ইংল্যান্ডের বিরুদ্ধে বিশাখাপত্তনম টেস্টের প্রথম চার দিনেই নিজেদের দাপট বজায় রাখে ভারত। তৃতীয় দিনের শেষেই দেওয়াল লিখনটা পড়া যাচ্ছিল। ম্যাচের গতিপ্রকৃতি দেখে বোঝা যাচ্ছিল যে, চতুর্থ দিনেই ভাইজ্যাগ টেস্টের ফলাফল নির্ধারিত হয়ে যাবে। জিততে হলে ইংল্যান্ডকে শুধু ভারতের মাটিতেই নয়, বরং উপমহাদেশে সব থেকে বেশি রান তাড়া করার রেকর্ড গড়তে হতো। কাজটা অসম্ভব ছিল না মোটেও। ব্যাজবল ক্রিকেটের যথার্থ নমুনা মেলে ধরতে পারলে ইংল্যান্ডের সামনে জয় তুলে নেওয়ার পর্যাপ্ত সুযোগ ছিল। তবে বিশাখাপত্তনমের বাইশগজে চতুর্থ দিনে ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে কতটা সফল হবেন ব্রিটিশ ব্যাটারার, সেই বিষয়ে সংশয় ছিল সবার মনোই। শেষমেশ চতুর্থ দিনে অশ্বিনের সঙ্গে পালা করে উইকেট তোলেন জসপ্রীত বুমরাহ। ইংল্যান্ড চায়ের বিরতির আগেই হাল ছাড়ে। ভারত ভাইজ্যাগ টেস্ট জিতে সিরিজের সমতা ফেরায়।
IND vs ENG 2nd Test Day 4 Live: ম্য়াচের সেরা বুমরাহ
প্রথম ইনিংসে ৪৫ রানে ৬টি ও দ্বিতীয় ইনিংসে ৪৬ রানে ৩টি, দুই ইনিংস মিলিয়ে সাকুল্যে ৯টি উইকেট নেওয়া জসপ্রীত বুমরাহ ম্য়াচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন।
IND vs ENG 2nd Test Day 4 Live: দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাল ভারত
৬৯.২ ওভারে জসপ্রীত বুমরাহর বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন টম হার্টলি। ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ৩৬ রান করেন তিনি। অ্যান্ডারসন ১টি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ৫ রান করে নট-আউট থাকেন। জয়ের জন্য ৩৯৯ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নামা ইংল্যান্ড শেষ ইনিংসে ২৯২ রানে অল-আউট হয়ে যায়। ভারত ১০৬ রানের বড় ব্যবধানে ম্য়াচ জিতে ৫ ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরায়। জসপ্রীত বুমরাহ দ্বিতীয় ইনিংসে ৪৬ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন। ৭২ রানে ৩টি উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। ১টি করে উইকেট নেন মুকেশ কুমার, অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব।
IND vs ENG 2nd Test Day 4 Live: বশিরকে ফেরালেন মুকেশ
৬৭.৩ ওভারে মুকেশ কুমারের বলে কেএস ভরতের দস্তানায় ধরা পড়েন শোয়েব বশির। ৮ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। ইংল্য়ান্ড দ্বিতীয় ইনিংসে ২৮১ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অ্যান্ডারসন। জিততে এখনও ১১৮ রান দরকার ইংল্যান্ডের।
IND vs ENG 2nd Test Day 4 Live: ফোকসকে ফেরালেন বুমরাহ
৬৪.৬ ওভারে জসপ্রীত বুমরাহর বলে তাঁর হাতেই ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন বেন ফোকস। ৬৯ বলে ৩৬ রান করেন তিনি। মারেন ৪টি চার ও ১টি ছক্কা। ইংল্যান্ড ২৭৫ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শোয়েব বশির।
IND vs ENG 2nd Test Day 4 Live: রিভিউ নিয়ে বাঁচলেন হার্টলি
