২০২৩ সালে ওডিআই বিশ্বকাপের পর থেকে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের জন্য। একেবারেই ধারাবাহিকতা দেখা যায়নি দলের ক্রিকেটারদের মধ্যে। এছাড়াও হারের মুখ দেখতে হয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে বেকায়দায় রয়েছে গোটা দল। তার উপর আইসিসির কোনও টুর্নামেন্টে সাফল্য পাইনি শাকিব আল হাসান ও তাঁর বাহিনী।
কিন্তু বাংলাদেশ ক্রিকেট দল এই বছরের নিজেদের প্রথম সিরিজ খেলতে নামবে ছন্দে থাকা শ্রীলঙ্কার বিরুদ্ধে। তিনটি একদিনের ম্যাচ, তিনটি টি-টোয়েন্টি ম্যাচ ও দুটি টেস্ট খেলবে তারা। টি-টোয়েন্টি ম্যাচগুলি খেলা হবে সিলেটে, একদিনের ম্যাচগুলি খেলা হবে চট্টগ্রামে এবং দুটি টেস্টের একটি খেলা হবে সিলেটে এবং একটি চট্টগ্রামে। সদ্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের ও টি-টোয়েন্টি সিরিজ জিতেছে শ্রীলঙ্কা। সুতরাং, গোটা দলের মনবল এই মুহূর্তে রয়েছে তুঙ্গে। অন্যদিকে, বাংলাদেশের অবস্থা শোচনীয়। তার উপর এই বছরে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, যা যৌথভাবে আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র। তাই আসন্ন এই সিরিজ বাংলাদেশের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ, তা কার্যত স্পষ্ট।
তবে এবার যাতে আইসিসির আসন্ন টুর্নামেন্টগুলিতে কোনও রকমের কোনও বিপর্যয়ের মুখোমুখি না হতে হয় সেই কারণে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে। কি সেই সিদ্ধান্ত? যাতে দলের সকল ব্যাটার ও বলার সঠিক প্রশিক্ষণ পায়, সেই কারণে প্রাক্তন বারমুডা তারকা ব্যাটার ডেভিড হেম্পকে নির্বাচিত করা হয়েছে ব্যাটিং কোচ হিসেবে। অন্যদিকে নিউজিল্যান্ডের প্রাক্তন পেস বোলার আন্দ্রে অ্যাডামসকে নির্বাচিত করা হয়েছে বোলিং কোচ হিসেবে। মনে করা হচ্ছে দুই প্রাক্তন তারকারই প্রচুর অভিজ্ঞতা রয়েছে যা কাজে লাগবে দলের।
প্রসঙ্গত, এর আগে হেম্প ছিলেন হাই-পারফরম্যান্স হেড কোচ। এছাড়া পাকিস্তান মহিলা ক্রিকেট দলেরও হেড কোচের ভূমিকা পালন করেছিলেন তিনি। অন্যদিকে, অ্যাডামসের কোচিং অভিজ্ঞতা রয়েছে অনেক। এর আগে তিনি নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে প্রশিক্ষণ দিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আশাবাদী যে দুই তারকাই আগামী দিনে বাংলাদেশ ক্রিকেটকে এক আলাদা মাত্রায় নিয়ে যাবে।
কবে হবে টি২০ ম্যাচগুলি?
প্রথম ম্যাচটি খেলা হবে মার্চ মাসের ৪ তারিখে, দ্বিতীয়টি ৬ তারিখে এবং তৃতীয়টি ৯ তারিখে।
কবে হবে একদিনের ম্যাচগুলি?
প্রথম ম্যাচটি খেলা হবে মার্চ মাসের ১৩ তারিখে, দ্বিতীয়টি ১৫ তারিখে এবং তৃতীয়টি ১৮ তারিখে।
টেস্ট ম্যাচগুলি কবে হবে?
প্রথম ম্যাচটি খেলা হবে মার্চ মাসের ২২ তারিখে সিলেটে এবং দ্বিতীয়টি ৩০ তারিখে চট্টগ্রামে।