একই দিনে জোড়া ম্যাচ হেরে চলতি আবু ধাবি টি-১০ লিগ থেকে ছিটকে গেল ফ্যাফ ডু'প্লেসির নেতৃত্বাধীন স্যাম্প আর্মি। অন্যদিকে পরপর ২টি ম্যাচ জিতে টুর্নামেন্টের ফাইনালের টিকিট নিশ্চিত করে নিকোলাস পুরানের ডেকান গ্ল্যাডিয়েটর্স।
শুক্রবার জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের ৩টি প্লে-অফ ম্যাচ খেলা হয়। প্রথম কোয়ালিফায়ারে স্যাম্প আর্মিকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে কায়রন পোলার্ডের নিউ ইয়র্ক স্ট্রাইকার্স। এই ম্যাচ হারায় দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে বাধ্য হয় স্যাম্প আর্মি। পরে দ্বিতীয় কোয়ালিফায়ারে ডু'প্লেসিরা পরাজিত হন ডেকান গ্ল্যাডিয়েটর্সের কাছে, যারা এদিনই এলিমিনেটরে বাংলা টাইগার্সকে হারিয়ে দেয়।
নিউ ইয়র্ক স্ট্রাইকার্স বনাম স্যাম্প আর্মি প্রথম কোয়ালিফায়ার:-
টস হেরে শুরুতে ব্যাট করতে নামে নিউ ইয়র্ক স্ট্রাইকার্স। তারা নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১২১ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। রহমানউল্লাহ গুরবাজ ৪টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ২৮ বলে ৫৬ রান করে আউট হন। ২৪ রানের বিনিময়ে ২টি উইকেট নেন কাইস আহমেদ।
জবাবে ব্যাট করতে নেমে স্যাম্প আর্মি নির্ধারিত ১০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ৮০ রানে আটকে যায়। ৪১ রানে ম্যাচ জিতে টুর্নামেন্টের ফাইনালের টিকিট নিশ্চিত করে নিউ ইয়র্স স্ট্রাইকার্স। কাইস আহমেদ ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৩ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন। হ্যাটট্রিক-সহ ২ ওভারের মাত্র ৬ রান খরচ করে ৫টি উইকেট তুলে নেন আকিল হোসেন।
বাংলা টাইগার্স বনাম ডেকান গ্ল্যাডিয়েটর্স এলিমিনেটর:-
টস হেরে শুরুতে ব্যাট করে বাংলা টাইগার্স ১০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১১২ রান তোলে। ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৬ বলে ৫২ রান করেন গুলবদিন নায়েব। ২১ রানে ২টি উইকেট নেন আন্দ্রে রাসেল।
পালটা ব্যাট করতে নেমে ডেকান ৬.৪ ওভারে বিনা উইকেটে ১১৪ রান তুলে ম্যাচ জিতে যায়। ৮টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ২৫ বলে ৭০ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে নট-আউট থাকেন নিকোলাস পুরান। তিনি ৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে মাত্র ১৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। এছাড়া ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১৬ বলে ৪৩ রান করে নট-আউট থাকেন টম কোহলার ক্যাডমোর।
স্যাম্প আর্মি বনাম ডেকান গ্ল্যাডিয়েটর্স দ্বিতীয় কোয়ালিফায়ার:-
টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ডেকান নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১১৭ রান তোলে। পুরান ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৯ বলে ২৬ রান করেন। ক্যাডমোর ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৩ বলে ৩৬ রান করেন। ইমদ ওয়াসিম ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৮ বলে ৩৫ রান করেন। কাইস আহমেদ ১১ রানে ২টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে স্যাম্প আর্মি ১০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৮৯ রানে আটকে যায়। ২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১৪ বলে ৩১ রান করেন করিম জানাত। ২ ওভারে ৬ রান খরচ করে ৩টি উইকেট নেন ওয়াকার।
ফাইনালের সূচি:-
শনিবার টুর্নামেন্টের খেতাবি লড়াইয়ে নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের বিরুদ্ধে মাঠে নামবে ডেকান গ্ল্যাডিয়েটর্স।