ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে চালকের আসনে টিম ইন্ডিয়া। চতুর্থ দিনে একেবারে জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে রোহিত শর্মা ও তাঁর বাহিনী। বোলারদের দাপটে রীতিমতো ব্যাকফুটে চলে গিয়েছে ইংল্যান্ডের ব্যাটাররা। মধ্যাহ্নভোজের বিরতির আগেই অর্ধেকের বেশি দল ফিরে গেছে প্যাভিলিয়নে। সুতরাং ভারতের জয় পাওয়া এখন শুধুমাত্র সময়ের ব্যাপার।
তবে এদিন বোলারদের দাপটের পাশাপাশি ধরা পড়েছে ফিল্ডারদের দুর্দান্ত ফিল্ডিং। যদিও এমন দৃশ্য গোটা ম্যাচ জুড়েই দেখা গেছে। কিন্তু চলতি টেস্টে জয় পাওয়ার জন্য মরিয়া 'মেন ইন ব্লু', তাই নিজেদের সবটাই তারা দিয়ে দিচ্ছে ম্যাচে। তবে এদিন এখনও পর্যন্ত সেরা ক্যাচটি এসেছে দলের অধিনায়ক রোহিত শর্মার থেকে। রবিচন্দ্রন অশ্বিনের বলে চোখের নিমেষে ক্যাচ নিয়ে তাক লাগিয়ে দিয়েছেন তিনি এবং তা দেখে ময়দানে উপস্থিত সকল দর্শকই ফেটে পড়ে আনন্দে।
সোমবার, অর্থাৎ ৫ ফেব্রুয়ারি চতুর্থ দিনের খেলা খেলতে নামে দুই দল এবং নেমেই ভারতীয় বোলারদের আক্রমণ করতে শুরু করেন রেহান আহমেদ ও জ্যাক ক্রলি। তবে সেই জুটি ভাঙেন টিম ইন্ডিয়ার তরুণ স্পিনার অক্ষর প্যাটেল। ২২ ওভার চলাকালীন তিনি আউট করেন রেহান আহমেদকে। এরপরই রীতিমতো হাবুডুবু খেতে দেখা যায় ইংল্যান্ডের ব্যাটারদের। স্পিন বোলিংয়ের সামনে একেবারে মাথানত করে দেন তারা। বিশেষ করে এদিন রবিচন্দ্রন অশ্বিনের বল খেলতে রীতিমত লড়াই করতে দেখা যায় তাদের। এই পর্যন্ত তিনি নিজের ঝুলিতে তুলেছেন তিনটি উইকেট ১০ ওভার বল করে।
এদিন অশ্বিনের বলে একটি দুর্দান্ত ক্যাচ নেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। তখন চলছিল ২৯ ওভার এবং স্কোরবোর্ডে ইংল্যান্ডের রান ২ উইকেটে ১৩২। অশ্বিনের সামনে ছিলেন গত ম্যাচের সেরা ক্রিকেটার ওলি পোপ। ওভারের দ্বিতীয় বলেই পোপ স্লিপে ক্যাচ দিয়ে বসলেন রোহিতকে যা দেখে হইচই পড়ে গেল গোটা স্টেডিয়ামে। এক সেকেন্ডেরও কম সময় রোহিত লুপে নিলেন ক্যাচটি। কিছুক্ষণ পরেই সেই দৃশ্যটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতে। ক্রিকেটপ্রেমীদের অধিকাংশই তা দেখে দাবি করেছেন যে চতুর্থ দিনে এটিকে সেরা ক্যাচ বলা যেতেই পারে। এছাড়া আবার অনেকে এর জন্য প্রশংসা করেছেন অশ্বিনেরও এবং দাবি করেছেন যে তিনি দারুণ ভেলকি খাইয়েছেন পোপকে। তবে দিনের শেষে রোহিতের এই ক্যাচ বাহবা কুড়িয়েছে সকলের।