Australia vs Pakistan 2nd Test: ক্রিকেটের ইতিহাসে আপনি নিশ্চয়ই অনেক কারণে ম্যাচকে মাঝপথে থেমে যেতে দেখেছেন। কখনও মাঠে হঠাৎ ঝড় উঠে ছিল আবার কখনও মৌমাছির আক্রমণে ম্যাচ বন্ধ করে দিতে হয়েছিল। কিন্তু কখনও কি শুনেছেন যে থার্ড আম্পায়ারের অনুপস্থিতির কারণে ম্যাচ বন্ধ হয়েছিল। এমনটা কি আগে কখনও হতে দেখেছেন? সম্ভবত না। ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো এমনটা ঘটেছে। অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যে চলতি এমসিজি টেস্টের সময় এই ঘটনাটি ঘটেছে। তৃতীয় দিনে লাঞ্চের পর থার্ড আম্পায়ার নিজের আসনে না থাকায় ম্যাচ কয়েক মিনিটের জন্য বন্ধ করে দেওয়া হয়।
থার্ড আম্পায়ার নিজের আসনে না থাকার কারণটাও ছিল বেশ হাস্যকর। আসলে লাঞ্চের পর থার্ড আম্পায়ার লিফটে আটকে যান যে কারণে তিনি সময়মতো সিটে পৌঁছাতে পারেননি। এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এই ঘটনা নিয়ে ভক্তরাও নিজেদের প্রতিক্রিয়া জানাতে থাকেন। এই সময়ে মাঠের আম্পায়াররাও খেলা বন্ধ করে দাঁড়িয়ে থাকেন। ক্রিকেটাররাও এই ঘটনাটি দেখে অবাক হয়ে যান। তবে শেষে তৃতীয় আম্পায়ার নিজের জায়গায় এলে আবার খেলা শুরু করা হয়।
এই ম্যাচের কথা বললে, প্রথম ইনিংসে ৫৪ রানের লিড নিলেও অস্ট্রেলিয়া বেশ চাপে রয়েছে, কারণ অবস্থান খুবই দুর্বল মনে হচ্ছে। মাত্র ১৬ রানের মধ্যেই চার উইকেট হারিয়েছে স্বাগতিক দল অস্ট্রেলিয়া। খবরটি লেখা পর্যন্ত ক্যাঙ্গারুরা এখন পাকিস্তানের চেয়ে ১৩০ রানে এগিয়ে রয়েছে। এই ম্যাচে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া বোর্ডে ৩১৮ রানের স্কোর তোলে। জবাবে এই স্কোর তাড়া করতে নেমে পাকিস্তানের প্রথম ইনিংস ২৬৪ রানে গুটিয়ে যায়। পুরো পাকিস্তান দলে ওপেনার আবদুল্লাহ শফিক ও অধিনায়ক শান মাসুদ ছাড়া আর কোনও ব্যাটসম্যানই ৫০ রানের স্কোর পার করতে পারেননি। আর পাঁচজন ব্যাটসম্যান দুই অঙ্কে পৌঁছাতে ব্যর্থ হন।
এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে শুরু করেছিল অস্ট্রেলিয়া। তবে এদিনের শুরুটা ভালো করতে পারেনি অজিরা। বদলে পাকিস্তান দল দারুণ শুরু করে। মাত্র ১৬ রানের মধ্যেই চার উইকেট তুলে নিয়েছিল তারা। এখন হামজা ও আফ্রিদ্রিদের নজর থাকবে ম্যাচের দখল শক্ত করার দিকে। পাকিস্তান এই ম্যাচে জিততে পারলে সিরিজে সমতায় ফিরতে পারবে ও সিরিজকে ১-১ করতে পারবে। যদি এমনটা হয় তাহলেসিরিজে উত্তেজনা বাড়াবে। অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি জিতেছিল ৩৬০ রানে।