শুভব্রত মুখার্জি: চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বৃত্তের অন্তর্ভুক্ত টেস্ট সিরিজ খেলতে আর কয়েক দিন বাদেই ভারতে আসছে ইংল্যান্ড দল। ২০২৩-২৫ বৃত্তের এই টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত আসন্ন পাঁচ ম্যাচের সিরিজ। এই সিরিজে ভারতের ২২ গজে বিরাট কোহলি, রোহিত শর্মাদের মতন তারকা ক্রিকেটার সম্বলিত ভারতীয় দলের বিরুদ্ধে সাফল্য পাওয়াটা মোটেও সহজ হবে না, একথা বিলক্ষণ জানেন ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাকালাম। তবে তিনি আশা ছাড়ছেন না। যেমনটা আশা ছাড়ছেন না, দলের সহকারী কোচ জিতেন প্যাটেলও। ভারতীয় ২২ গজে বিরাট, রোহিতদের বিরুদ্ধে এক নবীন ইংরেজ স্পিনারকে নিয়ে আশায় বুক বাঁধছেন তিনি। জিতেন মনে করেন, এই ইংল্যান্ডের স্পিনারের ক্ষমতা রয়েছে ভারতীয় ব্যাটারদের সমস্যায় ফেলার!
আরও পড়ুন: প্রথম দুই টেস্টে ইশানের বদলে ঋদ্ধি নন, আস্থা জুরেলে, বাদ প্রসিধ, আনফিট শামির জায়গায় আবেশ
প্রসঙ্গত, ভারতে টেস্ট সিরিজ খেলতে যে ইংল্যান্ড দল আসছে, সেই দলের স্পিন বিভাগের সব মিলিয়ে যদি অভিজ্ঞতা দেখা যায়, তাহলে তা রয়েছে মাত্র ৩৫টি টেস্টের। যার মধ্যে ৩৪টি টেস্টে খেলার অভিজ্ঞতা রয়েছে আবার শুধুমাত্র জ্যাক লিচের কাছেই। ফলে স্পিন বিভাগে যে অভিজ্ঞতার অভাব রয়েছে, তা স্পষ্ট। দলে থাকা অপর স্পিনার রেহান আহমেদের একটি মাত্র টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক হয়েছিল তাঁর। অভিষেকেই সাত উইকেট নিয়ে বাজিমাত করেছিলেন তিনি। তবে রেহানের বয়স মাত্র ১৯। এছাড়াও দলে রয়েছেন শোয়েব বাসির এবং টম হার্টলে। তবে তারা এখনও আনক্যাপড অর্থাৎ জাতীয় দলের হয়ে একটিও ম্যাচ খেলা হয়নি তাঁদের। অধিনায়ক বেন স্টোকস যদিও দলের তারকা ব্যাটার জো রুটকে উপমহাদেশের উইকেটে অলরাউন্ডার পর্যায়ে উন্নীত করেছেন, তবুও ইংল্যান্ডের স্পিন বিভাগ অন্ততপক্ষে খাতায় কলমে যথেষ্ট নড়বড়ে।
আরও পড়ুন: ঘরোয়া ক্রিকেটে খেলার দ্রাবিড়ের পরামর্শে কর্ণপাত না করে, ধ্যানে মগ্ন ইশান-ভিডিয়ো
দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে জিতেন প্যাটেল বলেছেন, ‘কোচ হিসেবে আমাদের কাজটাই হল ক্রিকেটারদের উপর থেকে চাপটা কমানো। ভারতের তারকাখচিত ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে কাজটা কঠিন হবে। তবে আমি মনে করি, আমাদের ক্রিকেটাররা ভালো পারফরম্যান্স করবেন। তাদের সেই ক্ষমতা রয়েছে। আমি তাদের চাপটা কমানোর চেষ্টা করব, যাতে তারা সেরাটা দিতে পারে। যাতে তারা সব সময়ে পরবর্তী বলটা করার জন্য মানসিক ভাবে প্রস্তুত থাকতে পারে। স্টোকসি (বেন স্টোকস) এবং কোচ ওদের জন্য ব্যাপারটা সহজ সরল করে দেবে। আমি পরিকল্পনার সঙ্গে যুক্ত থাকব। নবীন ক্রিকেটারদের হয়ে আমি পরিকল্পনা করব। ধরুন রেহান যদি বিরাটকে এলবিডব্লিউ করতে পারে, বা রোহিত ওর বলে একটা খোঁচা দিয়ে আউট হয়। ওর সারা জীবনের জন্য দারুণ একটা স্মৃতি তৈরি হয়ে যাবে। এটা বাস্তবে হলে ওর আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে। ব্যাটিং হোক বা বোলিং, দলের ক্রিকেটাররা সব সময়ে নতুন নতুন পরিকল্পনা করতে চায়। নয়া অপশন তারা খুঁজে বের করতে চায়। এই সিরিজের জন্য আমরা কঠোর অনুশীলন করেছি। আশা রাখছি, ২২ গজে আমরা তার ফল পাব।’