শুভব্রত মুখার্জি: এফআইএইচ আয়োজিত হকির প্রো লিগের মহিলাদের ম্যাচে শনিবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ভারত। পুরুষদের বিরুদ্ধে গত দিন অজিদের বিরুদ্ধে এগিয়ে গিয়ে ম্যাচ জিততে পারেননি হরমনপ্রীত সিংরা। তবে হরমনরা না পারলেও বন্দনারা কিন্তু করে দেখালেন। রাঁচির বিরসা মুন্ডা স্টেডিয়ামে এদিনের ম্যাচে তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল ভারত। উল্লেখ্য মাত্র কয়েকদিন আগেই এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩-০ ফলে হেরেছিল ভারতীয় দল। এদিন তাঁর উলটপুরাণ দেখা গেল। ঘটনাচক্রে অজিদের বিরুদ্ধে ভারতের এই জয় ছিল ২০২০ টোকিয়ো অলিম্পিক গেমসে পাওয়া জয়ের পর প্রথম জয়। টোকিয়ো গেমসে ভারতীয় দল কোয়ার্টার ফাইনালে হারিয়ে দিয়েছিল অজিদের।
এ দিন ম্যাচের ফল ভারতের পক্ষে ১-০। ভারতের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেছেন বন্দনা কাটারিয়া। তিনি বেশ বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে এদিন ম্যাচে গোলটি করেছেন। ভারত একটি পেনাল্টি কর্নার পায়। সেখান থেকে বল গিয়ে পৌছায় বন্দনার কাছে। তিনি তাঁর স্টিকের টোকায় গোলটি করতে ভুল করেননি। আর সেই গোল ধরে রেখেই অজিদের বিরুদ্ধে এক অবিশ্বাস্য জয় পেয়েছে ভারতীয় দল। রাউরকেল্লাতে এদিন নৈশালোকে ভারতীয় হকি সমর্থকদের এক মনে রাখার মতন দিন উপহার দিয়েছে ভারতীয় দল।
ম্যাচে এ দিন প্রথম দুটি কোয়ার্টারে একেবারে তুল্যমূল্য লড়াই হয়েছে দুই দলের। দুই কোয়ার্টার গোল শূন্যভাবে শেষ হয়ে যাওয়ার ফলে এদিন বিরতিতে ০-০ অবস্থাতেই গিয়েছিল দুই দল। ম্যাচের ৩৪ মিনিটে একমাত্র গোলটি করে ভারতীয় দল। পেনাল্টি কর্নার থেকে পাওয়া বলকে বুদ্ধিমত্তার সঙ্গে ফ্লিক করে গোল করে যান বন্ধনা। এই টু্র্নামেন্টে এখন পর্যন্ত সাতটি ম্যাচ খেলেছে ভারতীয় দল। যার মধ্যে এখন পর্যন্ত দুটি ম্যাচ জিতল ভারত। এর আগে তারা হারিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রকে। এই মাসের প্রথমদিকে ভুবনেশ্বরে ভারতকে হায়িয়েছিল অস্ট্রেলিয়া। ফলে বোঝাই যাচ্ছে আজকের এই জয় ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ। ভারতের পরবর্তী ম্যাচ আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। রবিবার দিন এই ম্যাচ খেলবে ভারতীয় দল।