শুভব্রত মুখার্জি:- ভারতে সদ্য শেষ হওয়া ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালে হেরে যেতে হয়েছিল নিউজিল্যান্ড দলকে। আয়োজক ভারতের বিপক্ষে দুরন্ত লড়াই করেও হার স্বীকার করতে হয়েছিল তাদের। এরপর ভারত থেকেই কিউয়িরা সোজা উপস্থিত হয় বাংলাদেশে।যেখানে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড দল। যার প্রথম টেস্ট ইতিমধ্যেই হয়ে গিয়েছে। সিলেটের প্রথম টেস্টে ইতিমধ্যেই কিউয়িদের বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ দল। ১৫০ রানের বিপুল ব্যবধানে বাংলাদেশের কাছে প্রথম টেস্টে হারতে হয়েছে কিউয়িদের। তবে প্রথম টেস্ট হারলেও বিশ্বকাপের ক্লান্তিকে কোনও ভাবেই অজুহাত হিসেবে দেখাতে চান না নিউজিল্যান্ড দলের টেস্ট অধিনায়ক।
ম্যাচ শেষে নিউজিল্যান্ড অধিনায়ক বলেন, ‘ওডিআই বিশ্বকাপের পরে আমরা কিছুটা বিশ্রাম পেয়েছি। একজন ক্রিকেটার হিসেবে আমরা সবাই জানি আমাদের সামনে ব্যস্ত ক্রীড়াসূচি রয়েছে। আমরা প্রফেশনাল ক্রিকেটার হিসেবে সবাই জানি আমাদের সামনে কী ধরনের ক্রীড়াসূচি রয়েছে। সেই মতো সবাই আমারা নিজেদেরকে সতেজ রাখার চেষ্টা করি। এই টেস্ট ম্যাচের আগে আমাদের সবার মধ্যে স্পিরিট খুব ভালোই ছিল। আমাদের মধ্যে অনেকেই দীর্ঘ সফরে রয়েছি। তবে একজন আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে এটা জীবনের অঙ্গ হবে সেটাই স্বাভাবিক।’
চলতি বছরে এখন পর্যন্ত নিউজিল্যান্ড দল ৫৫টি ম্যাচ খেলেছে। যার বেশির ভাগটাই তাদের বিদেশ সফর করতে হয়েছে। ঘরের মাঠে তারা মার্চ-এপ্রিল মাসে শেষবার খেলেছে। সেবার তাদের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। বাংলাদেশের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বৃত্তের অঙ্গ। প্রসঙ্গত প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড দল। সাউদি আরও জানান, ‘আমাদের জন্য এই টেস্ট হারের পরে হঠাৎ করে সবকিছু বদলে যাবে না। আমাদের চিন্তা করতে হবে আমাদের সামনে কী রয়েছে। আমাদের ভাবতে হবে সেটা নিয়েই। আমাদেরকে এই মুহূর্তে সামনের ঢাকা টেস্ট নিয়েই ভাবতে হবে। আমাদের চেষ্টা করতে হবে পরবর্তী ম্যাচে ভালো খেলার।’