বাংলা নিউজ > ক্রিকেট > AUS vs PAK: ওপেনার হিসেবে সর্বাধিক শতরান! সচিনকে ছাপিয়ে গেলেন ওয়ার্নার

AUS vs PAK: ওপেনার হিসেবে সর্বাধিক শতরান! সচিনকে ছাপিয়ে গেলেন ওয়ার্নার

ডেভিড ওয়ার্নার। ছবি-রয়টার্স (via REUTERS)

টেস্ট ক্রিকেট থেকে বিদায় জানিয়েছেন ডেভিড ওয়ার্নার। কিন্তু বিদায় বেলায় সচিনকেও টপকে গিয়েছেন তিনি। গড়েছেন অনন্য নজির। 

শুভব্রত মুখার্জি:- বিশ্ব ক্রিকেটের অন্যতম বিধ্বংসী বাঁহাতি ওপেনার ডেভিড ওয়ার্নার। ক্রিকেটের তিন ফর্ম্যাটেই তিনি আক্রমণাত্মক ব্যাটিং করতে সিদ্ধহস্ত। ২০২৪ সালের শুরুতেই তিনি লাল বলের ক্রিকেট অর্থাৎ টেস্ট থেকে অবসর ঘোষণা করে ফেলেছেন। পাকিস্তানের বিরুদ্ধে সিডনি টেস্ট খেলেই তিনি এই অবসর ঘোষণা করেছেন। অবসরের দিনে এক অনন্য নজিরকে সঙ্গী করেই তিনি অবসর নিয়েছেন। আর এই নজির গড়ার ক্ষেত্রে তিনি পিছনে ফেলেছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকরকেও।

কি সেই নজির? আসুন জেনে নেওয়া যাক। আন্তর্জাতিক ক্রিকেটে এই মুহূর্তে তিনটি ফর্ম্যাটে খেলা হয়। রয়েছে টেস্ট, ওয়ানডে এবং টি-২০ ফর্ম্যাট। এই তিন ফর্ম্যাট মিলিয়ে ওপেনার হিসেবে সর্বাধিক শতরান করার নজির নিজের দখলে রেখেই তিনি অবসর নিয়েছেন। সব ফর্ম্যাট মিলিয়ে মোট ৪৫১ টি ইনিংস খেলেছেন ডেভিড ওয়ার্নার। তিনি করেছেন মোট ৪৯ টি শতরান। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন সচিন তেন্ডুলকর। তিনি খেলেছেন ৩৪২ টি ইনিংস। করেছেন ৪৫ রান। অর্থাৎ ইনিংসের তুলনা করলে সচিনের থেকে ১০০ টিরও বেশি ইনিংস খেলেছেন ওয়ার্নার। আর শতরানের নিরীখে তিনি মাত্র ৪টি শতরান বেশি করেছেন। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ক্রিকেটের অন্যতম বর্ণময় চরিত্র ক্রিস গেল। তিনি ৫০৬ টি ইনিংস খেলে করেছেন ৪২ টি শতরান।

এই তালিকা অবশ্য এখানেই শেষ নয়। তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন আরেক বিধ্বংসী ক্রিকেটার সনথ জয়সূর্য। তিনি ৫৬৩ টি ইনিংস খেলে করেছেন ৪১ টি শতরান। সনথ জয়সূর্যের পরেই রয়েছেন বর্তমান ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি আপাতত ৩৩১ ইনিংস খেলে করেছেন ৪০ টি শতরান। তালিকাতে রোহিতের ঠিক নীচেই জায়গা করে নিয়েছেন প্রাক্তন অজি তারকা ব্যাটার ম্যাথু হেডেন। তিনি ৩৪০ ইনিংস খেলে করেছেন ৪০ টি শতরান। ঘটনাচক্রে এদিন সিডনিতে ম্যাচের চতুর্থ ইনিংসে রান তাড়া করে মাত্র দুই উইকেট হারিয়ে ম্যাচ জিতেছে অজিরা। তাদের হয়ে দ্বিতীয় ইনিংসে ৫৭ রান করে ম্যাচে অজিদের জয় নিশ্চিত করেছেন ডেভিড ওয়ার্নার।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

লাল সিং চাড্ডার ভরাডুবি ভোলাতে গজনি ২ নিয়ে আসছেন আমির? জিগরা-র নির্মাতারা অপেশাদার বলতেই রেসিস্ট আক্রমণ বিজৌকে, দুষলেন আলিয়ার ভক্তদের কালীপুজোর আগে ক্যাবিনেট বৈঠক, ১৩০০০ কোটি খরচে ডিএ বাড়ানো হবে তখন? আরজি কর ধর্ষণ ও খুনে সঞ্জয় ছাড়া আর কেউ জড়িত না? সুপ্রিম কোর্টে বড় দাবি CBI-এর নতুন করে হাঁটু ফুলেছে…শামিকে অস্ট্রেলিয়ায় পাওয়া নিয়ে সন্দিহান রোহিত প্রাক্তন স্ত্রীদের গায়ে হাত তুলতেন কি? সলমনের প্রশ্নের চাপে মুখ খুললেন করণ বীর রামলীলার মঞ্চে তির ধনুক কেড়ে নিয়ে রামকে মাটিতে ফেলে মার রাবণের,দেখুন সেই ভিডিয়ো দ্রোহের কার্নিভাল রুখতে পুলিশের জারি করা ১৬৩ ধারা পত্রপাঠ খারিজ করে দিল হাইকোর্ট বিচারপতির রায় চ্যালেঞ্জ উইকিপিডিয়ার, সংস্থাকে 'অস্বচ্ছ' বলে পালটা তোপ হাইকোর্টের দশেরার উদযাপনে একত্রিত হলেন ‘কিউকি সাস...’ জনপ্রিয় স্মৃতি-জয়া, খুশি ভক্তরা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.