এই মুহূর্তে পুরোদমে চলছে অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল বনাম দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দলের তৃতীয় একদিনের ম্যাচ। তিন ম্যাচের এই একদিনের সিরিজে এই মুহূর্তে ফল ১-১। অর্থাৎ আজকের ম্যাচ দুই দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ। সিরিজ নিজেদের দখলে রাখতে হলে জয় পাওয়া বাধ্যতামূলক দুই দলের কাছেই। যদিও এই মুহূর্তে চালকের আসনে অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে একটি লড়াকু রান বোর্ডে তোলার পাশাপাশি প্যাভেলিয়ানে ফিরিয়ে দিয়েছে প্রায় দক্ষিণ আফ্রিকার অর্ধেক দলকেই।
তবে এদিন প্রথম ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার ব্যাটিং চলাকালীন ঘটে একটি অবাক করার মতো কান্ড। ছক্কা মারতে গিয়ে 'হিট উইকেট' হওয়া সত্বেও 'নট আউট' ঘোষণা করা হয় দলের তারকা স্পিনার অ্যালানা কিংকে। যা দেখে রীতিমতো অবাক হয়ে যায় সকলেই। যদিও পড়ে জানা গিয়েছে সেই বলটি কোমরের উপরে ছিল বলে 'নো বল' ঘোষণা করা হয় এবং সেই কারণেই বেঁচে যান অ্যালানা।
শনিবার, অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সিডনিতে সিরিজের তৃতীয় এবং অন্তিম ম্যাচটি খেলতে নামে দুই দল। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। অ্যালিসা হিলি ও বেথ মুনির ব্যাটের উপর ভর করে স্কোরবোর্ডে একটি লড়াকু রান তোলে অস্ট্রেলিয়া। নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে তারা করে ২৭৭ রান। হিলি ও মুনি দুজনেই হাঁকান অর্ধশতরান। হিলি করেন ৭৩ বলে ৬০ এবং মুনি ৯১ বলে ৮২ রান। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে মাসাবাতা ক্লাস ছাড়া কেউই তেমন প্রভাব ফেলতে পারেননি বল হাতে।
তবে ৪৮তম ওভারে ঘটে একটি অবাক করে দেওয়ার মতো কান্ড। সেই সময়ে স্ট্রাইকে ছিলেন অ্যালানা কিং এবং বল ছিল মাসাবাতা ক্লাসের হাতে। ছয় মারতে গিয়ে 'হিট উইকেট' হন অ্যালানা কিন্তু তবুও তাকে নট আউট ঘোষণা করা হয়। 'নো বল' দেওয়া হয় আম্পায়ারের তরফ থেকে যেহেতু ফুলটস বলটি কোমরের উপর ছিল বলে। বোলারের মনোবল আরো ভেঙে যায় যখন ফ্রি হিটেও ছয় খান তিনি। প্রথম ইনিংসের এই মুহূর্তটি চোখের নিমিষে ছড়িয়ে পড়ে চারিদিকে। ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতে। সব মিলিয়ে, এই ভিডিয়ো দেখে অনেকেই অবাক হয়েছেন এবং নিজেদের মতামত প্রকাশ করেছেন। অধিকাংশেরই বক্তব্য এমন দৃশ্য সচরাচর দেখা যায় না।