বিশ্বকাপের মঞ্চে শ্রীলঙ্কা ও বাংলাদেশের দলগত পারফর্ম্যান্স আহামরি হয়নি মোটেও। তবে শ্রীলঙ্কা-বাংলাদেশ সম্মুখসমরে অ্যাঞ্জেলো ম্যাথিউজের টাইমড আউট নিয়ে বিস্তর চর্চা হয়। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে টাইমড আউট হন অ্যাঞ্জেলো।
বিশ্বকাপের রেশ এখনও পুরোপুরি কাটেনি। এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে ফের ঘটল টাইমড আউটের ঘটনা। এবার দেরি করে মাঠে নামায় ব্যাট করার সুযোগ না পেয়েই প্যাভিলিয়নের পথে হাঁটা লাগাতে হল গডফ্রেড বাকিভিয়েমকে। ম্যাথিউজের পরে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় ব্যাটার হিসেবে টাইমড আউটের শিকার হন ঘানার এই মিডল অর্ডার ব্যাটার।
রবিবার বেনোনিতে আফ্রিকা ক্রিকেট অ্যাসোসিয়েশন কাপের ম্যাচে মুখোমুখি হয় ঘানা ও সিয়েরা লিওন। এই ম্যাচের দ্বিতীয় ইনিংসে টাইমড আউট হন গডফ্রেড। উল্লেখযোগ্য বিষয় হল, একই ম্যাচের প্রথম ইনিংসে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট হয়ে মাঠ ছাড়তে হয় সিয়েরা লিওনের আব্বাস জাবলাকে। একই ম্যাচে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড ও টাইমড আউটের মতো ঘটনা আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম।
আরও পড়ুন:- NZ vs PAK Women's ODI: সুপার ওভারে ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়াল পাকিস্তানের মেয়েরা
বেনোনিতে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে সিয়েরা লিওন। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১১১ রান সংগ্রহ করে। অনবদ্য হাফ-সেঞ্চুরি করেন আলুসিন তুরে। তিনি ৮টি চার ও ১টি ছক্কার সাহায্য়ে ৭২ বলে ৭৮ রান করে অপরাজিত থাকেন। এছাড়া ইব্রাহিম সেসে করেন ১০ রান। ১৫ বলের ইনিংসে তিনি ১টি চার মারেন। বাকিরা কেউই বলার মতো রান করতে পারেননি। আব্বাস ১৮ বলে ৮ রান করে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট হন।
গডফ্রেড ৪ ওভারে ১টি মেডেন-সহ ১৬ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন। ৪ ওভারে মাত্র ১২ রান খরচ করে ১টি উইকেট নেন ওবেদ হার্ভে। এছাড়া ১টি করে উইকেট নেন কোফি বাগাবেনা ও রেক্সফর্ড বাকুম।
পালটা ব্যাট করতে নেমে ঘানা ম্যাচের একেবারে শেষ ওভারে জয় তুলে নেয়। তারা ১৯.৪ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১১২ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ২ বল বাকি থাকতে ২ উইকেটের রুদ্ধশ্বাস জয় পায় ঘানা।
অ্যালেক্স ওসেই ২টি বাউন্ডারির সাহায্যে ৪২ বলে ৪১ রান করে আউট হন। কেলভিন আওয়ালা ও ড্যানিয়েল অ্যানেফি উভয়েই ১৮ রানের যোগদান রাখেন। সিয়েরা লিওনের জর্জ সেসে ২২ রানে ২টি উইকেট নেন। সিয়েরা লিওন পরাজিত হলেও ম্যাচের সেরা হন আলুসিন।