দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজে রিঙ্কু সিংয়ের সম্ভবত অভিষেক হতে চলেছে। এমনই দাবি করেছেন প্রোটিয়া সফরে ভারতীয় ওডিআই ক্রিকেট দলের অধিনায়ক কেএল রাহুল। রবিবার প্রথম ওডিআই-এ মুখোমুখি হবে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। তার আগে প্রাক-ম্যাচ সংবাদিক সম্মেলনে, রাহুল বলে দেন, রিঙ্কু যদি টি-টোয়েন্টি এবং প্রথম শ্রেণির ক্রিকেটে চিত্তাকর্ষক পারফরম্যান্স করেছেন, তাই তাঁকে ওডিআই সিরিজে দলে রাখার কথা ভাবা হচ্ছে। ভারত ওডিআই সিরিজের জন্য একটি তরুণ দল বেছে নিয়েছে। আসলে রোহিত শর্মা, বিরাট কোহলি সহ দলে প্রথম পছন্দের একাধিক ক্রিকেটার নেই। যে কারণে তরুণদের জন্য এটি নিজেদের দক্ষতা প্রদর্শনের বড় মঞ্চ হয়ে উঠেছে।
আরও পড়ুন: ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের আগে পন্ত ফিট হলেও, আদৌ IPL 2024-এর আগে ঋষভকে খেলতে দেবে তো BCCI?
রাহুল বলেছেন, ‘ও (রিংকু) টি-টোয়েন্টি সিরিজে যে মেজাজে খেলেছে এবং ওর যা মানসিকতা ছিল, তা দেখে ভালো লেগেছে। দেখিয়ে দিয়েছে যে, ও কতটা ভালো খেলোয়াড়। আমরা ওর শান্ত, ধীরস্থির মনোভাব দেখেছি। টেলিভিশনে ওর খেলা দেখে নিজেও শান্তি পেয়েছি। ও প্রথম-শ্রেণীর ক্রিকেটে সব ফরম্যাটে সত্যিই দুর্দান্ত পারফর্ম করেছে। এমন কী ওডিআই সিরিজেও ও সুযোগ পাবে।’
রাহুল দলে তাঁর নিজের ভূমিকার বিষয়েও আলোকপাত করেছেন এবং বলেছেন যে, তিনি তাঁর উইকেট-রক্ষণের দায়িত্ব পালনের পাশাপাশি মিডল অর্ডারে ব্যাটিংও করবেন। তাঁর ব্যাখ্যা, ‘এই সিরিজ়ে আমি উইকেটকিপিং করব এবং মিডল অর্ডারে ব্যাট করব। তবে টেস্ট সিরিজে দলের অধিনায়ক এবং কোচ আমাকে যে দায়িত্ব দেবেন, সেটাই পালন করার চেষ্টা করব। টি-টোয়েন্টিতেও দেশের হয়ে খেলা ইচ্ছা এখনও রয়েছে।’
আরও পড়ুন: অধিনায়কত্ব পেলে, তবেই MI-এ ফিরবেন, এমনই শর্ত দিয়েছিলেন হার্দিক- রিপোর্ট
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ ড্র দিয়ে শেষ হয়েছিল। রবিবার থেকে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে তিন ম্যাচের ওডিআই সিরিজ। ১৯ নভেম্বর ওডিআই বিশ্বকাপের ফাইনালে শেষ বার ৫০ ওভারের ক্রিকেটে খেলেছিল ভারতীয় দল। এর পর এক মাসও অতিক্রান্ত হয়নি। তার কিছুটা আগেই ৫০ ওভারের ক্রিকেটে ফিরছে টিম ইন্ডিয়া। টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছিলেন সূর্যকুমার যাদব। ওডিআই সিরিজে অবশ্য বদলে গিয়েছে ভারতের নেতা। তিন ম্যাচের ওডিআই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। এই সিরিজও তরুণদের কাছে নিজেদের প্রমাণ করা লড়াই। রিঙ্কুরা কী পারবেন ভারতকে ভরসা জোগাতে? যাইহোক, এর পর রয়েছে প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজও। যে সিরিজে সিনিয়ররা দলে ফিরছেন।