শুভব্রত মুখার্জি: শনিবার নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্পোর্টস অ্যাকাডেমির মাঠে ঐতিহাসিক জয় পেয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছে ভারতীয় দল। ৩৪৭ রানের বড় ব্যবধানের এই জয়ে ভারতীয় দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন শুভা সতীশ। তবে এর পরেই ভারতীয় দলের জন্য এসেছে খারাপ খবর। ম্যাচে আঙুল ভেঙেছেন বাঁহাতি ব্যাটার শুভা সতীশ। ফলে আসন্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একমাত্র টেস্টে ভারতীয় দলের হয়ে খেলার বিষয়ে একেবারে অনিশ্চিত হয়ে পড়েছেন তিনি।
আরও পড়ুন: T20I-তে চিত্তাকর্ষক পারফরম্যান্স, ODI-তে কি অভিষেক হবে রিঙ্কুর? সোজাসাপ্টা জানিয়ে দিলেন কেএল রাহুল
শনিবার ভারত, ইংল্যান্ডের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেয়। আর এই দিনেই সকালে আসে খারাপ খবর। ভাঙা আঙুল নিয়ে টেস্ট শেষ হয়ে যাওয়ার আগেই ছিটকে যান শুভা সতীশ। উল্লেখ্য ভারতীয় দল ২১-২৪ ডিসেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মুখোমুখি হবে এক মাত্র টেস্টে। ওয়াংখেড়েতে সেই টেস্টে শুভার খেলা এখন প্রশ্নচিহ্নের মুখে পড়ে গিয়েছে। জাতীয় দলের হয়ে ডি ওয়াই পাটিল স্পোর্টস অ্যাকাডেমির মাঠে অভিষেক হয়েছে শুভার। যে কোন ফর্ম্যাটে ভারতের হয়ে এটাই তাঁর প্রথম ম্যাচ। আর সেই ম্যাচে ব্যাট হাতে বেশ ভালো পারফরম্যান্স করেছেন তিনি।
আরও পড়ুন: ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের আগে পন্ত ফিট হলেও, আদৌ IPL 2024-এর আগে ঋষভকে খেলতে দেবে তো BCCI?
বিসিসিআইয়ের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়। তাতে বলা হয়েছে, ‘শুভা সতীশের আঙুল ভেঙেছে। ফলে তিনি ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারেননি।’ বিসিসিআই-এর তরফে এর বেশি কিছু খোলসা করা হয়নি। কী ভাবে তাঁর চোট লেগেছে? চোট কতটা গুরুতর? স্ক্যান হয়েছে কিনা? হলে কি তার রিপোর্ট ? কিছুই বিস্তারিত ভাবে বিসিসিআই-এর তরফে জানানো হয়নি। শুভা এদিন শনিবার মাঠেই নামেননি। তাঁকে ডাগ আউটে বসে থাকতে দেখা যায়। তাঁর আঙুলে ব্যান্ডেজ বাঁধা ছিল। তিনি প্রথম ইনিংসে ভারতের হয়ে সর্বোচ্চ স্কোর করেন। মাত্র ৭৬ বলে করেছিলেন ৬৯ রান। মহিলা টেস্টে অভিষেকেই অর্ধশতরানকারী ১২তম ভারতীয় তিনি। তৃতীয় উইকেটে আর এক অভিষেককারী জেমিমা রডরিগেজের সঙ্গে জুটি বেঁধে ১১৫ রান যোগ করেছিলেন তিনি।