জুন মাসের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার মাটিতে বসতে চলেছে ২০২৪ টি-২০ বিশ্বকাপের আসর। তার আগে ১ মে-র মধ্যে অংশগ্রহণকারী সব দলকে তাদের ১৫ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করতে হবে। যদিও ২৫ মে পর্যন্ত সেই স্কোয়াডে রদবদল করার সুযোগ থাকবে দলগুলির কাছে।
আইপিএলের মাঝেই ভারতীয় ক্রিকেটপ্রেমীদের যাবতীয় আগ্রহের কেন্দ্রে রয়েছে বিশ্বকাপের স্কোয়াড। ভারতীয় নির্বাচকরা কবে বিশ্বকাপের দল ঘোষণা করবেন, বিশ্বকাপের স্কোয়াডে কারা সুযোগ পাবেন, বাদ পড়বেন কারা, প্রভৃতি বিষয়ে সমর্থকদের আগ্রহের শেষ নেই।
উল্লেখযোগ্য বিষয় হল, টি-২০ বিশ্বকাপের দল নির্বাচনে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের বড় ভূমিকা থাকতে পারে বলে মনে করা হচ্ছে। কেননা আইসিসির ফ্ল্যাগশিপ টুর্নামেন্টে অংশ নেওয়ার আগে আইপিএলে কে কেমন ফর্মে রয়েছেন, তা যাচাই করে নেওয়ার সুযোগ থাকতে নির্বাচকদের সামনে।
যদিও দল নির্বাচনের জন্য পুরো আইপিএলের পারফর্ম্যান্স দেখা সম্ভব হবে না অজিত আগরকরদের পক্ষে। আইসিসির ডেট-লাইনের জন্যই ইন্ডিয়ান প্রিমিয়র লিগের মাঝপথে দল গড়ে নিতে হবে জাতীয় নির্বাচকদের। তবে ভারতীয় স্কোয়াডে চমক থাকতে পারে বলে আশা করা নিতান্ত বোকামি হবে না।
বেশ কিছুদিন ধরেই ভারতীয় সমর্থকরা আশা করে রয়েছেন কবে বিশ্বকাপের দল ঘোষণা হবে, তা জানার জন্য। অবশেষে ইঙ্গিত মিলল দল নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নিয়ে। দৈনিক জাগরণের রিপোর্ট অনুযায়ী আগামী ২৭ অথবা ২৮ এপ্রিল ভারতীয় নির্বাচকরা বিশ্বকাপের দল গড়ে নিতে পারেন।
এও জানা যাচ্ছে যে কোন ১০ জন ভারতীয় ক্রিকেটারের বিশ্বকাপ স্কোয়াডে নির্বাচিত হওয়া কার্যত নিশ্চিত। ফিটনেস ও আইপিএলের ফর্মের নিরিখে রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্ত, সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা, আর্শদীপ সিং, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব ও হার্দিক পান্ডিয়ার বিশ্বকাপ স্কোয়াডে ঠাঁই হওয়া পাকা দেখাচ্ছে।
নির্বাচকদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে যশস্বী জসওয়াল ও শুভমন গিল, দুই তরুণ তুর্কিকেই ১৫ জনের স্কোয়াডে জায়গা করে দেওয়ার বিষয়টি। তাছাড়া উইকেটকিপিংয়ের জন্য অন্তত আরও চারটি বিকল্প হাতে রয়েছে আগরকরদের। ইশান কিষান, সঞ্জু স্যামসন, লোকেশ রাহুল ও জিতেশ শর্মাকে নিয়ে দল নির্বাচনী বৈঠকে আলোচনা হবে নিশ্চিত।
উল্লেখ্য, টি-২০ বিশ্বকাপে ভারত টুর্মামেন্টের এ-গ্রুপে জায়গা পেয়েছে। যুগ্ম আয়োজক আমেরিকার সঙ্গে এই গ্রুপে রয়েছে পাকিস্তান, কানাডা ও আয়ারল্যান্ড। ভারত তাদের চারটি গ্রুপ ম্যাচই খেলবে আমেরিকায়।