৬২.৫ ওভারে অশ্বিনের বলে টম হার্টলিকে ক্যাচ আউট দেন আম্পায়ার। রিভিউ নেন হার্টলি। আল্ট্রা এজে দেখা যায় বল ব্যাটে বা গ্লাভসে লাগেনি। সরাসরি গিয়ে লাগে বাহুতে। তাই ক্যাচ আউটের সিদ্ধান্ত ফেরাতে হয় আম্পায়ারকে। তবে পরক্ষণেই বল ট্র্যাকিংয়ে দেখা যায় যে, আম্পায়ার্স কলে এলবিডব্লিউ ছিলেন হার্টলি। যেহেতু আম্পায়ার তাঁকে এলবিডব্লিউ আউট দেননি, তাই এক্ষেত্রে বেঁচে যান ব্রিটিশ তারকা। স্বাভাবিকভাবেই আম্পায়ারের সিদ্ধান্তে খুশি ছিলেন না রোহিত-অশ্বিনরা।
IND vs ENG 2nd Test Day 4 Live: ২৫০ টপকাল ইংল্যান্ড
৬০ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের স্কোর ৭ উইকেটে ২৫৪ রান। বেন ফোকস ২৭ রানে ব্যাট করছেন। ১৮ রান করেছেন টম হার্টলি। জিততে আরও ১৪৫ রান দরকার ইংল্যান্ডের।
IND vs ENG 2nd Test Day 4 Live: রান-আউট স্টোকস
৫২.৪ ওভারে শ্রেয়স আইয়ারের সরাসরি থ্রোয়ে রান-আউট হয়ে মাঠ ছাড়েন বেন স্টোকস। ২৯ বলে ১১ রান করেন তিনি। মারেন ১টি চার। দ্বিতীয় ইনিংসে ২২০ রানে ৭ উইকেট হারায় ইংল্যান্ড। ব্যাট করতে নামেন টম হার্টলি। জিততে এখনও ১৭৯ রান দরকার ইংল্যান্ডের।
IND vs ENG 2nd Test Day 4 Live: প্রতিরোধ গড়ছেন স্টোকস-ফোকস
৫২ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের স্কোর ৬ উইকেটে ২১৭ রান। ২৭ বলে ১১ রান করেছেন বেন স্টোকস। মেরেছেন ১টি চার। ২৯ বলে ১২ রান করেছেন বেন ফোকস। তিনি ২টি চার মেরেছেন।
IND vs ENG 2nd Test Day 4 Live: ২০০ টপকাল ইংল্যান্ড
৪৭তম ওভারে দলগত ২০০ রানের গণ্ডি টপকে যায় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে তাদের স্কোর ৬ উইকেটে ২০৩ রান। সুতরাং, জিততে ইংল্যান্ডের দরকার আরও ১৯৬ রান। স্টোকস ৪ ও ফোকস ৫ রানে ব্যাট করছেন।
IND vs ENG 2nd Test Day 4 Live: লাঞ্চের পরে দ্বিতীয় সেশনের খেলা শুরু
লাঞ্চের পরে চতুর্থ দিনের দ্বিতীয় সেশনের খেলা শুরু। ক্যাপ্টেন বেন স্টোকসের সঙ্গে ব্যাট হাতে ক্রিজে আসেন উইকেটকিপার বেন ফোকস। ৪৪ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের স্কোর ৬ উইকেটে ১৯৫ রান।
IND vs ENG 2nd Test Day 4 Live: বুমরাহর শিকার বেয়ারস্টো
৪২.৪ ওভারে জসপ্রীত বুমরাহর বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন জনি বেয়ারস্টো। রিভিউ নিয়েও বাঁচেননি তিনি। ৩৬ বলে ২৬ রান করেন জনি। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ১৯৪ রান ৪ উইকেট হারায়। বেয়ারস্টো আউট হওয়া মাত্রই চতুর্থ দিনের লাঞ্চের বিরতি ঘোষিত হয়। জয়ের জন্য ইংল্যান্ডের দরকার এখনও ২০৫ রান। জিততে ভারতের প্রয়োজন ৪টি উইকেট। অশ্বিন ৪২ রানে ৩টি উইকেট নিয়েছেন।
IND vs ENG 2nd Test Day 4 Live: ক্রলিকে ফেরালেন কুলদীপ
৪১.৬ ওভারে কুলদীপ যাদবের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন জ্যাক ক্রলি। প্রাথমিকভাবে আম্পায়ার আউট দেননি ক্রলিকে। তবে রিভিউ নিয়ে সাফল্য পায় ভারত। ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৩২ বলে ৭৩ রান করে মাঠ ছাড়েন জ্যাক। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ১৯৪ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বেন স্টোকস।
