শুভব্রত মুখার্জি: দেশ আগে না ফ্র্যাঞ্চাইজি লিগ আগে? এই বিতর্ক ক্রিকেটে দীর্ঘদিন ধরেই চলছে। ফ্র্যাঞ্চাইজি লিগগুলির বিপুল টাকার হাতছানির কারণে অনেক আন্তর্জাতিক ক্রিকেটার আগে অবসর নিয়েছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলবেন বলে। তবে এর আগে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে প্রাধান্য দিতে গিয়ে দেশের ক্রিকেট বোর্ড তাদের আন্তর্জাতিক সফরে দ্বিতীয় সারির দলকে টেস্ট সিরিজ খেলতে পাঠানোর ঘটনা বিরল।তবে এমনটাই এবার বাস্তবে হতে চলেছে। ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য নিউজিল্যান্ড সফরে প্রোটিয়া ক্রিকেট বোর্ড দ্বিতীয় সারির দল পাঠাতে চলেছে নিউজিল্যান্ড সফরে। যেখানে টেস্ট সিরিজ খেলবে এই দ্বিতীয় সারির দল।
দক্ষিণ আফ্রিকার নয়া ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগ এসএটি-২০'র দ্বিতীয় বর্ষের খেলা শুরু হবে জানুয়ারি মাসে। ১০ জানুয়ারি থেকে শুরু হয়ে এই খেলা চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।আর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ দুটির প্রথমটি শুরু ৪ ফেব্রুয়ারি থেকে। দ্বিতীয় ম্যাচটি শুরু ১৩ ফেব্রুয়ারি থেকে। এই সময়ে যেহেতু প্রায় সব প্রথম সারির ক্রিকেটার এই লিগ খেলতে ব্যস্ত থাকবেন, তাই দ্বিতীয় সারির দল পাঠানোর কথা নিশ্চিত করেছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড।
একমাত্র ডিন এলগার বাদ দিয়ে আর প্রায় প্রথম দলের সব ক্রিকেটারদের চুক্তিবদ্ধ করেছে ফ্র্যাঞ্চাইজিগুলি। যারা পড়ে রয়েছেন এবং এরপর দ্বিতীয় এমনকি তৃতীয় সারির সব ক্রিকেটারকেই সেপ্টেম্বর মাসে হতে চলা নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলি দলে নেবে বলে আশা করা হচ্ছে। ফলে বাধ্য হয়েই দ্বিতীয় সারির দলকে আন্তর্জাতিক সফরে পাঠাচ্ছে প্রোটিয়া বোর্ড বলে দাবি তাদের।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার চিফ এক্সিকিউটিভ ফোলেতোসি মোসেকি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন বোর্ডের তরফে এই বিষয়ে কড়া নির্দেশ রয়েছে। ২৭ সেপ্টেম্বর আসন্ন লিগের নিলাম হওয়ার কথা রয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর প্লেয়ার্স ড্রাফট অনুষ্টিত হবে। প্লেয়ার্স ড্রাফটে দল না পাওয়া ক্রিকেটারদের নিয়েই নিউজিল্যান্ড সিরিজের দল গঠন করবে দক্ষিণ আফ্রিকা। এসএ-২০’তে লিগ পর্বে প্রতিটি দল একে অপরের সঙ্গে দু’টি করে ম্যাচ খেলবে। একটি হোম ম্যাচ এবং একটি অ্যাওয়ে ম্যাচ। তাছাড়া আইপিএলের মতো প্লে-অফ হবে তিন ম্যাচের।
ফোলেতোসি মোসেকি বলেন, ‘এসএ২০ খেলা ক্রিকেটাররা নিউজিল্যান্ড সফরে যাবেন না। এটি সিএসএ-এর (ক্রিকেট সাউথ আফ্রিকা) নির্দেশ। আমাদের পরিকল্পনা সঠিক পথেই এগোচ্ছে। নিলাম আমাদের জন্য পরবর্তী মাইলফলক হতে চলেছে। এরপর ক্রিকেটারদের পাওয়া না পাওয়া নিয়ে ধারণা পাবেন কোচেরা।ক্রিকেটারদের পরিবেশের (নিউজিল্যান্ডের) সঙ্গে মানিয়ে নেওয়াটা ও একটা বড় ব্যাপার। ফলে এসএ-২০ খেলা ক্রিকেটারদের দ্বিতীয় টেস্টেও জাতীয় দলের সঙ্গে যোগদান সম্ভব হবে না।'