বাংলা নিউজ > ক্রিকেট > BPL 2024: অনুশীলনে মাথায় বল লেগে রক্তাক্ত মুস্তাফিজুর, হাসপাতালে ভর্তি বাংলাদেশের পেসার

BPL 2024: অনুশীলনে মাথায় বল লেগে রক্তাক্ত মুস্তাফিজুর, হাসপাতালে ভর্তি বাংলাদেশের পেসার

চোট পেলেন মুস্তাফিজুর রহমান (ছবি-এক্স)

Mustafizur Rahman: বাংলাদেশ প্রিমিয়ার লিগের অনুশীলন করতে গিয়ে চোট পেলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বড় তারকা মুস্তাফিজুর রহমান। অনুশীলনের সময় মাথায় আঘাত পেলেন তিনি। প্র্যাকটিস সেশনে ক্যারিবিয়ান ক্রিকেটার ম্যাথু ফোর্ডের বল মুস্তাফিজুরের মাথায় আঘাত করে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের অনুশীলন করতে গিয়ে চোট পেলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বড় তারকা মুস্তাফিজুর রহমান। অনুশীলনের সময় মাথায় আঘাত পেলেন তিনি। প্র্যাকটিস সেশনে ক্যারিবিয়ান ক্রিকেটার ম্যাথু ফোর্ডের বল মুস্তাফিজুরের মাথায় আঘাত করে। এরপর তাঁকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে কুমিল্লার মিডিয়া ম্যানেজার খান নয়ন বলেন, ‘মুস্তাফিজুরের মাথায় লেগেছে। এরপর বসে ছিল মাঠে, যদিও রক্ত বের হয়েছে বেশ খানিকটা। তবে সে স্বাভাবিকভাবে কথা বলেছে। তাঁকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার সঙ্গে দলের দায়িত্বে থাকা সকলেই গেছে।’

ঘটনাটি কী ঘটেছিল?

বাংলাদেশের ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানের মাথায় দ্রুতগতির বল আঘাত করে। এর কারণে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সেই সময়ে তিনি তাঁর বিপিএল দলের সঙ্গে অনুশীলন করছিলেন এবং একজন ব্যাটসম্যান সামনে থেকে একটি শট খেলেন। যা সোজা এসে তাঁর মাথায় আঘাত করে। এরপর তার মাথা থেকে রক্ত ​​বের হতে থাকে এবং সঙ্গে সঙ্গে স্টেডিয়ামে উপস্থিত স্ট্রেচারে ডেকে সেখান থেকে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আসলে, মুস্তাফিজুর রহমান তাঁর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে অনুশীলন করছিলেন। তারা বল করার জন্য প্রস্তুত ছিল। সেই সময়, ম্যাথিউ ফোর্ড অন্য নেটে অনুশীলন করছিলেন। তিনি সামনে থেকে একটি শট খেলেন, যা মুস্তাফিজুরের সোজা মাথার পিছনে গিয়ে লেগে যায়। রক্তক্ষরণ শুরু হলে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার ইনজুরির অবস্থা নিয়ে এখনও খুব বেশি কিছু জানা যায়নি।

বাংলাদেশি মিডিয়ার মতে, বাংলাদেশের শীর্ষস্থানীয় ফাস্ট বোলারের মাথা থেকে রক্তক্ষরণ হচ্ছিল। মাঠ থেকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার আগে তাঁর মাথায় বরফ লাগানো হয়েছিল। মুস্তাফিজুরকে ইম্পেরিয়াল হাসপাতালের জরুরি ইউনিটে নিয়ে যাওয়া হয়। Cricbuzz এর মতে, একটি সিটি স্ক্যান নিশ্চিত করেছে যে মুস্তাফিজুরের অভ্যন্তরীণ রক্তপাত হয়নি। তিনি এই মুহূর্তে কোনো গুরুতর সমস্যায় নেই।

দলের ফিজিও এসএম জাহিদুল ইসলাম সজল দলের পক্ষ থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘অনুশীলনের সময় একটি বল মুস্তাফিজুর রহমানের মাথার বাম পাশে সরাসরি আঘাত করে। সেখানে একটি ক্ষত তৈরি হয় এবং আমরা রক্তপাত বন্ধ করতে কম্প্রেশন প্রয়োগ করি। তাকে ব্যান্ডেজ করে সঙ্গে সঙ্গে ইম্পেরিয়াল হাসপাতালে স্থানান্তরিত করা হয়।’

ইম্পেরিয়াল হাসপাতালের পরীক্ষানিরীক্ষা শেষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের টিম ফিজিও জাহিদুল ইসলাম সজল জানান, ‘সিটি স্ক্যানের পর আমরা সন্তুষ্ট যে, এটা কেবলই বাহ্যিক ইনজুরি। অভ্যন্তরীন কোনও রক্তক্ষণ নেই। বর্তমানে তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফিজিও টিমের নিবিড় তত্ত্বাবধানে আছেন। এছাড়া তার ক্ষতে সেলাই লাগানো হয়েছে।’ রক্তাক্ত অবস্থায় মুস্তাফিজকে স্ট্রেচারে শুইয়ে অ্যাম্বুলেন্সে তোলা হয়। পরে তাকে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। যা নিঃসন্দেহে তার ফ্র্যাঞ্চাইজি কুমিল্লার জন্য বড় ধাক্কা। এখন পর্যন্ত দলটির জার্সিতে ৯ ম্যাচে ১১ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ।

ক্রিকেট খবর

Latest News

স্বামী রোজ স্নান করেন না ,গায়ে ছিটিয়ে নেন গঙ্গার জল! ডিভোর্স চাইলেন স্ত্রী উত্তরবঙ্গ হাসপাতালে মাফিয়ারাজের অভিযোগ, সিবিআই তদন্তের দাবি তুলে চিঠি রাজ্যপালের আরশাদ বাজি মেরে দিতে পারে, অলিম্পিক্সের আগে একটি ফোনেই জেনেছিলেন নীরজ শ্রাদ্ধানুষ্ঠানের নিমন্ত্রণপত্রে লেখা 'We Want Justice', অনন্য প্রতিবাদ রায়গঞ্জে দেবাংশুর জন্য ঘটকালি ‘রসিকতা’ কুণালের!‘পাত্রী’ মৌসুমীর অপমানের কড়া জবাব স্বামীর বিজেপির ধর্মতলার ধরনা শেষ, আন্দোলন জিইয়ে রাখতে নানা কর্মসূচি, সরকার উৎখাতের ডাক বিশ্বকর্মা পুজোর আগেই কারখানার সামনে পিটিয়ে খুন সুপারভাইজারকে, রহস্য ব্যান্ডেলে একদিনের মধ্যে ২৩টি দাঁত তুলে বসানো হল ১২টি ! ১৩ দিনের মধ্যে মৃত্যু ব্যক্তির পুলিশের অত্যাচারে মৃত কিশোর, যোগী রাজ্যে ফের দলিত নিধন! নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি বিশ্বকর্মা পুজোয়? মঙ্গল কোন জেলায় কী হবে? ঝড় উঠবে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.