ICC Under 19 World Cup 2024: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আয়ারল্যান্ডকে ২০১ রানে হারিয়ে দিল ভারত। বিশ্বকাপে এটি ভারতের টানা দ্বিতীয় জয়। এর আগে ভারতের তরুণরা বাংলাদেশকে হারিয়েছিল। উদয় সাহারনের নেতৃত্বে প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩০১ রান তোলে। মুশির খানের সেঞ্চুরির সুবাদে এই বিশাল স্কোর অর্জন করে ভারত। যার জবাবে আয়ারল্যান্ড স্কোর বোর্ডে মাত্র ১০০ রান তোলে। ভারতের হয়ে নমন তিওয়ারি চারটি ও সৌম্য পান্ডে তিনটি উইকেট নেন।
৩০২ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে বারবার বিরতিতে উইকেট হারাতে থাকে আইরিশ দল। ২২ রানে প্রথম উইকেটের পতন হয়। জর্ডান ১১ ও রায়ান ১৩ রান করেন। হিলটন ৯ ও ক্যাপ্টেন রক্স খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন। স্কট দুই রান এবং ম্যাকডারা তিন রান করেন। দুই অঙ্ক ছুঁতে পারেননি আয়ারল্যান্ডের ৭ ব্যাটসম্যান। রিলি ১৫ রান করে আউট হন এবং ফিন ৭ রান করেন। ২৭ রান করে আউট হন ড্যানিয়েল।
এর আগে বৃহস্পতিবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সাত উইকেটে ৩০১ রান করে ভারত। এরমধ্যে ছিল মুশির খানের সেঞ্চুরি। যেদিন মুশিরের বড় ভাই সরফরাজ আহমেদাবাদে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে অনানুষ্ঠানিক টেস্টে ১৬১ রান করেছিলেন, তিনি ১০৬ বলে নয়টি চার এবং চারটি ছক্কার সাহায্যে ১১৮ রান করেছিলেন। হাজার হাজার কিলোমিটার দূরে দুই ভাইয়ের শতরান দেখল গোটা ক্রিকেট বিশ্ব।
৬৬ বলে অর্ধশতক পূর্ণ করার পর পরের ৩৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেন মুশির। তিনি অধিনায়ক উদয় সাহারান (৮৪ বলে ৭৫ রান) এর সাথে ১৫৬ রানের জুটি গড়েন। সচিন ধাস, সম্ভবত ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড়। শেষ পর্যন্ত নয় বলে ২১ রানের ইনিংস খেলে ভারতের স্কোর ৩০০ রানে ছুঁয়ে দেন তিনি। এই মাটিতে অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক ম্যাচে সবচেয়ে বড় স্কোর।
শেষ ১০ ওভারে ভারত ১১৯ রান তুলেছিল। মুশির তার ছন্দে স্থির হতে সময় নিয়েছিলেন কিন্তু তারপরে আইরিশ বোলারদের বিরুদ্ধে পুরো মাঠে শট খেলেন তিনি। অন-সাইডে শক্তিশালী, স্কয়ার লেগ, ডিপ মিডউইকেট এবং লং অনের মধ্যে মুশির তার সমস্ত ছক্কা মেরেছিলেন। তিনি প্রতিপক্ষ দলের সেরা ফাস্ট বোলার অলিভার রিলিকে (৫৫ রানে তিন উইকেট) দুটি ছক্কাও মারেন। প্রথম ম্যাচের মতো, সাহারান আবারও অ্যাঙ্কারের ভূমিকা পালন করেন এবং স্ট্রাইক ঘোরাতে থাকেন এবং মুশিরকে তার স্বাভাবিক আক্রমণাত্মক খেলা খেলতে থাকেন। ২৮ জানুয়ারি নিজেদের পরবর্তী ম্যাচে ইউনাইটেড স্টেটের বিরুদ্ধে খেলতে নামবে ভারত।