এই মুহূর্তে ভারতে চলছে উইমেন্স প্রিমিয়র লিগ। তারপরই শুরু হবে আইপিএল। গোটা দেশে যখন আইপিএল চলবে, তখন মেয়েরা টেস্ট ক্রিকেট খেলবে। এমনই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। লাল বলের ক্রিকেটে ভারতীয় মেয়েদের উন্নতিতে ঘরোয়া টুর্নামেন্টের আয়োজন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই টুর্নামেন্টে মোট ৬টি দল অংশ নেবে। পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন টুর্নামেন্টের আয়োজন করেছে বিসিসিআই। সেখানে পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল, উত্তরাঞ্চল, দক্ষিণঞ্চাল, মধ্যাঞ্চল এবং উত্তর-পূর্বাঞ্চল অংশ নেবে। ভারতীয় ক্রিকেট বোর্ড চাইছে সাদা বলের ক্রিকেটের পাশাপাশি টেস্ট ক্রিকেটেও যাতে নিজেদের উন্নতি হয়, এবং নতুন ক্রিকেটার উঠে আসে। ঠিক সেই কারণেই এবার ঘরোয়া ক্রিকেটে লাল বলের টুর্নামেন্ট চালু করছেন তারা।
সম্প্রতি ভারতীয় মহিলা ক্রিকেট দল ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলেছে। সেখানে তারা বেশ ভালো পারফরম্যান্সও করেছে। এমনকী অস্ট্রেলিয়াকে হারিয়ে রেকর্ডও গড়েন ভারতীয় মেয়েরা। ঠিক সেই কথা মাথায় রেখেই টেস্ট ক্রিকেটে আরও ভালো পারফরম্যান্স করতে এই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। আগামী ১৭ মার্চ শেষ হবে উইমেন্স প্রিমিয়র লিগ। তার ঠিক কয়েক দিন পর অর্থাৎ ২৮ মার্চ থেকে শুরু হবে টেস্ট টুর্নামেন্ট। পাশাপাশি সেমিফাইনাল শুরু হবে ৩ এপ্রিল। এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ এপ্রিল। যেখান থেকে নতুন মুখ উঠে আসার সম্ভাবনা রয়েছে। ৬ বছর ফের এই টুর্নামেন্ট শুরু হতে চলেছে।
এই প্রসঙ্গে প্রাক্তন ভারতীয় পেসার অমিতা শর্মা পিটিআইকে বলেছেন, 'বিসিসিআইয়ের এই পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি। ভারতীয় ক্রিকেট বোর্ড টেস্ট ক্রিকেটের উন্নতির জন্য এই ভাবনা চিন্তা শুরু করেছে। জাতীয় দল আবার টেস্ট ক্রিকেট খেলতে শুরু করেছে। আমাদের পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের ঘরোয়া পর্যায়ে লাল বলের ক্রিকেট খেলতে হবে।'
প্রাক্তন এই ক্রিকেটার আরও বলেন, 'আমাদের মেয়েরা সাদা বলে ভালো খেলছেই, ঠিক তেমনই টেস্টেও ভালো ফল করেছে। আশা করব ওরা এই ধারাবাহিকতা বজায় রাখবে। তবে আমাদের টার্গেট থাকবে আগামীতে যারা জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলবে তারাও যেন লাল বলের ফরম্যাটকে বেশ গুরুত্ব সহকারে দেখে। এটা ক্রিকেটের কঠিন ফরম্যাট। ফলে এখানে ভালো করতে পারলেই, বোঝা যাবে কে কেমন ক্রিকেটার। বিসিসিআইয়ের এই উদ্যোগকে আমি কুর্নিশ জানাই।'