বাংলা নিউজ > ক্রিকেট > Crawley's controversial DRS out: কেন মনে হচ্ছে যে DRS-র ভুলে আউট ক্রলি? ক্যামেরা অ্যাঙ্গেলের বিষয়টি বোঝালেন ভোগলে

Crawley's controversial DRS out: কেন মনে হচ্ছে যে DRS-র ভুলে আউট ক্রলি? ক্যামেরা অ্যাঙ্গেলের বিষয়টি বোঝালেন ভোগলে

জ্যাক ক্রলির আউট। (ছবি সৌজন্যে এক্স)

জ্যাক ক্রলিকে ডিসিশন রিভিউ সিস্টেমে (ডিআরএস) আউট দেওয়া হয়। আর সেই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক শুরু হয়েছে। একটি মহলের দাবি, ডিআরএস বড় ভুল করেছে। ওটা কোনওভাবেই আউট হতে পারে না। তারইমধ্যে ক্যামেরার টেকনিকাল বিষয়টি বোঝালেন হর্ষ ভোগলে।

জ্যাক ক্রলির আউটের ক্ষেত্রে কি ভুল করল ‘ডিসিশন রিভিউ সিস্টেম’ (ডিআরএস)? বলের গতিপথ কি অনুমান করতে ভুল করল বল ট্র্যাকিং সিস্টেম? বিশাখাপত্তনম টেস্টের চতুর্থ দিনে ভারতের দুর্দান্ত বোলিং এবং ইংল্যান্ডের ব্যাটিংয়ের ধসের মধ্যেই দুটি প্রশ্ন নিয়েই হইচই চলছে। ক্রলিকে যে ডিআরএসে আউট দেওয়া হয়েছে, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ। তাঁদের বক্তব্য, ক্রলির এলবিডব্লুউয়ের ক্ষেত্রে বলের সম্ভাব্য গতিপথ অনুমান করতে নিশ্চিতভাবে ভুল করেছে বল ট্র্যাকিং সিস্টেম। এটা কোনওভাবে আউট হতে পারে না। যে ডিআরএস সিদ্ধান্তকেই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে চিহ্নিত করেছেন ধারাভাষ্যকার হর্ষ ভোগলে।

কিন্তু ঠিক কী হয়েছিল যে ক্রলির আউটের ক্ষেত্রে ডিআরএস নিয়ে এত হইচই হচ্ছে? সোমবার বিশাখাপত্তনমে ইংল্যান্ডের ইনিংসের ৪২ তম ওভারের শেষ বলে সেই ঘটনা ঘটে। কুলদীপ যাদবের যে বলটা করেন, তা পিচে পড়ে বেশ খানিকটা ঘুরে যায়। ক্রিজে আটকে থেকে যান ক্রলি। তাঁর ডান পায়ের প্যাডে বলটা আছড়ে পড়ে। জোরালো আবেদন করেন ভারতীয়রা। তবে আউট দেননি অনফিল্ড আম্পায়ার মারে এরেসমাস। কিছুক্ষণ আলোচনার পরে একেবারে শেষমুহূর্তে ডিআরএস নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

তিনি ডিআরএস নিলেও আদৌও ক্রলি আউট হবেন কিনা, তা নিয়ে ধন্দ ছিল। কারণ প্রাথমিকভাবে মনে হয়েছিল যে বলটা লেগ স্টাম্পে লাগবে না। আর লেগ স্টাম্পে লাগলেও সেটা স্রেফ স্টাম্প ছুঁয়ে বেরিয়ে যাবে। আর যেহেতু অনফিল্ড আম্পায়ার আউট দেননি, তাই ক্রলি রক্ষা পেয়ে যেতেন। তারইমধ্যে রিভিউয়ে দেখা যায় যে বলটা লেগস্টাম্প লাইনে পড়ছে। আর লেগস্টাম্পে বলটা আছড়ে পড়ছে। ফলে আউটের সিদ্ধান্ত দেওয়া হয়।