IND vs ENG 2nd Test Day 4 Live: ব্যাট চালাচ্ছেন বেয়ারস্টো
৪১ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের স্কোর ৪ উইকেটে ১৯২ রান। ১২৭ বলে ৭২ রান করেছেন জ্যাক ক্রলি। তিনি ৮টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ৩১ বলে ২৫ রান করেছেন জনি বেয়ারস্টো। তিনি ৫টি চার মেরেছেন।
IND vs ENG 2nd Test Day 4 Live: লড়াই জারি ক্রলির
শেষ ইনিংসে ৩৬ ওভার ব্যাট করে ইংল্যান্ড ৪ উইকেটের বিনিময়ে ১৬৭ রান সংগ্রহ করে। ৬৩ রানে ব্যাট করছেন জ্যার ক্রলি। ১১১ বলের ইনিংসে তিনি ৭টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ১৭ বলে ৯ রান করেছেন জনি বেয়ারস্টো। তিনি ১টি চার মেরেছেন।
IND vs ENG 2nd Test Day 4 Live: অশ্বিনের তৃতীয় শিকার জো রুট
৩০.৬ ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বলে অক্ষর প্যাটেলের হাতে ধরা পড়েন জো রুট। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১০ বলে ১৬ রান করে মাঠ ছাড়েন তিনি। ১৫৪ রানে ৪ উইকেট হারায় ইংল্যান্ড। ব্যাট করতে নামেন জনি বেয়ারস্টো।
IND vs ENG 2nd Test Day 4 Live: আম্পায়ার্স কলে বাঁচলেন রুট
২৯.৬ ওভারে অক্ষর প্যাটেলের বলে জো রুটের বিরুদ্ধে এলবিডব্লিউর আবেদন জানায় ভারত। আম্পায়ার আউট দেননি। রিভিউ নেন রোহিত শর্মা। স্টাম্পে বল লাগলেও ইমপ্য়াক্টের ক্ষেত্রে আম্পায়ার্স কলে বেঁচে যান রুট।
IND vs ENG 2nd Test Day 4 Live: পোপকে ফেরালেন অশ্বিন
২৮.২ ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বলে রোহিত শর্মার হাতে ধরা পড়েন ওলি পোপ। ২১ বলে ২৩ রান করেন তিনি। মারেন ৫টি চার। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ১৩২ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জো রুট।
IND vs ENG 2nd Test Day 4 Live: হাফ-সেঞ্চুরি জ্যাক ক্রলির
৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন জ্যাক ক্রলি। উল্লেখ্য, তিনি প্রথম ইনিংসে ইংল্যান্ডের হয়ে সব থেকে বেশি ৭৬ রান করেন। অর্থাৎ, ম্যাচের দুই ইনিংসেই অর্ধশতরান পূর্ণ করেন জ্যাক। ২৬ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ১২৫ রান। ক্রলি ৫১ ও পোপ ১৮ রানে ব্যাট করছেন।
IND vs ENG 2nd Test Day 4 Live: রেহানকে ফেরালেন অক্ষর
২১.৫ ওভারে অক্ষর প্যাটেলের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন রেহান আহমেদ। ৫টি বাউন্ডারির সাহায্যে ৩১ বলে ২৩ রান করেন তিনি। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে দলগত ৯৫ রানের মাথায় ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ওলি পোপ। তিনি ক্রিজে এসেই চার মারেন। ২৩তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় ইংল্যান্ড। তাদের স্কোর ২ উইকেটে ১০৫ রান। ৪৫ রানে ব্যাট করছেন ক্রলি।
IND vs ENG 2nd Test Day 4 Live: কঠিন সুযোগ হাতছাড়া রোহিতের
