ভারত-আফগানিস্তান সিরিজের প্রথম টি-২০ ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছিলেন যে, মোহালিতে রোহিতের সঙ্গে ওপেন করতে নামবেন যশস্বী জসওয়াল। যদিও বাস্তবে দেখা যায়নি তেমনটা। বৃহস্পতিবার মোহালিতে টসের পরে ক্যাপ্টেন রোহিত জানিয়ে দেন যে, যশস্বী এই ম্যাচে মাঠেই নামছেন না।
জসওয়ালের মাঠে না নামার কারণটাও অল্প কথায় জানিয়ে দেন রোহিত। ভারত অধিনায়ক জানান যে, পুরোপুরি ফিট নন বলে মাঠে নামতে পারছেন না যশস্বী। যদিও তরুণ ওপেনার কোন সমস্যায় ভুগছেন, সেটা জানাননি হিটম্যান।
পরে বিসিসিআই সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেয় যশস্বীর মাঠে না নামার আসল কারণ। যশস্বী ডান কুঁচকিতে ব্যাথা অনুভব করেন ম্যাচের আগে। তাই এই ম্যাচে খেলতে পারছেন না তিনি।
অন্যদিকে বিরাট কোহলি যে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবেন না, সেটাও সাংবাদিক সম্মেলনে দ্রাবিড় আগেই জানিয়েছিলেন। ব্যক্তিগত কারণে বিরাট কোহলি সিরিজের প্রথম টি-২০ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তিনি সিরিজের শেষ ২টি টি-২০ ম্যাচে মাঠে নামবেন। ফলে মোহালিতে কোহলির খেলতে নামার প্রশ্নই ছিল না।
কোহলি ও যশস্বীকে ভারত বাধ্য হয়েই মাঠে নামাতে পারেনি। তবে তারা কম্বিনেশনের স্বার্থে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখে সঞ্জু স্যামসন, কুলদীপ যাদবের মতো তারকাদের। সুযোগ পাননি আবেশ খানও। ভারত কুলদীপকে বসিয়ে মাঠে নামায় রবি বিষ্ণোইকে। পেসার অল-রাউন্ডার হিসেবে মাঠে নামার সুযোগ পেয়ে যান শিবম দুবে। মোহালির পিচে ঘাস থাকলেও ভারত এই ম্যাচে তিনজন স্পিনার নিয়ে মাঠে নামে। রবি বিষ্ণোই ছাড়াও মাঠে নামার সুযোগ পেয়ে যান অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর।
মোহালিতে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে টস জেতে ভারত। টস জিতে ভারত অধিনায়ক রোহিত শর্মা শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান আফগানিস্তানকে। সুতরাং, মোহালিতে রান তাড়া করাই শ্রেয় মনে করে টিম ইন্ডিয়া।
ভারতের প্রথম একাদশ:-
রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, তিলক বর্মা, শিবম দুবে, জিতেশ শর্মা (উইকেটকিপার), রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং ও মুকেশ কুমার।
আফগানিস্তানের প্রথম একাদশ:-
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান (ক্যাপ্টেন), রহমত শাহ, আজমতউল্লাহ ওমরজাই, মহম্মদ নবি, নাজিবউল্লাহ জাদরান, করিম জানাত, গুলবদিন নায়েব, ফজলহক ফারুকি, নবীন উল হক ও মুজিব উর রহমান।