বাংলা নিউজ > ক্রিকেট > Bengal vs Assam Day 1: ব্যর্থ টপ অর্ডার, ভরসা দিচ্ছেন দুই ‘বুড়ো’, অনুষ্টুপের সেঞ্চুরি,মনোজের অর্ধশতরানে স্বস্তিতে বাংলা

Bengal vs Assam Day 1: ব্যর্থ টপ অর্ডার, ভরসা দিচ্ছেন দুই ‘বুড়ো’, অনুষ্টুপের সেঞ্চুরি,মনোজের অর্ধশতরানে স্বস্তিতে বাংলা

লক্ষ্মীরতন শুক্লাকে স্বস্তি দিলেন মনোজ তিওয়ারি এবং অনুষ্টুপ মজুমদার।

Bengal vs Assam, Ranji Trophy Day 1: অসমের বিরুদ্ধে জিততেই হবে বাংলাকে। এই পরিস্থিতি কিন্তু বাংলার শুরুটা ভালো হয়নি। তবে ভরসা জুগিয়েছেন দলের সবচেয়ে সবচেয়ে অভিজ্ঞ দুই ক্রিকেটার। অনুষ্টুপ সেঞ্চুরি হাঁকিয়েছেন। অর্ধশতরান করেছেন মনোজ। ‘বুড়ো হাড়ের ভেল্কি’তেই পায়ের তলায় জমি খুঁজে পেয়েছে বাংলা।

রঞ্জি ট্রফির চতুর্থ ম্যাচে অসমের মুখোমুখি হয়েছে বাংলা। প্রথম জয়ের খোঁজে রয়েছেন মনোজ তিওয়ারিরা। আর শুক্রবার থেকে শুরু হওয়া ম্যাচে ফের ব্যর্থ হয়েছে বাংলার টপ অর্ডার। ৫৭ রানে ৪ উইকেট হারিয়ে ভারত যখন কোণঠাঁসা, তখন দলের হাল ধরেন দুই ‘বুড়ো’ অনুষ্টুপ মজুমদার এবং মনোজ তিওয়ারি। অনুষ্টুপ সেঞ্চুরি হাঁকিয়েছেন। মনোজ করেছেন অর্ধশতরান। প্রথম দিনের শেষে বাংলার স্কোর ৪ উইকেটে ২৪২ রান।

রঞ্জি ট্রফিতে বাংলা বনাম অসম ম্যাচের প্রথম দিনের খেলার আপডেট:

 

- প্রথম দিনের খেলা শেষ। এদিন ৭৮ ওভার খেলা হয়েছে। প্রথম দিনের শেষে বাংলার স্কোর ৪ উইকেটে ২৪২ রান। অনুষ্টুপ ১৯৭ বলে ১২০ করে অপরাজিত রয়েছেন। তাঁর ইনিংস সাজানো ১৬টি চারে। মনোজ তিওয়ারি ১৮২ বলে ৬৮ রান করেছেন। তাঁর ইনিংসে রয়েছে ৭টি চার। অসমের মুক্তার হোসেন দুই উইকেট নিয়েছেন। রিয়ান এবং ধরণী নিয়েছেন একটি করে উইকেট।

আরও পড়ুন: IND vs ENG, 1st Test: অশ্বিন এই ম্যাচেই ৫০০ উইকেট পূরণ করুক- আব্দার জাদেজার

- গুয়াহাটিতে অসমের বিরুদ্ধে রঞ্জি ট্রফি ম্যাচে ১০, ০০০ প্রথম-শ্রেণীর রান পূর্ণ করে ফেললেন মনোজ তিওয়ারি। বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারির জন্য নিঃসন্দেহে বিশাল কীর্তি। তিনি তার ১৪৫ তম ম্যাচে এই মাইলস্টোন স্পর্শ করলেন। ২৯টি সেঞ্চুরি রয়েছে তাঁর। গড় ৪৮-এরও বেশি।

- অনুষ্টুপকে যোগ্য সঙ্গত করে নিজের হাফসেঞ্চুরি পূরণ করে ফেললেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারিও। ১৩১ বলে ৫০ করে ফেলেন মনোজ। তাঁর এই ইনিংসে রয়েছে ছ'টি চার।

- ১৬১ বলে সেঞ্চুরি করে ফেলল অনুষ্টুপ মজুমদার। তাঁর এই ইনিংসে রয়েছে ১৪টি চার। বাংলার খারাপ সময়ে বারবার ভরসা হয়েছেন অনুষ্টুপ। তাঁর হাত ধরেই বড় অক্সিজেন পেল বাংলা।

