শুভব্রত মুখার্জি: রবিবার বেনোনিতে অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং অস্ট্রেলিয়ার ছোটরা। দুই দলের কাছেই ছিল এটা সম্মানের লড়াই। এর আগে পাঁচবার বিশ্বকাপের শিরোপা জিতেছিল ভারতীয় দল। এবার তাদের লক্ষ্য ছিল ষষ্ঠবার শিরোপা জয়। তবে তা আর বাস্তবিত হয়নি। শিরোপা না জিতলেও বেশ ভালো পারফরম্যান্স করে ছিল ভারতীয় দলের ছোটরা। ভারতীয় যুব দলের হেড কোচ হৃষিকেশ কানিতকর মনে করেন এই দলের অনেকের সিনিয়র জাতীয় দলের হয়ে খেলার সামর্থ্য রয়েছে।
প্রসঙ্গত এইবার নিয়ে টানা পাঁচবার বিশ্বকাপের ফাইনালে খেলল ভারতীয় দল। ফাইনালে যদিও ভারত হেরে গিয়েছে ৭৯ রানে। সেই ভাবে লড়াইটুকুও দিতে পারেননি ভারতীয় ব্যাটাররা। অধিনায়ক উদয় সাহারান, মুশির খান, সচিন ধাস, সৌম্য পান্ডেরা গোটা টু্র্নামেন্ট জুড়ে বেশ ভালো ফর্মে খেলেছিলেন। হৃষিকেশ কানিতকর আশা করছেন এই দলের অনেকেই ভবিষ্যতে সিনিয়র ভারতীয় দলের হয়ে খেলবেন। ম্যাচ শেষের পরে ফাইনাল হারের আক্ষেপ তো ছিলই। তার মধ্যেও গুরুত্বপূর্ণ বেশ কিছু মন্তব্য করেছেন হৃষিকেশ কানিতকর।
রবিবার ফাইনালে হারের পরে সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হৃষিকেশ কানিতকর জানান, ‘সত্যি বলছি ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ খুব উজ্জ্বল। বেশ কিছু প্রতিভাবান ক্রিকেটারের হাতে থাকবে ভবিষ্যতের ভারতীয় দল, ফলে বলা যেতে পারে নিশ্চিত হাতেই থাকবে ভবিষ্যতের টিম ইন্ডিয়া। ব্যাটিং এবং বোলিং ইউনিট হিসেবে বেশ কিছু ভালো ক্রিকেটার রয়েছে আমাদের। তারা যখন ভবিষ্যতে দায়িত্ব নেবে সিনিয়র দলের আশা করি খুব ভালো পারফরম্যান্স করবে। কঠিন পরিস্থিতিতে পড়ে তাদের ম্যাচ বের করার অভিজ্ঞতা রয়েছে। তাদের মধ্যে সেই ম্যাচুরিটিও তৈরি হয়ে গিয়েছে। এটা ভারতীয় দলের জন্য খুব খুব ভালো লক্ষণ।’
উল্লেখ্য টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন ভারত অধিনায়ক উদয় সাহারান। তিনি করেছেন ৩৯৭ রান। খুব একটা পিছিয়ে ছিলেন না তিন নম্বরে ব্যাট করা মুশির খানও। তাঁর ঝুলিতে রয়েছে ৩৬০ রান। পাশাপাশি সেমিফাইনালে কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে অনবদ্য ৯৬ রানের ইনিংস খেলে ভারতকে ফাইনালে তুলেছিলেন সচিন ধাস। স্পিনার সৌম্য পান্ডে ও টু্র্নামেন্টের অন্যতম সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হয়েছেন। আর এই সব পারফরম্যান্স দেখার পরে হৃষিকেশ কানিতকর আশা করছেন যে ভবিষ্যতে ভারতের সিনিয়র দলের ভবিষ্যৎও সুরক্ষিত হাতেই মধ্যেই থাকবে।