শুক্রবার অর্থাৎ ১৯ জানুয়ারি শুরু হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ইতিমধ্যেই টুর্নামেন্টে জয় দিয়ে শুরু করে খাতা খুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ড। আজ মুখোমুখি হয়েছে ভারত ও বাংলাদেশ। ইতিমধ্যেই জমে উঠেছে ম্যাচ। প্রথমে ব্যাট করে, চাপে পড়া সত্বেও, স্কোরবোর্ডে একটি লড়াকু টোটাল তুলতে সফল হয় ভারতের ছেলেরা। তবে ব্যাট করতে নেমে এই মুহূর্তে চরম চাপে বাংলাদেশ। কিন্তু এই ম্যাচে আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক উদয় সাহারান এবং বাংলাদেশের তরুণ তারকা আরিফুল ইসলাম ও মাহফুজুর রহমান রাব্বি। কি হলো এমন? ম্যাচ চলাকালীন তাঁরা জড়িয়ে পড়েন তর্কাতর্কিতে, যা ভাইরাল হতে, সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতে রীতিমতো তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন দুই দলের সমর্থকরাও।
শনিবার, অর্থাৎ ২০ জানুয়ারি গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামে ভারত ও বাংলাদেশ। এদিন টসে জেতে বাংলাদেশ এবং সিদ্ধান্ত নেয় ফিল্ডিং করার। নেমেই চাপে পড়ে ভারত। দ্রুত হারান দুটি উইকেট। এরপর ওপেনার আদর্শ সিংকে নিয়ে একটি বড় পার্টনারশিপ গড়েন অধিনায়ক উদয় সাহারান। ১১৬ রানের একটি পার্টনারশিপ গড়েন দুজনে, যার সুবাদে ঘুরে দাঁড়াতে সফল হয় তারা এবং নির্ধারিত পঞ্চাশ ওভার শেষে সাত উইকেটে ২৫১ রান করে ভারত।
তবে ভারতের ইনিংস চলাকালীন ঘটে একটি ঘটনা যার রীতিমতো শোরগোল ফেলে দেয় নেট দুনিয়ায়। অষ্টম ওভার চলাকালীন প্যাভিলিয়নে ফিরে যান মুশির খান তার পরিবর্তে ক্রিজে আসেন অধিনায়ক উদয় সাহারান। মাঠে নামার কিছুক্ষণের মধ্যেই তিনি তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন বাংলাদেশের আরিফুল ইসলাম ও মাহফুজুর রহমান রাব্বির সঙ্গে। দ্রুত ছড়িয়ে পড়ে এই মুহূর্তটি।
ভিডিয়োটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই ক্রিকেটপ্রেমীরা শুরু করে দেন নিজেদের মতামত পেশ করা। এমনকি সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতেও লেগে যায় দুই দলের সমর্থকদের মধ্যে ঝগড়া। কেউ সমর্থন জানাচ্ছেন উদয়কে আবার কেউ সমর্থন জানাচ্ছেন আরিফুল ও মাহফুজুরকে। তবে সব মিলিয়ে, দুই তরুণ তারকার এই কীর্তি রীতিমতো হইচই ফেলে দিয়েছে চারিদিকে।
তবে ২২ গজে এমন ঘটনা এই প্রথম নয়, এর আগেও একাধিকবার এমনটা দেখা গিয়েছে। শুধু সিনিয়র ক্রিকেটারদের মধ্যেই নয়, এবার জুনিয়ররাও ঝামেলায় জড়িয়ে পড়লেন। স্বাভাবিক ভাবেই এই ঘটনা শোরগোল ফেলে দিয়েছে।