শুভব্রত মুখার্জি: ভারতীয় ক্রিকেটে বিশেষ করে বর্তমান দিনে যে কয়েকজন ক্রিকেটার টেকনিক্যালি খুব ভালো তাদের অন্যতম চেতেশ্বর পূজারা। ৩৫ বছর বয়সি পূজারা দীর্ঘদিন ভারতের হয়ে চুটিয়ে খেলেছেন ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে। সাম্প্রতিক সময়ে খারাপ ফর্মের জন্য অবশ্য জাতীয় টেস্ট দল থেকে বাদ পড়তে হয়েছে তাঁকে। তবে তিনি ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে নিয়মিত খেলা চালিয়ে গিয়েছেন। আর অত্যধিক ক্রিকেট ম্যাচ খেলার ফলেই ক্লান্তির হাত থেকে বাঁচতে আসন্ন সৈয়দ মুস্তাক আলি ট্রফি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন চেতেশ্বর পূজারা।
বৃহস্পতিবার সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য তাদের দল ঘোষণা করা হয়েছে। আর স্বাভাবিকভাবেই সেই দলে রাখা হয়নি অভিজ্ঞ ভারতীয় ব্যাটার চেতেশ্বর পূজারাকে। টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে পূজারা জানিয়েছেন, ‘এই বছর আমি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলব না। আমি নিজের নাম প্রত্যাহার করে নিয়েছি। আমি শেষ কয়েক মাসে প্রচুর ক্রিকেট খেলেছি। তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমি পরের মাস থেকেই ফের খেলা শুরু করে দেব।’
সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি জয়দেব শাহ জানান, ‘সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলার বিষয়ে আগে থেকেই পূজারা জানিয়েছিল যে এই টুর্নামেন্ট থেকে তিনি নাম প্রত্যাহার করছেন।’ ভারতের হয়ে ১০৫ টি টেস্টে খেলেছেন পূজারা। করেছেন ৭১৯৫ রান। গড় ৪৩.৬০। ওয়ান ফর্ম্যাটে জাতীয় দলের হয়ে মাত্র ৫ টি ওয়ানডেতে খেলেছেন তিনি। পাশাপাশি টি-২০ 'তে করেছেন ১৫৫৬ রান । গড় ২৯. ৩৫। প্রসঙ্গত সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে গ্রুপ-এ'তে রয়েছে সৌরাষ্ট্র। ওই গ্রুপে রয়েছে অন্ধ্রপ্রদেশ, অরুনাচল প্রদেশ, পঞ্জাব, মনিপুর, গোয়া, মনিপুর এবং রেলওয়ে। দলের অধিনায়কত্বের ভার দেওয়া হয়েছে জাতীর দলের হয়ে একটা সময়ে নিয়মিত খেলা বাঁহাতি পেসার জয়দেব উনাদকাটকে।