গত মাসেই লিস্ট-এ ক্রিকেটে সব থেকে কম ২৯ বলে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়েন ফ্রেজার ম্যাকগার্ক। সেটি ছিল সাউথ অস্ট্রেলিয়ার তরুণ ক্রিকেটারের কেরিয়ারের প্রথম লিস্ট-এ শতরান। মাস ঘুরতে না ঘুরতে এবার ফার্স্ট ক্লাস ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি হাঁকালেন ফ্রেজার। উল্লেখযোগ্য বিষয় হল, ৫০ ওভারের ক্রিকেটে তিনি সেঞ্চুরি করেন টি-২০ ক্রিকেটের গতিতে। এবার ফার্স্ট ক্লাস ম্যাচে তিনি শতরান করেন লিস্ট-এ ক্রিকেটের ঢংয়ে।
ভিক্টোরিয়ার বিরুদ্ধে শেফিল্ড শিল্ডের ম্যাচে ফ্রেজার ১০টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১০৩ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন এবং দলকে টেনে তোলেন বিপর্যয় থেকে। ভিক্টোরিয়ার ২৭৮ রানের জবাবে ব্যাট করতে নেমে সাউথ অস্ট্রেলিয়া একসময় ১৬ রানে ৪ উইকেট হারিয়ে বসে। ফ্রেজারের ১০১ রানের অনবদ্য ইনিংসের সৌজন্যে তারা শেষমেশ প্রথম ইনিংসে ২৫২ রান তুলতে সক্ষম হয়।
উল্লেখযোগ্য বিষয় হল, ইনিংসের শুরুর দিকেই ফ্রেজার আউট হয়েও পুনরায় ব্যাট করার সুযোগ পেয়ে যান। আসলে সাউথ অস্ট্রেলিয়ার ব্যাটার আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার হন। তবে আঙুল তোলার পরেও আম্পায়াররা তাঁকে ব্যাটিং চালিয়ে যাওয়ার অনুমতি দেন। প্রতিপক্ষ ভিক্টোরিয়ার ক্যাপ্টেন তাতে আপত্তিও জানাননি।
ব্যক্তিগত ১৯ রানের মাথায় বাঁ-হাতি স্পিনার ডাগ ওয়ারেনের বলে জোরালো কভার ড্রাইভ মারার চেষ্টা করেন ফ্রেজার। বল ব্যাটে লাগেনি। বরং বাইরের দিকে টার্ন নিয়ে বল প্রথমে উইকেটকিপারের গ্লাভসে লাগে এবং পরে স্লিপে ফিল্ডিং করা পিটার হ্যান্ডসকম্বের হাতে চলে যায়। ভিক্টোরিয়ার ক্রিকেটাররা কিছুটা উত্তেজনাবশতই আউটের হালকা আবেদন জানান। আম্পায়ার তাতেই আঙুল তুলে ফ্রেজারকে আউট ঘোষণা করেন।
ফ্রেজার জানতেন যে, বল তাঁর ব্যাটের অনেকটা দূর দিয়ে বেরিয়ে গিয়েছে। তাই তিনি প্রবল অবিশ্বাস নিয়ে কিছুক্ষণ ক্রিজে দাঁড়িয়ে থাকেন। পরে গুটি গুটি পায়ে সাজঘরের পথে হাঁটা লাগান। তবে আম্পায়াররা শেষমেশ তাঁকে ডেকে নেন এবং ব্যাটিং চালিয়ে যাওয়ার অনুমতি দেন।
ফিল্ডিং দলের ক্যাপ্টেনকে অনেক সময় আবেদন প্রত্যাহার করে আউট হওয়া ব্যাটারকে পুনরায় ক্রিজে ডেকে নিতে দেখা যায়। তবে এক্ষেত্রে ভিক্টোরিয়ার ক্রিকেটাররা খুব একটা খুশি ছিলেন না বলে দাবি করেন ফ্রেজার নিজে। সুতরাং, আম্পায়াররা নিজেদের উদ্যোগেই এক্ষেত্রে তাঁকে ব্যাটিং চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন বলে ধরে নিতে হয়। ক্রিকটের মাঠে আম্পায়ারের ভুল সিদ্ধান্তে ব্যাটারদের সাজঘরে ফেরার ঘটনা নতুন কিছু নয়। তবে একবার আঙুল তোলার পরেও ফের ব্যাটারকে ক্রিজে ডেকে নেওয়ার ঘটনা খুব একটা দেখা যায় না।