ঝাড়খণ্ডের একমাত্র উদীয়মান আদিবাসী ক্রিকেটার রবিন মিঞ্জ, তিনি আইপিএল ২০২৪-এ গুজরাট টাইটানস দলের খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন। তবে সম্প্রতি তরুণ রবিন মিঞ্জ একটি দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন। সুপার বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ক্রিকেটার রবিন মিঞ্জ। এই দুর্ঘটনায় তার হাঁটুতে আঘাত লেগেছে। এবার ছেলের চোট নিয়ে বড় আপডেট দিয়েছেন রবিন মিঞ্জের বাবা।
আইপিএল ২০২৪ শুরু হওয়ার ঠিক আগে, গুজরাট টাইটানস দল বড় ধাক্কা খেয়েছে। গুজরাট টাইটানসের নতুন খেলোয়াড় রবিন মিঞ্জ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। এবার তার চোট নিয়ে একটি বড় তথ্য সামনে এসেছে। রবিন মিঞ্জের বাবা বলেছেন, তার ছেলের কোনও গুরুতর চোট নেই। রবিন মিঞ্জকে IPL 2024-এর নিলামে গুজরাট টাইটানস ৩.৬০ কোটি টাকায় কিনেছিল।
আরও পড়ুন… IPL 2024: বিশ্বকাপজয়ীর ওপরেই আস্থা, নতুন অধিনায়কের নাম ঘোষণা করল সানরাইজার্স হায়দরাবাদ
রবিনের এই দুর্ঘটনা স্বাভাবিক ভাবেই চাপে ফেলে দিয়েছে গুজরাট টাইটানসকে। কারণ আইপিএল শুরু হতে খুব বেশি দিন বাকি নেই। ইতিমধ্য়েই অনেক দল অনুশীলন শুরু করে দিয়েছে। ফলে টুর্নামেন্ট শুরু হওয়ার সপ্তাহ খানেক আগে মিঞ্জের এই দুর্ঘটনা চাপে ফেলেছেন গুজরাটকে। এখন এটাই দেখার বিষয় কত দ্রুত সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দিতে পারেন এই তরুণ ক্রিকেটার।
এটি উল্লেখযোগ্য যে তিনি ঝাড়খণ্ডের একজন উইকেটরক্ষক ব্যাটসম্যান। ৩ মার্চ তিনি তার সুপার বাইক চালানোর সময় একটি দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন। একই সময়ে তিনি অন্য একটি বাইকের সংস্পর্শে আসেন। সেই সময়ে তিনি তার বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর ফলে তাঁর বাইকের সামনের অংশটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে রবিনের ডান হাঁটুতে আঘাত লেগেছিল।
দুর্ঘটনা প্রসঙ্গে গুজরাট টাইটানস জানিয়েছে, ‘একটি বাইকের সঙ্গে ধাক্কা লাগায় নিয়ন্ত্রন হারিয়ে মাটিতে পড়ে যান মিঞ্জ। এরপরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর আঘাত খুব একটা গুরুতর নয়। আগের চেয়ে সে এখন অনেক ভালো আছে। চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন।’ সেই সময়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রিপোর্ট অনুযায়ী, রবিন মিঞ্জ সামান্য আঘাত পেয়েছেন এবং তাঁর সেই রকম কোনও বিপদ হয়নি। তাকে স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। তার বাবা ফ্রান্সিস মিঞ্জও একটি আপডেট দিয়ে বলেছেন যে গুরুতর কিছু নেই এবং তিনি বর্তমানে পর্যবেক্ষণে রয়েছেন। আইপিএল ২০২৪-এ গুজরাটে যোগ দেওয়ার পরে রবিন মিঞ্জের বাবার সঙ্গে বিমানবন্দরে দেখা করেন গুজরাট টাইটানসের নতুন অধিনায়ক শুভমন গিল। সেই ছবি শেয়ার করেছেন শুভমান গিল নিজেই। তারপরেই এই দুর্ঘটনা, ফলে একটু চাপে রয়েছে তাঁর ফ্র্যাঞ্চাইজি।