যে সিদ্ধান্ত দেখে হতবাক হয়ে যান ক্রলি। তবে তাঁকে ড্রেসিংরুমে ফিরে যেতে হয়। তারইমধ্যে সেই আউটের সিদ্ধান্তের ক্ষেত্রে ক্যামেরার যে টেকনিকাল বিষয় জড়িয়ে আছে, তা ব্যাখ্যা করে দেন ধারাভাষ্যকার ভোগলে। তিনি বলেন, 'ক্রলিকে যে বলটা করেছিলেন কুলদীপ, তা মাত্র দু'ডিগ্রি ঘুরেছিল। প্রথম যে রিপ্লে দেখা গিয়েছে, তাতে উইকেট ক্যামেরার নিরিখে উইকেটের সামান্য বাঁ-দিকে ছিল (বলটা)। যা থেকে মনে হচ্ছিল যে বলটা হয়ত লেগস্টাম্পের পাস দিয়ে বেরিয়ে যাবে। ম্যাচের টার্নিং পয়েন্ট।'

আরও পড়ুন: IND vs ENG: স্লিপে দুর্দান্ত রিফ্লেক্স ক্যাচ রোহিতের! মাইক্রো সেকেন্ডের মধ্যে ধরলেন বল- ভিডিয়ো

আর ক্রলির উইকেট যে নিঃসন্দেহে ম্যাচের টার্নিং পয়েন্ট, তা নিয়ে কোনও সন্দেহ নেই। কারণ সেইসময় ইংল্যান্ডের হাতেই ম্যাচের রাশ ছিল। যিনি ৭৩ রানে খেলছিলেন। আর ৪১.৫ ওভারে ইংল্যান্ডের স্কোর ছিল চার উইকেটে। তিনিই ইংল্যান্ডকে টেনে নিয়ে যাচ্ছিলেন। ক্রলি আউট হতেই পরপর উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। তার জেরে ম্যাচে কামব্যাক করতে পারে ভারত। সেই পরিস্থিতিতে ক্রলির আউট নিয়ে বিতর্কের আগুন আরও তীব্র হয়েছে।

আরও পড়ুন: IND vs ENG 2nd Test Day 4 Live: ফোকসকে ফেরালেন বুমরাহ, ৮ উইকেট হারাল ইংল্যান্ড

ক্রিকেট খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল ৬ জেলায় ভারী বৃষ্টি রবিতে, সতর্কতা ৯টিতে, বিশ্বকর্মা পুজোয় ভাসাবে নিম্নচাপ? ‘ডাক্তাররাই আমাদের হিরো…’, কান্না পাচ্ছে সৌরভের, ফিল্ম ইন্ডাস্ট্রিকে খোঁচা রানার ডেভিস কাপে চাপে ভারত! প্রথম দিনেই জোড়া ম্যাচে হার বালাজি-রামকুমারের! ‘সন্দীপের গ্রেফতারির খবর পাওয়ায় হয়তো আমাদের সঙ্গে মিটিংয়ের সাহস হয়নি’ ‘‌ধরা যাক কলতান দার কথোপকথন সত্যি’‌, এবার বিস্ফোরক পোস্ট করলেন দীপ্সিতা সচিন-সৌরভ BCCI-কে বলুক দল পাঠাতে! চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আবেদন মঈন খানের… লাকের গল্প চুরি করে তৈরি ‘স্কুইড গেম', পরিচালকের অভিযোগের জবাব নেটফ্লিক্সের টাইগার বধে মুখিয়ে ভারত, চেন্নাইয়ে জোরকদমে চলছে প্রস্তুতি, ভিডিয়ো প্রকাশ্যে প্রথম শ্রেণির খেলায় পয়লা ফাইফার, হঠাৎ প্রচারের আলো অংশুল কম্বোজের ওপর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.