টেলিপাড়ার অন্যতম তরুণ অভিনেত্রী মোহনা মাইতি, মানে সবার প্রিয় গৌরী। গত বছর নভেম্বরে শেষ হয়েছে হয় অভিনেত্রীর ডেবিউ মেগা ‘গৌরী এলো’। তারপর ৬ মাস কেটেছে কিন্তু ছোটপর্দায় দেখা মেলেনি মোহনার। এবার নাকি অপেক্ষার পালা শেষ হচ্ছে! সূত্রের খবর টিভির পর্দায় ফিরছেন মোহনা মাইতি (Mohona Maiti), জি বাংলার পর্দাতেই দেখা যাবে তাঁকে। আরও পড়ুন-ডিভোর্সে সিলমোহর, মুম্বইয়ে সোহমের সঙ্গে মুভি ডেটে শোলাঙ্কি! প্রেমে ইস্তেহার খড়ির?
মনোমালিন্যের জেরে ১৪ বছরের দূরত্ব, কবে আসছে প্রসেনজিৎ-ঋতুপর্ণার ৫০তম ছবি ‘অযোগ্য
সূত্রের খবর, বাংলা টকিজের আসন্ন মেগায় লিড চরিত্রে দেখা যাবে মোহনাকে। বেশ কয়েকজন নায়িকার লুক সেট হয়েছিল এই মেগার জন্য, তবে মোহনাকেই বেছে নিয়েছেন নির্মাতারা। চ্যানেলের তরফেও এসেছে সবুজ সংকেত। ছোটপর্দায় কামব্যাক নিয়ে প্রশ্ন রাখা হলে মোহনা হিন্দুস্তান টাইমস বাংলাকে বলেন, ‘হ্যাঁ, এই খবরটা সত্যি আমি শীঘ্রই ছোটপর্দায় ফিরব। তবে এর চেয়ে বেশিকিছু বলা আমার পক্ষে এখন সম্ভব নয়’।
জানা যাচ্ছে, এই মেগায় মোহনার বিপরীতে দেখা যাবে টলি অভিনেতা সায়ন বোসকে। ডোনা ভৌমিকের সঙ্গে সায়নের অনস্ক্রিন রসায়ন মুগ্ধ করেছে দর্শককে। মাস কয়েক আগেই শেষ হয়েছে কালার্স বাংলার এই মেগা, এবার চ্যানেল বদলে বড় লাফ সায়নের। জানা যাচ্ছে, এই মেগার নাম ‘কে প্রথম কাছে এসেছি’। নামই বলে দিচ্ছে ভালোবাসায় মাখা গল্প নিয়ে আসছেন সায়ন-মোহনা।
শুরুতে জল্পনা শোনা গিয়েছিল বাংলা টকিজের নতুন মেগায় কেন্দ্রীয় চরিত্রে থাকছেন শ্রীতমা মিত্র। সদ্যই মন দিতে চাই-এর দোয়েল চরিত্র থেকে বিদায় নিয়েছেন শ্রীতমা, তিনি নাকি এবার মুখ্য চরিত্রে! সেই জল্পনা উড়িয়ে শ্রীতমা হিন্দুস্তান টাইমস বাংলাকে জানান, ‘আমি জানি না কে বা কারা এগুলো রটাচ্ছে! আমার পক্ষে তো সকলকে আলাদা করে জানানো সম্ভব নয়। আপনাদের মারফত বলছি, আমি এই মুহূর্তে কোনও নতুন প্রোজেক্ট শুরু করছি না’। ব্যক্তিগত কারণে অভিনয় থেকে অল্প কয়েকদিনের ব্রেক নিয়েছেন শ্রীতমা।
জানা যাচ্ছে, এই সিরিয়ালের লুক সেট ইতিমধ্যেই হয়ে গিয়েছে। তবে প্রোমো শ্যুট এখনও হয়নি। তবে খুব শিগগির কাজ শুরু হবে। এই মুহূর্তে বাংলা টকিজের মন দিতে চাই সম্প্রচারিত হচ্ছে জি বাংলায়। জল্পনা আইপিএলের পরেই নাকি শেষ হবে এই মেগা। তারপর শুরু হবে সায়ন-মোহনা অভিনীত নতুন মেগা।