বাংলা নিউজ > ক্রিকেট > এশিয়া কাপ > জল-ভাত ক্যাচ ছাড়ার দিনেই ফিল্ডিংয়ে নয়া নজির কোহলির, দ্বিতীয় ভারতীয় হিসেবে বিরল ‘সেঞ্চুরি’ বিরাটের- ভিডিয়ো

জল-ভাত ক্যাচ ছাড়ার দিনেই ফিল্ডিংয়ে নয়া নজির কোহলির, দ্বিতীয় ভারতীয় হিসেবে বিরল ‘সেঞ্চুরি’ বিরাটের- ভিডিয়ো

ক্যাচ ধরার নতুন নজির কোহলির। ছবি- এএফপি।

India vs Nepal Asia Cup 2023: দ্বিতীয় প্রচেষ্টায় নেপালের ওপেনার আসিফ শেখের ক্যাচ ধরা মাত্রই মহম্মদ আজহারউদ্দিনের পরে দ্বিতীয় ভারতীয় হিসেবে ফিল্ডিংয়ে বিরল নজির গড়েন বিরাট কোহলি।

নেপালের বিরুদ্ধে এশিয়া কাপ ২০২৩-এর গ্রুপ ম্যাচে ভারতের গ্রাউন্ড ফিল্ডিং মোটেও ভালো হয়নি। বিশেষ করে ম্যাচের শুরুতেই যেভাবে পরপর ক্যাচ ছাড়েন ভারতীয় ফিল্ডাররা, তা রীতিমতো হাসির খোরাক হয়ে দাঁড়ায় সোশ্যাল মিডিয়ায়। প্রথম ৫ ওভারের মধ্যেই ভারত তিনটি জল-ভাত ক্যাচ মিস করে।

উল্লেখযোগ্য বিষয় হল, নিতান্ত সহজ ক্যাচ মিস করা ফিল্ডারদের তালিকায় নাম লেখান বিরাট কোহলিও। ইনিংসের দ্বিতীয় ওভারেই কোহলি মহম্মদ সিরাজের বলে আসিফ শেখের ক্যাচ ছাড়েন। ১.১ ওভারে শর্ট কভারে কোহলির হাত থেকে জীবনদান পাওয়ার পরে আসিফ ব্যক্তিগত হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকে যান।

যদিও পরে শর্ট কভারে দাঁড়িয়ে সেই সিরাজের বলেই এক হাতে আসিফের ললিপপ ক্যাচ ধরেন বিরাট। ২৯.৫ ওভারে নেপাল ওপেনারের ক্যাচ ধরা মাত্রই বিরল এক নজির গড়েন কোহলি। এমন এক কৃতিত্ব অর্জন করেন তিনি, যা এর আগে একজন মাত্র ভারতীয় ক্রিকেটারের দখলে রয়েছে।

আরও পড়ুন:- BAN vs AFG: ছক্কা হাঁকিয়েও আউট! পরপর ২টি ওয়ান ডে ম্যাচে হিট উইকেট হয়ে হতাশাজনক বিশ্বরেকর্ড গড়লেন মুজিব- ভিডিয়ো

উইকেটকিপারদের বাদ দিলে দ্বিতীয় ভারতীয় ফিল্ডার হিসেবে বহুজাতিক টুর্নামেন্টে ১০০ ক্যাচ ধরার নজির গড়েন কোহলি। অর্থাৎ, দ্বিপাক্ষিক সিরিজ ছাড়া বিশ্বকাপ, এশিয়া কাপ, ত্রিদেশীয় সিরিজের মতো বহুজাতিক টুর্নামেন্টে ১০০ ক্যাচ ধরা ভারতীয় ফিল্ডারে পরিণত হন তিনি। বিরাটের আগে প্রথম ভারতীয় ফিল্ডার হিসেবে এমন নজির গড়েন মহম্মদ আজহারউদ্দিন।

এশিয়া কাপ সংক্রান্ত যাবতীয় খবর, তথ্য-পরিসংখ্যান ও লাইভ স্কোর আপডেটে চোখ রাখতে ক্লিক করুন এখানে

ওয়ান ডে ক্রিকেটে সব থেকে বেশি ক্যাচ ধরার তালিকায় চারে উঠলেন কোহলি:-

আসিফ শেখের ক্যাচ ধরা মাত্রই ওয়ান ডে ক্রিকেটে সব থেকে বেশি ক্যাচ ধরা ফিল্ডারদের (উইকেটকিপার ছাড়া) তালিকায় চার নম্বরে উঠে আসেন কোহলি। তিনি টপকে যান নিউজিল্যান্ডের রস টেলরকে। কিউয়ি তারকা ওয়ান ডে ক্রিকেটে ১৪২টি ক্যাচ ধরেছেন। কোহলি ওয়ান ডে ক্রিকেটে এই নিয়ে ১৪৩টি ক্যাচ ধরলেন।

ভারত বনাম নেপাল এশিয়া কাপ ২০২৩-এর গ্রুপ ম্যাচটির লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন

তালিকার শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে। তিনি ওয়ান ডে ক্রিকেটে সব থেকে বেশি ২১৮টি ক্যাচ ধরেছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন অজি কিংবদন্তি রিকি পন্টিং। তাঁর ঝুলিতে রয়েছে ১৬০টি ক্যাচ। তৃতীয় স্থানে রয়েছেন মহম্মদ আজহারউদ্দিন। প্রাক্তন ভারত অধিনায়ক ওয়ান ডে ক্রিকেটে ১৫৬টি ক্যাচ ধরেছেন। সুতরাং, অদূর ভবিষ্যতেই কোহলি টপকে যেতে পারেন আজহার ও পন্টিংকে।

ওয়ান ডে ক্রিকেটে সব থেকে বেশি ক্যাচ ধরা ৫ ফিল্ডার:-

১. মাহেলা জয়াবর্ধনে- ২১৮টি ক্যাচ।
২. রিকি পন্টিং- ১৬০টি ক্যাচ।
৩. মহম্মদ আজহারউদ্দিন- ১৫৬টি ক্যাচ।
৪. বিরাট কোহলি- ১৪৩টি ক্যাচ।
৫. রস টেলর- ১৪২টি ক্যাচ।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড বিস্তারিত ক্রীড়াসূচি - এর জন্য চোখুন HT Bangla - তে

বন্ধ করুন