২১.২ ওভার অক্ষর প্যাটেলের বলে স্লিপে রেহান আহমেদের ক্যাচ ধরার সুযোগ হাতছাড়া করেন রোহিত। যদিও সহজ ছিল না ক্যাচ ধরা। দ্বিতীয় ইনিংসে ইংল্যন্ডের স্কোর ১ উইকেটে ৯৫ রান।
IND vs ENG 2nd Test Day 4 Live: স্কোরবোর্ড চালু করে ইংল্যান্ড
দিনের দ্বিতীয় ওভারে বল করতে আসেন অক্ষর প্যাটেল। সেই ওভারে ২ রান ওঠে। পরে বুমরাহর ওভারে ১টি চার মারেন ক্রলি। ১৭ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ৭৩ রান। ৩৪ রানে ব্যাট করছেন জ্যাক ক্রলি।
IND vs ENG 2nd Test Day 4 Live: চতুর্থ দিনের খেলা শুরু
বিশাখাপত্তনম টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু। ব্যাট করতে নামেন জ্যাক ক্রলি ও রেহান আহমেদ। বোলিং শুরু করেন জসপ্রীত বুমরাহ। দিনের প্রথম ওভারে কোনও রান ওঠেনি। অর্থাৎ, ১৫ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১ উইকেটে ৬৭ রান।
IND vs ENG 2nd Test Day 4 Live: তৃতীয় দিনের স্কোর
তৃতীয় দিনে ভারত তাদের দ্বিতীয় ইনিংসে অল-আউট হয় ২৫৫ রানে। শুভমন গিল ১০৪, অক্ষর প্যাটেল ৪৫, শ্রেয়স আইয়ার ২৯ ও রবিচন্দ্রন অশ্বিন ২৯ রান করেন। টম হার্টলি ৪টি, রেহান আহমেদ ৩টি ও জেমস অ্যান্ডারসন ২টি উইকেট নেন। প্রথম ইনিংসের খামতি মিলিয়ে জয়ের জন্য ইংল্যান্ডের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩৯৯ রানের। ইংল্যান্ড শেষ ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে ১ উইকেটে ৬৭ রান সংগ্রহ করে। সুতরাং, জয়ের জন্য তাদের দরকার আরও ৩৩২ রান। জ্যাক ক্রলি ২৯ ও রেহান আহমেদ ৯ রানে অপরাজিত থাকেন। ২৮ রানে আউট হন বেন ডাকেট। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে এখনও পর্যন্ত একমাত্র উইকেটটি নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।
IND vs ENG 2nd Test Day 4 Live: দ্বিতীয় দিনের স্কোর
দ্বিতীয় দিনে ভারত তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ৩৯৬ রানে। তারা ১১২ ওভার ব্যাট করে। যশস্বী জসওয়াল ২০৯ রান করেন। ২৯০ বলের ইনিংসে তিনি ১৯টি চার ও ৭টি ছক্কা মারেন। ২০ রান করেন অশ্বিন। ইংল্যান্ডের অ্যান্ডারসন, রেহান ও বশির ৩টি করে উইকেট নেন। পালটা ব্যাট করতে নেমে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ২৫৩ রানে। তারা ৫৫.৫ ওভার ব্যাট করে। জ্যাক ক্রলি ৭৬ ও বেন স্টোকস ৪৭ রান করেন। বুমরাহ ৬টি ও কুলদীপ ৩টি উইকেট নেন। প্রথম ইনিংসের নিরিখে ১৪৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। তারা দ্বিতীয় দিনের শেষে ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ২৮ রান সংগ্রহ করে।
IND vs ENG 2nd Test Day 4 Live: প্রথম দিনের স্কোর
বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ভারত। তারা প্রথম দিনে ৯৩ ওভার ব্যাট করে ৬ উইকেটের বিনিময়ে ৩৩৬ রান সংগ্রহ করে। যশস্বী জসওয়াল ১৭৯ রানে অপরাজিত থাকেন। ২৫৭ বলের দুরন্ত ইনিংসে তিনি ১৭টি চার ও ৫টি ছক্কা মারেন। এছাড়া রোহিত শর্মা ১৪, শুভমন গিল ৩৪, শ্রেয়স আইয়ার ২৭, রজত পতিদার ৩২, অক্ষর প্যাটেল ২৭ ও কেএস ভরত ১৭ রান করে সাজঘরে ফেরেন। ব্যক্তিগত ৫ রানে অপরাজিত থাকেন রবিচন্দ্রন অশ্বিন।