাঁড়িয়ে পড়ল গোবরডাঙা লোকাল মাধুরীর জন্মদিনে বিশেষ চমক 'ভক্ত' অঙ্কিতার! ড্যান্স দিওয়ানেতে নাচলেন কোন গানে? 'হেরে গেলাম...' নতুন পোস্টে আক্ষেপের ছোঁয়া, কী হল হঠাৎ শাহানা বাজপেয়ীর? লাল বেনারসিতে কনে বউ কৌশাম্বি! আদৃতের বিয়েতে হাজির মিঠাই পরিবার, নেই সৌমিতৃষা ‘আগুন ছাড়া ধোঁয়া হয় না,’ সন্দেশখালি নিয়ে ফের পালে হাওয়া তুললেন বিজেপি নেত্রী স্ট্রাইক রেট বেশি রাখতে চাইছিলাম! ৪৭ বলে ৯২ রান করেই খোঁচা বিরাটের, নিশানায় কে?

Latest IPL News

মরণ-বাঁচন ম্যাচে পঞ্জাবকে উড়িয়ে প্লে-অফের লড়াইয়ে ভেসে রইল RCB, পরিত্রাতা কোহলি স্ট্রাইক রেট বেশি রাখতে চাইছিলাম! ৪৭ বলে ৯২ রান করেই খোঁচা বিরাটের, নিশানায় কে? IPL-এর শেষ ২ ম্যাচে নেতৃত্ব ছাড়ছেন রাহুল! পরের মরশুমে লোকেশকে ছাড়ার পথে LSG IPL-কলকাতায় ভারি বৃষ্টির জের,ইডেনে নামা হল না নাইট রাইডার্স, মুম্বই ইন্ডিয়ান্সের পিচে গড়াগড়ি খেয়েও ছক্কার পর ছক্কা হাঁকালেন রঘুবংশী, KKR শেয়ার করল দারুণ ভিডিয়ো আইপিএলের মতো রান উঠবে না T20 বিশ্বকাপে, ক্রিকেটারদের বার্তা পিচ কিউরেটরের সবাই ভাবত লাল বলেই শুধু সাফল্য পাবেন, কীভাবে লোকের ভুল ভাঙালেন, জানালেন রাহুল বিরাটকে চার নম্বরে পাঠিয়ে সূর্যকে তিনে পাঠাও, ভারতীয় দলকে উপদেশ ব্রায়ান লারার IPL 2024-পডকাস্ট চলাকালীন হঠাৎই হাজির বিরাট, ঘাবড়ে গেলেন রাবাদা! দেখুন ভিডিয়ো প্রায় তিন বছর পর টেস্ট ক্রিকেট ফিরছে ওয়াংখেড়েতে, হবে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.