দীর্ঘ ১৪ মাস পরে দেশের জার্সিতে ফের টি-২০ খেলতে নামেন রোহিত শর্মা। কামব্যাক ম্যাচে ক্যাপ্টেন হিসেবে জয়ের মুখ দেখলেও ব্যক্তিগত রানের খাতা খুলতে পারলেন না হিটম্যান। দুর্ভাগ্যজনক রান-আউট হয়ে মাঠ ছাড়তে হয় ভারত অধিনায়ককে।
মোহালিতে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে আফগানিস্তান। অক্ষর প্যাটেল ও মুকেশ কুমারের অনবদ্য বোলিংয়ের সুবাদে আফগানদের নাগালের বাইরে যেতে দেয়নি টিম ইন্ডিয়া। আফগানিস্তানকে ৫ উইকেটে ১৫৮ রানে আটকে রাখে ভারত।
জয়ের জন্য ১৫৯ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে পালটা ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া। শুভমন গিলকে নিয়ে ওপেন করতে নামেন ক্যাপ্টেন রোহিত। যদিও ইনিংসের প্রথম ওভারে ফজলহক ফারুকির দ্বিতীয় বলেই রান-আউট হয়ে মাঠ ছাড়তে হয় রোহিতকে।
ফারুকির বল সামনের দিকে ঠেলে দিয়েই রান নেওয়ার জন্য দৌড় শুরু করেন রোহিত। সাধারণত ডেঞ্জার এন্ডের দিকে দৌড়ন যে ব্যাটার, তাঁর ডাকেই সাড়া দিতে হয় অপর প্রান্তের ব্যাটারকে। এক্ষেত্রে শুভমন গিল তেমনটা করেননি মোটেও। রোহিতের ডাকে সাড়া না দিয়ে গিল ক্রিজ আঁকড়ে পড়ে থাকেন। রোহিত ততক্ষণে নন-স্ট্রাইকার প্রান্তে পৌঁছে গিয়েছেন।
ভারতের দুই ওপেনার ক্রিজের একই প্রান্তে দাঁড়িয়ে থাকায় রোহিতকে রান-আউট করতে বিশেষ অসুবিধা হয়নি আফগানদের। রোহিত কামব্যাক ম্যাচে ২ বলে শূন্য রান করে রান-আউট হন। স্বাভাবিকভাবেই গিলের ভুলে এভাবে রান-আউট হয়ে প্রচণ্ড রেগে যান রোহিত। মাঠ ছাড়ার আগে গিলকে বকাঝকাও করতে দেখা যায় ভারত অধিনায়ককে।
উল্লেখযোগ্য বিষয় হল, মোহালিতে শূন্য রানে রান-আউট হয়ে রোহিত হতাশাজনক এক নজির গড়ে ফেলেন। ছেলেদের টি-২০ ক্রিকেটে রোহিতই ভারতের একমাত্র ক্যাপ্টেন, যিনি শূন্য রানে রান-আউট হয়ে মাঠ ছাড়েন।
ক্যাপ্টেন শূন্য রানে আউট হলেও ভারতের জয় তুলে নিতে বিশেষ অসুবিধা হয়নি। ১৫ বল বাকি থাকতেই ৬ উইকেটে ম্যাচ জিতে ৩ ম্য়াচের সিরিজে ১-০ লিড নেয় টিম ইন্ডিয়া। শিবম দুবের অল-রাউন্ড পারফর্ম্যান্সে ভর করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
দুবে ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি শেষমেশ ৪০ বলে ৬০ রান করে অপরাজিত থাকেন। ম্যাচ জেতানো ইনিংসে শিবম ৫টি চার ও ২টি ছক্কা মারেন। তার আগে ম্যাচে ২ ওভার বল করে মাত্র ৯ রানের বিনিময়ে ১টি উইকেটও সংগ্রহ করেন শিবম। যদিও আর্শদীপের বলে ১টি ক্যাচ মিস করেন তিনি। অল-রাউন্ড পারফর্ম্যান্সের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন শিবম।