পাকিস্তান এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ার পরে বিস্তর সমালোচনা দেখা দিতে শুরু করেছে। শোনা যাচ্ছে পাকিস্তানের ড্রেসিংরুমের অবস্থা ভালো নেই। অধিনায়ক বাবর আজমের সঙ্গে অন্যান্য ক্রিকেটারদের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। যার ফলে ক্রিকেটাররা নিয়মের গুতোয় তাকে অধিনায়ক মানছেন কিন্তু মন থেকে অনেকেই মানতে পারছেন না। ফাইনালে যাওয়ার জন্য মরণ বাচন ম্যাচে ৪২ ওভারে ২৫২ রান তোলে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার কুশল মেন্ডিস ৯১ রানের অসাধারণ ইনিংস খেলে যান।
ম্যাচের শেষের দিকে টানটান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ম্যাচ জেতান অলরাউন্ডার আসালাঙ্কা। তিনি ৪৯ রানে অপরাজিত থাকেন। এই হারের পর পাকিস্তান অধিনায়ক বাবর আজমের অবস্থা নাকি খুব খারাপ হয়ে যায়। তিনি কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না তার দল ফাইনালে উঠতে পারেনি। কথা বলার মতো অবস্থায় তিনি ছিলেন না বলে জানিয়েছেন পাক অধিনায়কের বাবা আজম সিদ্দিক।
(এশিয়া কাপের পয়েন্ট তালিকা দেখার জন্য ক্লিক করুন এখানে)
এইবারের এশিয়া কাপে ভারত পাকিস্তানের মোট তিনবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা ছিল। তার মধ্যে দুইবার একে অপরের বিরুদ্ধে খেলেছে তারা। একটি ম্যাচ বৃষ্টির কারণে খেলা না হলেও সুপার ফোরের ম্যাচে জিতে যায় ভারত। তারপর থেকেই ক্রীড়া প্রেমীরা এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীদের দলের ফাইনাল দেখার জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু তা না হওয়ায় অনেকেরই মন ভেঙে যায়। সমর্থকদের সঙ্গে সঙ্গে ফাইনালে উঠতে না পেরে প্রবল ভাবে হতাশ হয়ে পড়েন পাকিস্তান অধিনায়ক বাবর। এমনটাই জানিয়েছেন তার বাবা আজম।
(এশিয়া কাপে কার কবে খেলা জানার জন্য ক্লিক করুন এখানে)
ইনস্টাগ্রামে তিনি একটি পোস্ট করে সেখানে তিনি লেখেন, সালাম পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট দল পুরো ম্যাচে অর্ধেক ক্রিকেটার নিয়ে খেলে গিয়েছে। শেষ বলে একটি বাউন্ডারির জন্য হেরেছে। আমি এই ম্যাচে সুপারস্টার বোলার জামান খানকে লক্ষ্য করেছি। ম্যাচের কঠিন পরিস্থিতিতে ও অসাধারণ বল করে গেছে। জেতা বা হারা একটি খেলার অংশ তবে এই পুরো টুর্নামেন্ট জুড়ে পাকিস্তান অর্ধেক দল নিয়ে খেলে গিয়েছে।' তিনি আরও লেখেন, 'একদিনের ক্রিকেট বিশ্বকাপের সময় এই দলের সবাই যখন সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে তখন প্রতিযোগিতা দেখার মজা হবে অন্যরকম। আসুন এই সময়ে দলকে উৎসাহিত করি। ওদের মনোবল বাড়াই। এটাই দেশপ্রেম। পাকিস্তান দীর্ঘজীবী হোক। আমি শুধু বাবরের সঙ্গে কথা বলেছি। ও নিজে কথা বলার পরিস্থিতিতে ছিল না। আমি ওকে বলেছি সাহসিকতার সঙ্গে এগিয়ে যাও। হতাশ হয়ে যেও না।'