শুভব্রত মুখার্জি: বর্তমান ইংল্যান্ড সিনিয়র ক্রিকেট দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য পেসার অলি রবিনসন। সদ্য শেষ হওয়া অ্যাশেজ সিরিজেও তিনি ইংল্যান্ডের হয়ে খেলেছেন। জিমি অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রডদের মতন কিংবদন্তিদের সঙ্গে একসঙ্গে সামলেছেন ইংল্যান্ডের পেস বোলিং আক্রমণকে। ২২ গজ হোক কিংবা তার বাইরে বরাবরের বর্ণময় এবং বিতর্কিত চরিত্র তিনি। বর্ণবাদ নিয়ে এক টুইটের জেরে তাঁকে নিষেধাজ্ঞার কবলেও পড়তে হয়েছিল।এবার সেই ইংলিশ পেসারের বিয়ে ভেঙে গেল একেবারে দোড়গোড়াতে এসে।
বিয়ের তিন মাস আগেই ভেঙে গেল তাঁর বিয়ে। তাঁর বাগদান আগেই সারা হয়ে গিয়েছিল। বাগদত্তা লরেন রোজের সঙ্গে তার বাগদান হয়ে যাওয়ার পরেও বিয়ের তিন মাস আগেই ভাঙল সম্পর্ক। গত আট বছর ধরে রোজের সঙ্গে সম্পর্কে ছিলেন রবিনসন। বিয়ের নিমন্ত্রণপত্রও পাঠানো হয়ে গিয়েছিল আমন্ত্রিতদের কাছে। তারপরেও বিয়ে ভেঙে গেল দুজনের। দুজনের দুই বছরের একটি কন্যাসন্তানও রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে খবর, অলি রবিনসনের নাকি মন মজেছে অন্য নারীতে। আর সেই কারণেই ভেঙেছে সম্পর্ক! যা খবর তাতে করে মিয়া বেকারের সঙ্গে নাকি বর্তমানে সম্পর্কে রয়েছেন তিনি।
নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে রবিনসন এবং রোজ দুজনেই তাদের সমস্ত ছবি সরিয়ে দিয়েছেন। সোশ্যাল মিডিয়া ‘ইনফ্লুয়েন্সার’ মিয়া বেকারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন রবিনসন। যা নিয়ে রোজ এবং রবিনসনের মধ্যে নাকি শেষ কয়েক মাসে প্রতিনিয়ত ঝামেলা লেগেই থাকতো। গত জুলাই মাস থেকেই নাকি বেকারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন রবিনসন। তাঁর ইংল্যান্ড দলের একাধিক সদস্যও নাকি তাদেরকে ডেটিংয়ে দেখেছেন। বেকার একজন টিভি উপস্থাপিকা। যার ইনস্টাতে রয়েছে ১.৭ লক্ষ ফলোয়ার। পাশাপাশি তাঁর একটি ইউটিউব চ্যানেল রয়েছে। পডকাস্ট শোও করেন তিনি। অন্যদিকে ৬ ফুট ৫ ইঞ্চি লম্বা রবিনসন সদ্য শেষ হওয়া অ্যাশেজের পরে তাঁর কেরিয়ারে ১৯ টি টেস্ট ম্যাচে নিয়েছেন ৭৬ টি উইকেট।