এশিয়া কাপ ২০২৩-এর এ-গ্রুপের লিগ ম্যাচগুলি শেষ হয়েছে ইতিমধ্যেই। এ-গ্রুপ থেকে সুপার ফোরে উঠেছে পাকিস্তান ও ভারত। তবে বি-গ্রুপ থেকে কোন ২টি দল সুপার ফোরের টিকিট হাতে পাবে, তা নিশ্চিত হয়নি এখনও। বাংলাদেশের সুপার ফোরে যাওয়া কার্যত নিশ্চিত দেখাচ্ছে। শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান গ্রুপের শেষ ম্যাচের পরে স্পষ্ট হবে, দ্বিতীয় দল হিসেবে কারা পরের রাউন্ডে যাবে।
সুপার ফোরে জায়গা করে নিতে হলে শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশাল ব্যবধানে জিততে হবে আফগানিস্তানকে। অল্প ব্যবধানে জিতেও কোনও লাভ হবে না রশিদ খানদের। আফগানিস্তান বড় ব্যবধানে জিতলে এশিয়া কাপ থেকে ছিটকে যেতে পারে শ্রীলঙ্কা। আফগানিস্তান হারলে অবশ্য রান-রেটের অঙ্কের উপর নির্ভর না করেই সুপার ফোরে জায়গা করে নেবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
আপাতত দেখে নেওয়া যাক শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান এশিয়া কাপ ২০২৩-এর বি-গ্রুপের শেষ ম্যাচটি কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে। জেনে নেওয়া যাক কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় খেলা দেখা যাবে।
কবে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ম্যাচ:-
৫ সেপ্টেম্বর, মঙ্গলবার অনুষ্ঠিত হবে এশিয়া কাপের শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান গ্রুপ লিগের ম্যাচটি।
কোথায় অনুষ্ঠিত হবে এশিয়া কাপের বি-গ্রুপের শেষ ম্যাচটি:-
শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান এশিয়া কাপ ২০২৩-এর বি-গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচটি লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে খেলা হবে। উল্লেখ্য, এই মাঠেই অনুষ্ঠিত হয় বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ। আফগানিস্তানকে সেই ম্যাচে বড় ব্যবধানে হারিয়ে দেন শাকিব আল হাসানরা।
এশিয়া কাপ সংক্রান্ত যাবতীয় খবর, তথ্য-পরিসংখ্যান ও লাইভ স্কোর আপডেটে চোখ রাখতে ক্লিক করুন এখানে
কখন শুরু হবে ম্যাচ:-
এশিয়া কাপের সব ম্যাচগুলি ভারতীয় সময় অনুযায়ী দুপুর ৩টে থেকে শুরু হচ্ছে। শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ম্যাচটিও একই সময়ে শুরু হবে। টস অনুষ্ঠিত হবে আধ ঘণ্টা আগে অর্থাৎ, ২টো ৩০ মিনিটে।
কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার:-
ভারতে এশিয়া কাপের ম্যাচগুলি সরাসরি সম্প্রচারিত হচ্ছে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।
অনলাইনে কোথায় দেখবেন খেলা:-
ভারতে এশিয়া কাপের ম্যাচগুলির সম্পূর্ণ বিনামূল্যে দেখা যাচ্ছে ডিজনি প্লাস হটস্টারে। এছাড়া টুর্নামেন্টের যাবতীয় খবর, তথ্য-পরিসংখ্যান ও লাইভ স্কোর আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়।
অন্যান্য দেশে কোন চ্যানেল ও অনলাইনে কোথায় দেখা যাবে ম্যাচ:-
পাকিস্তানে পিটিভি স্পোর্টস ও টেন স্পোর্টসে দেখা যাচ্ছে এশিয়া কাপের ম্যাচগুলি। বাংলাদেশে গাজি টিভিতে সম্প্রচারিত হচ্ছে টুর্নামেন্ট। ইংল্যান্ডে টিএনটি স্পোর্টস অ্যাপে দেখা যাচ্ছে খেলা। অস্ট্রেলিয়ার ফক্স স্পোর্টস ও ফক্সটেল অ্যাপে খেলা দেখা যাচ্ছে। দক্ষিণ আফ্রিকায় এশিয়া কাপ সম্প্রচারিত হচ্ছে সুপারস্পোর্ট-এ।