- ২০০ করে ফেলল বাংলা। অনুষ্টুপ ছক্কা হাঁকিয়ে বাংলাকে পৌঁছে দিল ২০১ রানে।

- চা-বিরতিতে বাংলার স্কোর ৪ উইকেটে ১৮২ রান। দলের দুই ‘বুড়ো’ এবং অভিজ্ঞ ক্রিকেটারই ভরসা জোগাচ্ছেন। অনুষ্টুপ মজুমদার এবং মনোজ তিওয়ারির কাঁধে ভর করেই কিছুটা অক্সিজেন পেয়েছে ভারত। চা-বিরতির আগে ১৩৬ বলে অপরাজিত ৮৮ করে ফেলেছেন অনুষ্টুপ। মনোজের সংগ্রহ ১০৪ বলে ৪৩ রান।

আরও পড়ুন: ফের ব্যর্থ শুভমন, ২৩ করে ফিরলেন সাজঘরে, সঙ্গে চেতন চৌহান-ফারুক ইঞ্জিনিয়ারদের সঙ্গে লজ্জার তালিকায় নাম তুললেন

- ১৫০ করে ফেললল বাংলা। ৪৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫০ করল বাংলা। ইনিসের শুরুতেই চার উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল বাংলা। কিন্তু পঞ্চম উইকেটে হাল ধরেন অনুষ্টুপ-মনোজ। অনুষ্টুপ অপরাজিত ৬৮ করে ফেলেছেন। মনোজ ৩৩ রানে লড়াই চালাচ্ছেন।

- বাংলার খারাপ সময়ে ফের ভরসা জোগালেন অনুষ্টুপ মজুমদার। করে ফেললেন হাফসেঞ্চুরি। চার উইকেট হারিয়ে বাংলা যখন মারাত্মক চাপে, তখন অনুষ্টুপ হাল ধরেন। হাফসেঞ্চুরি করে ফেলেন তিনি। ৬৮ বলে অর্ধশতরান পূরণ করেন অনুষ্টুপ। তাঁর ইনিংসে রয়েছে ৮টি চার।

- বাংলা শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়ে গেলেও, হাল ধরেন অনুষ্টুপ এবং মনোজ। তাঁদের ব্যাটেই ৩৪ ওভারে ১০০ করে ফেলল বাংলা। ওভার শেষে ৪ উইকেটে ১০০ করে বাংলা। ৩৬ রান অনুষ্টুপের। ২০ রান মনোজের।

- বাংলা লাঞ্চ ব্রেকের আগে পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ৮৩ রান করেছেন। ৪ উইকেট হারানোর পর ভরসা জোগাচ্ছেন অনুষ্টুপ মজুমদার। ৪১ বলে ৩২ করে ক্রিজে রয়েছেন অনুষ্টুপ। ৩২ বলে ৭ রান করে ক্রিজে রয়েছেন মনোজ তিওয়ারি।

- দলের ৫৭ রানের মাথায় চতুর্থ উইকেট হারিয়ে বসল বাংলা। আরও চাপে পড়ে গেল বাংলা। ২০ বলে ১০ রান করে আউট হয়ে গেলেন সুদীপ ঘরামি। ধরণী রভার বলে এলবিডব্লিউ হন সুদীপ। যেটা বাংলার জন্য বড় ধাক্কা হল। অনুষ্টুপের বদলে ক্রিজে এসেছেন মনোজ তিওয়ারি।

- কোনও মতে ৫০ পার করল বাংলা। ৩ উইকেট হারিয়ে তারা রীতিমতো চাপে। শেষ পর্যন্ত সুদীপ-অনুষ্টুপের ব্যাটে ৫০ পার করল বাংলা। সুদীপ-অনুষ্টুপ ঘুরে দাঁড়াতে পারলে, তবেই কিছুটা অক্সিজেন পাবে বাংলা। এই জুটি ভেঙে গেলে, কিন্তু কপালে দুঃখ রয়েছে মনোজ তিওয়ারিদের।

- তৃতীয় উইকেট হারিয়ে বসল বাংলা। শুরু থেকেই একের পর এক উইকেট পড়ে চলেছে। ১৩.৪ ওভারে মুক্তার হোসেনের বলে এলবিডব্লিউ হলেন সৌরভ পাল। নিঃসন্দেহে বাংলা বড় চাপে পড়ে গেল। ৪৪ বলে ১২ করে সাজঘরে ফিরলেন সৌরভ। পরিবর্তে ক্রিজে এলেন নতুন ব্যাটার অনুষ্টুপ মজুমদার।

