ভারতের ব্যাটিং অর্ডারের চার নম্বর পজিশন নিয়ে প্রশ্ন উঠেছে। কে খেলবেন চারে? শ্রেয়স আইয়ারের ফিটনেস সংশয় রয়েছে। দীর্ঘ দিন ধরে শ্রেয়স চারে ব্যাটিং করছিলেন এবং সেই পজিশনে নেমে ভালোও পারফরম্যান্সও করছিবেন। কিন্তু শ্রেয়সের চোট লাগায় চিন্তায় পড়ে গিয়েছে ভারতের টিম ম্যানেজমেন্ট।
৪ নম্বরে ব্যাটসম্যান সমস্যা নিয়ে ভারত অধিনায়ক রোহিত শর্মা কিছুটা আফসোসের সুরেই সম্প্রতি বলেছেন, ‘দেখুন চার নম্বর জায়গাটা দীর্ঘ দিন ধরে আমাদের জন্য একটি বড় সমস্যা। যুবির (যুবরাজ সিং) পরে কেউ এসে থিতু হয়নি। কিন্তু দীর্ঘ দিন ধরে শ্রেয়স আসলে সেখানে ব্যাটিং করছিল এবং ভালোও করছিল- পরিসংখ্যানও ভালো ওর। তবে ওর চোট হয়ে যায়। যার পর সমস্যা তৈরি হয়েছে।’
প্রশ্ন উঠেছে, শ্রেয়স ফিট হয়ে উঠতে না পারলে, বিশ্বকাপের আগে ভারতীয় ওডিআই সেট-আপে চার নম্বর পজিশনে কে খেলবেন? সূর্যকুমার যাদব এবং সঞ্জু স্যামসনের মধ্যে কি কাউকে বেছে নেওয়া নেওয়া হবে? ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন আবার মনে করেন যে, তিলক বর্মা চার নম্বরে খেলার জন্য সঠিক বিকল্প। শিখর ধাওয়ান আবার টি-টোয়েন্টির এক নম্বর প্লেয়ারকেই ভোট দিয়েছেন।
তিনি পিটিআই-কে বলেছেন, ‘আমি সূর্যকে চারে খেলতে দেখতে চাই। কারণ ও একজন অভিজ্ঞ খেলোয়াড় এবং বেশ কিছু দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে।’ সঙ্গে তিনি যোগ করেছেন, ‘এছাড়াও শুভমন গিল বিশ্বকাপে কেমন করে, সেটা দেখার জন্য সত্যিই উন্মুখ। রোহিত শর্মাকেও দেখতে চাই। কারণ গত বিশ্বকাপে তিনি অসাধারণ ভাবে ভালো করেছিলেন।’ ২০১৯ বিশ্বকাপে রোহিতের পাঁচটি সেঞ্চুরির কথা উল্লেখ করেছেন তিনি।
আরও পড়ুন: বিশ্বকাপ কেউ প্লেটে সাজিয়ে এনে দেবে না, পরিশ্রম করতে হবে- তেতে রয়েছেন ভারত অধিনায়ক
বিশ্বকাপে ভারতের সম্ভাবনা সম্পর্কে শিখর বলেছে, ‘আমরা একটি খুব ভালো দল পেয়েছি, যার অভিজ্ঞতা এবং তারুণ্যের সঠিক মিশ্রণ রয়েছে। আমরা ঘরের মাঠের সুবিধে পাব। এখানকার মাঠ এবং পিচগুলি জানি এবং এটি খুব কার্যকর এবং সুবিধাজনক হতে চলেছে।’
যেহেতু তিনি আর ভারতীয় দলের অংশ নন, যে কারণে শিখর ধাওয়ানের হাতে এখন অনেকটা সময় রয়েছে। তাঁর খেলা এবং ফিটনেস নিয়ে কাজ করার পাশাপাশি, তিনি বিভিন্ন বাণিজ্যিক উদ্যোগে প্রচুর সময় ব্যয় করেন, যা দ্য ওয়ান গ্রুপের ছাতার অধীনে পড়ে। শিখর বলেছেন, ‘এখন আমার কাছে যথেষ্ট সময় আছে, তাই আমি নিজেকে আমার ব্যবসায়িক কাজের মধ্যে জড়িত রাখি।’