শুভব্রত মুখার্জি: ক্রিকেট বিশ্বে দুটি ভিন্ন দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার নজির রয়েছে বেশ কিছু ক্রিকেটারের। যার সাম্প্রতিকতম উদাহরণ হিসেবে বলা যেতে গ্যারি ব্যালান্সের নাম। ইংল্যান্ডের হয়ে খেলা এই ক্রিকেটার সম্প্রতি জিম্বাবোয়ের হয়েও খেলেছেন। শুধু খেলেছেন না, দুই দেশের হয়েই শতরান করে নজির গড়েন তিনি। অনেকটা এক ঘটনার ছায়া যেন দেখা গেল মহিলা ক্রিকেটেও। মাহিকা গউরের নাম এবার উঠে গেল ইতিহাস পাতায়। দুই ভিন্ন ভিন্ন দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার নজির গড়ার পাশাপাশি তিনি দুই ক্ষেত্রেই বিপক্ষের একই ব্যাটারকে আউট করে গড়ে ফেললেন নতুন নজির।
মাহিকা গউর একজন বাঁহাতি পেসার। যিনি সর্বপ্রথম আন্তর্জাতিক ক্রিকেট খেলেন সংযুক্ত আরব আমির শাহির হয়ে। ২০২২ সালের অক্টোবর মাসে আমির শাহির হয়ে খেলার সময়ে তিনি আউট করেছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তুকে। আর এদিন অর্থাৎ শুক্রবার তিনি খেলেন ইংল্যান্ডের জার্সিতে। সেখানেও কাকাতলীয়ভাবে তাঁর শিকার চামারি আতাপাত্তু! আর এর মধ্যে দিয়ে এক অনন্য নজির গড়ে ফেলেছেন তিনি। মাত্র ১২ বছর বয়সে তাঁর আন্তর্জাতিক অভিষেক হওয়ার পরে এদিন ফের ইংল্যান্ডের জার্সিতে অভিষেক হল মাহিকার।
শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। সেখানেই ফের একবার অভিষেক হল মাহিকার। ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ১৮৬ রানের বিরাট স্কোর খাড়া করেছিল। ড্যানিয়েল ওয়াট এবং অ্যালিস ক্যাপসি এদিন দুটি দুরন্ত ইনিংস খেলেন। জবাবে একটা সময়ে শ্রীলঙ্কার স্কোর ছিল ৬ ওভারে ৫৫/৩। এরপরেই ম্যাচে বিঘ্ন ঘটায় বৃষ্টি। ফলে ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ১২ রানে ইংল্যান্ডকে জয়ী ঘোষণা করা হয়। এই ম্যাচেই চামারি আতাপাত্তুর উইকেট নিয়ে নজির গড়েছেন মাহিকা। যিনি আবার ঘটনাচক্রে মিচেল স্টার্ক এবং মহেন্দ্র সিং ধোনির বড় ফ্যান। ২০১১ সালে জয়পুরে আইপিএলের একটি ম্যাচ দেখার পরেই ক্রিকেট হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ ইংল্যান্ডে জন্ম হওয়া এই পেসার।