শুভব্রত মুখার্জি:- ক্রিকেট মাঠ হোক কিংবা যে কোনও ক্রীড়াক্ষেত্র ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান সেকথা আর বলার অপেক্ষা রাখে না। সাম্প্রতিক সময়ে সেই জায়গায় অনেকটাই উঠে এসেছে বাংলাদেশও। প্রতিবেশী এই দুই দেশের বিরুদ্ধে কোনও ধরনের ম্যাচ থাকলেই অহেতুক উত্তেজনার সৃষ্টি হয় দর্শকমহলে। সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন সেই উত্তেজনা,উন্মাদনা থেকেই তৈরি হয়েছে একে অপরকে উদ্দেশ্য করে কুকথা বলার সংস্কৃতি। সাম্প্রতিক সময়ে এই প্রবণতা বেড়েছে অনেকটাই। বিশেষ করে ভারত হারলে পাকিস্তান হোক কিংবা বাংলাদেশ সমর্থকদের এখন কুকথা বলার প্রবণতার পাশাপাশি অদ্ভুত বন্য উল্লাসও করতে দেখা যায়।
সম্প্রতি রবিবার বেনোনিতে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরে যাওয়ার পরে পাকিস্তান সমর্থকদের সেই খারাপ দিকটি ফের উন্মোচিত হয়ে পরে। আর তারপরেই তীব্র ভাষায় বিষয়টির প্রতিবাদ জানিয়েছেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান।
রবিবার অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতকে ৭৯ রানে হারিয়ে দেয় অস্ট্রেলিয়া। ফলে ষষ্ঠবার খেতাব জয় অধরা থেকে গিয়েছে ভারতের। আর তারপরেই ভারতের প্রতি কটাক্ষ ধেয়ে এসেছে পাক সমর্থকদের তরফে। কটূক্তি করা হয়েছে ভারতীয় দলকে নিয়ে। সোশ্যাল মিডিয়াতে তীব্র ভাষায় কটাক্ষ করা হয়েছে ভারতীয় দলের প্রতি । ব্যবহার করা হয়েছে কুকথাও। আর তারপরেই ক্ষোভে ফেটে পড়েছেন ইরফান পাঠান। মাইক্রোব্লগিং সাইট এক্সে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ইরফান। তীব্র ভাষায় প্রতিবাদ করেছেন তিনি। কটাক্ষের কড়া জবাব দিয়েছেন তিনি।
নিজের এক্স হ্যান্ডেলে ইরফান পাঠান লিখেছেন, 'ওদের অনূর্ধ্ব-১৯ দল তো বিশ্বকাপের ফাইনালেও যেতে পারেনি। তারপরেও বর্ডারের ওপারে তাদের দেশের কি-বোর্ড যোদ্ধারা আমাদের দেশের নবীনদের হারে এত উল্লাস করছে।এত লাফালাফি করছে।এই ধরনের নেগেটিভ মনোভাব তাদের দেশের খারাপ মানসিকতার পরিচয় দেয়। #পাড়োসি(অর্থাৎ প্রতিবেশী)।'
তিন মাসের ব্যবধানে ভারতীয় দল দুটি আইসিসি ইভেন্টের ফাইনালে খেলেছে। গত নভেম্বরে ভারতীয় সিনিয়র দল পুরুষদের ওডিআই বিশ্বকাপের ফাইনালে খেলেছিল। যদিও আমদাবাদে সেই ফাইনালে অজিদের কাছে হারতে হয়েছিল ভারতীয় দলকে। আর রবিবার অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালেও ভারতকে হারিয়ে দিল অস্ট্রেলিয়া। এর আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ভারতকে হারিয়েছিল অজি দল।