আইসিসি একদিনের বিশ্বকাপ ২০২৩ শুরু হতে আর ২ মাসেরও কম সময় বাকি রয়েছে। এর মাঝেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড শিবির একটি বড় চমক দিল। আসন্ন ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের একদিনের সিরিজে দলে জায়গা পেলেন বেন স্টোকস। কিছুদিন আগেই বলা হয়েছিল বেন স্টোকসের কাছে একদিনের ক্রিকেটে অবসর ভাঙার আবদার রাখবেন ইংলিশ দলের অধিনায়ক জোস বাটলার। সেটা যে মিথ্যা ছিল না তা এবার প্রমাণ হয়ে গেল। আসন্ন আইসিসি ইভেন্টে খেলার জন্য অলরাউন্ডার বেন স্টোকসের সঙ্গে কথা বলেন বাটলর। তিনি নাকি স্টোকসকে বিশ্বকাপের জন্য তাঁর অবসর ভাঙতে বলেছিলেন। এবাং তাতে বেন স্টোকস রাজি হয়ে গিয়েছেন।
গত বছরের ১৮ জুলাই ওডিআই ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন বেন স্টোকস। অবসর নেওয়ার সময়ে স্টোকস বলেছিলেন এই ফর্ম্যাটে তাঁর সতীর্থদের ১০০ শতাংশ দিতে পারবেন না। কিন্তু এরপরে লাল বলের ক্রিকেটে বেন স্টোকস যেভাবে খেলছেন তা দেখার পরে নিজের দলে তাঁকে খেলাতে চেয়েছিলেন ব্রিটিশদের সাদা বলের ক্যাপ্টেন জোস বাটলার। দলের কোচ ম্যাথিউ মটের সঙ্গে কথা বলে সেই মিশনকে বাস্তবায়িত করলেন বাটলার। শেষ পর্যন্ত বেন স্টোকসকে একদিনের ক্রিকেটে ফিরিয়ে আনলেন।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ও T20I দল ঘোষণা করেছে ইংল্যান্ড। পনেরো সদস্যের এই দুই দলেই বেশ কিছু চমক রেখেছে ইংল্যান্ড ক্রিকেট দল। এই দলে এমন কিছু নাম রয়েছে যারা অবসর ভেঙে দলে ফিরছেন এবং কিছু আনক্যাপড প্লেয়ারেরও নাম রয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন মেট্রো ব্যাঙ্ক ওয়ান-ডে আন্তর্জাতিক সিরিজ এবং ভাইটালিটি আই টি২০ সিরিজের জন্য স্কোয়াডের নাম ঘোষণা করেছে ইংল্যান্ড। শেষ পর্যন্ত একদিনের ফর্ম্যাট থেকে নিজের অবসরের সিদ্ধান্ত ফিরিয়ে নিয়েছেন বেন স্টোকস। ফলে ইংল্যান্ডের একদিনের দলে ফিরে এসেছেন তিনি। ১৫ সদস্যের দলে আনক্যাপড সারে দ্রুত গাস অ্যাটকিনসনের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।
ব্ল্যাকক্যাপসের বিরুদ্ধে চার ম্যাচের ভাইটালিটি IT20 সিরিজের স্কোয়াডে আনক্যাপ তিনজন খেলোয়াড়ের নাম রয়েছে। এই তালিকায় রয়েছে অ্যাটকিনসন, জোশ টঙ্গু এবং জন টার্নারের নাম। ইংল্যান্ডের পুরুষদের জাতীয় নির্বাচক, লুক রাইট বলেছেন, ‘আমরা দুটি অত্যন্ত শক্তিশালী স্কোয়াডের নাম ঘোষণা করেছি। আমরা সাদা বলের ক্রিকেটে নিজেদের প্রতিভার গভীরতাকে তুলে ধরেছি।’ তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিত যে প্রত্যেক ভক্ত বেন স্টোকসকে আবার ইংল্যান্ডের ওয়ানডে শার্টে ফিরে দেখে আনন্দ পাবে।’ বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের এই সিরিজকে দারুণ গুরুত্ব দিচ্ছে ইংল্যান্ডের টিম ম্যানজমেন্ট। তারা বিশ্বকাপের আগে নিজেদের শক্তিকে পরীক্ষা করে দেখে নিতে চান।
ইংল্যান্ড পুরুষদের ওডিআই স্কোয়াড:
জোস বাটলার (অধিনায়ক), মইন আলি, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, রিস টপলে, ডেভিড উইলি, মার্ক উড, ক্রিস ওকস
ইংল্যান্ড পুরুষদের IT20 স্কোয়াড:
জোস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, মইন আলি, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারান, বেন ডাকেট, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জোশ টাঙ্গ, জন টার্নার, লুক উড