বাংলা নিউজ > ক্রিকেট > BAN vs NZ 2nd Test: নিজেদের পাতা স্পিন ফাঁদে নিজেরাই জড়াল বাংলাদেশ, আজাজ একাই গুঁড়িয়ে দিলেন নাজমুলদের

BAN vs NZ 2nd Test: নিজেদের পাতা স্পিন ফাঁদে নিজেরাই জড়াল বাংলাদেশ, আজাজ একাই গুঁড়িয়ে দিলেন নাজমুলদের

মীরপুর টেস্টে হার বাংলাদেশের। ছবি- এএফপি।

Bangladesh vs New Zealand 2nd Test: ব্যর্থ জাকির হাসানের হাফ-সেঞ্চুরি, মীরপুর টেস্টে ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম্যান্স উপহার দেন গ্লেন ফিলিপস।

নিজেদের খোঁড়া গর্তে পড়েই হাবুডুবু খেল বাংলাদেশ। স্পিন অস্ত্রে নিউজিল্যান্ডকে ঘায়েল করতে গিয়ে নিজেরাই ম্যাচ হেরে বসলেন নাজমুল হোসেন শান্তরা। যদিও একসময় পাল্লা ভারি ছিল বাংলাদেশের দিকেই।

মীরপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। তারা প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ১৭২ রানে। পালটা ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড একসময় ৯৭ রানে ৭ উইকেট হারিয়ে বসে। সেখান থেকে কিউয়িরা তাদের প্রথম ইনিংস শেষ করে ১৮০ রানে।

প্রথম ইনিংসের নিরিখে ৮ রানের সংক্ষিপ্ত ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় দফায় ব্যাট করতে নামে বাংলাদেশ। তারা তৃতীয় দিনের শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ৩৮ রান সংগ্রহ করে। চতুর্থ দিনে তার পর থেকে খেলা শুরু করে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে অল-আউট হয় মাত্র ১৪৪ রানে। তাদের ইনিংস স্থায়ী হয় মোটে ৩৫ ওভার।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে একা লড়াই চালান জাকির হাসান। তিনি ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮৬ বলে ৫৯ রান করে আউট হন। এছাড়া ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত করেন ১৫ রান। মোমিনুল হক ১০ ও তাইজুল ইসলাম অপরাজিত ১৪ রান করেন। বাকিরা কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি।

আরও পড়ুন:- Abu Dhabi T10: ১৬ বলে ধ্বংসাত্মক হাফ-সেঞ্চুরি নিকোলাস পুরানের, একই দিনে জোড়া ম্যাচ জিতে ফাইনালে ডেকান

মাহমুদুল হাসান জয় ২, মুশফিকুর রহিম ৯, শাহাদত হোসেন ৪, মেহেদি হাসান মিরাজ ৩, নইম হাসান ৯ ও শরিফুল ইসলাম ৮ রান করে আউট হন। খাতা খুলতে পারেননি নুরুল হাসান।

আজাজ প্যাটেল একাই বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ধস নামান। তিনি ৫৭ রানের বিনিময়ে ৬টি উইকেট দখল করেন। উল্লেখ্য, আজাজ প্রথম ইনিংসে ২টি উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ৫১ রানে ৩টি উইকেট নেন মিচেল স্যান্টনার। ২৫ রানে ১টি উইকেট পকেটে পোরেন টিম সাউদি।

জয়ের জন্য শেষ ইনিংসে নিউজিল্যান্ডের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১৩৭ রানের। তারা ৩৯.৪ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৩৯ রান তুলে ম্য়াচ জিতে যায়। সেই সঙ্গে নিউজিল্যান্ড ২ ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করে।

আরও পড়ুন:- Big Bash League: ৭ বছর পরে গাব্বায় ফিরল রকেটম্যান, বিগ ব্যাশের উদ্বোধনে ক্রিকেট অস্ট্রেলিয়ার চমক- ভিডিয়ো

গ্লেন ফিলিপস ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৮ বলে ৪০ রানের আগ্রাসী ইনিংস খেলে অপরাজিত থাকেন। ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৯ বলে ৩৫ রান করে নট-আউট থাকেন মিচেল স্যান্টনার। টম লাথাম ২৬, কেন উইলিয়ামসন ১১ ও ডারিল মিচেল ১৯ রান করেন।

মেহেদি হাসান মিরাজ ৫২ রানে ৩টি উইকেট দখল করেন। ৫৮ রানে ২টি উইকেট নেন তাইজুল ইসলাম। দুই ইনিংস মিলিয়ে ১২৭ রান ও ৩টি উইকেট সংগ্রহ করে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন গ্লেন ফিলিপস। ২টি টেস্টে সাকুল্যে ১৫টি উইকেট সংগ্রহ করে সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হন তাইজুল ইসলাম।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

সাফারি বাসের জানালা দিয়ে উঁকি দিল লেপার্ড, ভয়ে কাঁটা পর্যটকরা বর্ডার গাভাসকর সিরিজ জয়ই লক্ষ্য! অস্ট্রেলিয়ায় ইন্ডিয়া এ দলের সঙ্গে ম্যাচ ভারতের… ভোটে জিততেই ভিনেশকে বজরংয়ের শুভেচ্ছা! পিটি ঊষা ভুলতে পারেননি অলিম্পিক্সের অপমান ‘সবই তো বুঝলাম বউ…’, বিয়ের পর প্রথম পুজো,রোম্যান্টিক মুডে কৌশাম্বি! নালিশ আদৃতের 'সিস্টেমের জন্যই ফস্কে গেল জয়…' হরিয়ানার কংগ্রেস যেন বাংলার বিজেপি 'একাধিক কারণেই…' আশ্বিনে বিয়ে করার কারণ খোলসা করলেন রূপসা, কবে যাচ্ছেন হানিমুনে গণইস্তফা দিয়ে চাপ বাড়ালেন ডাক্তাররা, নবান্ন দিল কড়া বার্তা, কারা রইলেন চাপে? '৩৭০ ধারা সরালে কাশ্মীর জ্বলবে ভেবেছিল অনেকে, কিন্তু আরও সুন্দর হয়ে উঠেছে' জঙ্গি হামলায় হারিয়েছেন বাবাকে, উপত্যকায় বাজিমাত বিজেপির সেই মহিলা প্রার্থীর টেক্কার প্রিমিয়ারে রাজকীয় লুকে দেব-রুক্মিণী, হাজির টোটাও

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.