- দ্বিতীয় উইকেট হারাল বাংলা। সাজঘরে ফিরে গেলেন মহম্মদ কাইফও। ১৪ বলে ২ রান করে তিনি সাজঘরে ফিরে যান। ১২.৫ ওভারে রিয়াব পরাগ বোল্ড করেন কাইফকে। তাঁর পরিবর্তে ক্রিজে এলেন নতুন ব্যাটার সুদীপ কুমার ঘরামি।

- প্রথম উইকেট হারিয়ে বসল বাংলা। ৭.৪ ওভারেই শ্রেয়াংশ ঘোষ সাজঘরে ফিরলেন। ২৪ বলে ১৩ রান করে শ্রেয়াংশ আউট হয়ে যান। মুক্তার হোসেনের বলে এলবিডব্লিউ হন শ্রেয়াংশ। পরিবর্তে ক্রিজে এসেছেন মহম্মদ কাইফ।

- অসমের বিরুদ্ধে বাংলা টস হেরে ব্যাট করতে নেমেছে। টস জিতে ফিল্ডিং নিয়েছে অসম। বাংলার হয়ে ওপেন করতে নেমেছেন সৌরভ পাল এবং শ্রেয়াংশ ঘোষ।

ক্রিকেট খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল IND vs ENG 1st ODI-এর পরে কোচ-ক্যাপ্টেনের দীর্ঘ মিটিং! ভিডিয়ো ঘিরে জল্পনা তুঙ্গে দেশে ডামাডোলে INDIA, বাংলার বাণিজ্য মঞ্চে মমতার পাশে ঝাড়খণ্ডের হেমন্ত! 'আমি কি চটিচাটার ফরমাশ খাটার জন্য় এসেছি?' রেগে গিয়ে আর কী লিখলেন তথাগত! ছেলেকে দেখার প্রথম মুহূর্তের ছবি পোস্ট বিগ বির, আবেগঘন বার্তায় কী লিখলেন অমিতাভ? তখন রোহিতের ফোন পাই: কোহলির জায়গায় হঠাৎ সুযোগ পাওয়ার গল্প বললেন শ্রেয়স ফেডারেশনকে একগুচ্ছ শর্তাবলী, শ্যুটিং বন্ধের সিদ্ধান্ত পরিচালকদের শ্বেতশুভ্র নয়, হুগলির শ্রীরামপুরে পূজিতা হন নীলাভ সরস্বতী ফৌজদারি শুনানিতে গীতার বাণী শোনালেন বিচারপতি, খারিজ করলেন মামলা! ‘যিনি অতীতে পড়ে থাকেন তিনি বর্তমান আর ভবিষ্যতের জন্য কী তৈরি করবেন?’

IPL 2025 News in Bangla

ওরা অপরিহার্য ছিল: IPL 2025-এ PBKS-এর দল গঠনের অজানা গল্প শোনালেন রিকি পন্টিং ইংল্যান্ডের The Hundred-এ এবার দল কিনল RPSG! ওল্ড ট্রাফোর্ডে খেলবে গোয়েঙ্কার দল IPL 2025: KKR-এর সহকারী কোচের প্রস্তাব ফিরিয়ে দিলেন ঋদ্ধিমান! জানালেন আসল কারণ ভক্তকে গ্লাভস উপহার! রঞ্জির আগে ফ্যানদের সঙ্গে পোজ দিয়ে ছবি! এ যেন অন্য বিরাট অনুশীলনের ফাঁকে এটা কি করছেন ধোনি? মাহির বিরলতম মুহূর্ত দেখে ভক্তরাও অবাক পন্তের শট নির্বাচন নিয়ে গাভাসকরের সমালোচনার জবাব দিলেন LSG মেন্টর জাহির খান চোয়াল চাপা লড়াই করে নাটকীয় শতরান, মহারথীদের ভিড়ে হিরো কমন ম্যান শার্দুল! ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে নিয়েছেন ৩ উইকেট! তবু নিজেকে কেন দশে সাত দিচ্ছেন বরুণ? RCB-র জার্সি হাতে মহাকুম্ভে শাহি স্নান ভক্তের, ভাইরাল ভিডিয়ো MI-এ অধিনায়ক হার্দিক, ভারতীয় দলে ভাইস ক্যাপ্টেনও নয়, জটিল সমীকরণ নিয়ে অকপট সূর্য

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.