বাংলা নিউজ > ক্রিকেট > শাকিবের অবসরের পরে বাংলাদেশের অধিনায়ক হতে চান এই তারকা পেসার!

শাকিবের অবসরের পরে বাংলাদেশের অধিনায়ক হতে চান এই তারকা পেসার!

শাকিব আল হাসান। ছবি-পিটিআই (PTI)

বাংলাদেশ দলের দীর্ঘ দিন ধরে দায়িত্ব সামলাচ্ছেন শাকিব আল হাসান। তিনি অবসর নিলে এই পেসার অধিনায়ক হতে চান।

শুভব্রত মুখার্জি :- ১৯ জানুয়ারি থেকে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়র লিগ অর্থাৎ বিপিএলের আসর। এবার বিপিএলের দশম বর্ষ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং দুর্দান্ত ঢাকা। এবার ঢাকার স্কোয়াডে রয়েছেন টাইগারদের বর্তমান সময়ের সেরা দুই পেসার তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলাম। ফ্র্যাঞ্চাইজির সহ অধিনায়কের দায়িত্ব পালন করছেন তাসকিন আহমেদ। তিনি একেবারে অকপট স্বীকারোক্তিতে জানিয়েছেন সুযোগ পেলে বাংলাদেশ সিনিয়র ক্রিকেট দলকে নেতৃত্বও দিতে চান। তবে অবশ্যই শাকিব আল হাসান অবসর নেওয়ার পরে বা কোনও কারণে তিনি অধিনায়কত্ব ছাড়লে তবেই এমনটা করতে চান তিনি।

মীরপুরে অ্যাকাডেমির মাঠে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তাসকিন আহমেদ। সেখানেই এমন অকপট মন্তব্য করেছেন দেশের তারকা পেসার। ঢাকার নেতৃত্বের প্রসঙ্গ উঠতেই টাইগার গতিদানব জানিয়েছেন ভবিষ্যতে জাতীয় দলের অধিনায়ক হওয়ার স্বপ্ন দেখেন তিনি। এই মরশুমে বিপিএলে দুর্দান্ত ঢাকার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মোসাদ্দেক হোসেন সৈকত। সহঅধিনায়ক হিসেবে মোসাদ্দেককে সাহায্য করবেন তাসকিন। নেতৃত্বের পাশাপাশি তার মূল কাজ বোলিংয়ে মনোযোগ দিতে চান টাইগার স্পিডস্টার।

তাসকিন জাতীয় দলের অধিনায়কত্ব প্রসঙ্গে বলেন, 'হ্যা অবশ্যই (বাংলাদেশ দলের অধিনায়ক হতে চাই)। কেন না, সব ক্রিকেটারের কাছেই স্বপ্ন থাকে তার জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার। আমি বিশ্বাস করি ধাপে ধাপে সবকিছুই হবে এক সময়। আমাদের দলটা (বিপিএলে ঢাকা দল) খুব তরুণ। সুজন স্যার (খালেদ মাহমুদ সুজন) রয়েছেন, মোসাদ্দেক রয়েছে, আমিও রয়েছি। আরও অনেক অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন। যেহেতু আমাদের অভিজ্ঞতা রয়েছে আমাদের দায়িত্ব ও রয়েছে তরুণদের গাইড করা। হয়তো অনেক বিদেশি ক্রিকেটার আসবে দেরিতে, কাউকে সঠিক সময়ে পাওয়া যাবে না। তবে আমাদের এইসব নিয়ে ভাবলে চলবে না। আমাদের লক্ষ্যে অবিচল থাকতে হবে। দিন শেষে আসলে ফলাফলটাই দেখবে সবাই। কতটা ভালো পারফরম্যান্স করতে পারি সেটা দেখবে। বেসিকগুলো ঠিক রেখে আরও দৃঢ়তার সঙ্গে পারফরম্যান্স করতে চাই। যেন দলের জন্য গুরুত্বপূর্ণ যোগদান আমি করতে পারি।'

ক্রিকেট খবর

Latest News

ব্যাট ও বলের মধ্যে লাহোর ও করাচির মতো দূরত্ব, তাও আউট, হাস্যকর আম্পায়ারিং পাকে IPL রিটেনশন নিয়ে সাসপেন্স আরও বাড়তে চলেছে, দাবি নয়া রিপোর্টে ‘‌এটা খুব খারাপ লেগেছে’‌, মুখ্যমন্ত্রীর মন্তব্যে দুঃখিত নির্যাতিতার বাবা–মা মুম্বই সিটির বিরুদ্ধে এগিয়ে গিয়েও ড্র মোহনবাগানের, দায় স্বীকার কোচ মোলিনার বাবা নেই, চোখে জল নিয়ে স্মরণসভায় মালাইকা, পাশে প্রাক্তন স্বামী আরবাজ, নেই অর্জুন চোখ মেলানোর সাহস ছিল না! ধোনির ড্রেসিংরুমের কীর্তি ফাঁস একদা সতীর্থের বাবর আজমকে সেঞ্চুরি করতে দিলেন না শাহিন আফ্রিদি! ৭৯ বলে ৭৬ রান করে ফিরলেন সাজঘরে 'মমতা আসতে বাধ্য হন…কিন্তু আশ্চর্যজনকভাবে দেখলাম…', প্রশ্ন জুনিয়র ডাক্তারদের! জুনিয়র ডাক্তারদের মঞ্চে মুখ্যমন্ত্রী যেতেই মুগ্ধ জহর সরকার, পাঠালেন বার্তা মর্গের মৃতদেহ ঘিরে দুর্নীতি! মরণোত্তর দেহদানের সিদ্ধান্তে আফসোস ঋতুপর্ণার?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.