রবিবার ইন্দোরে ভারত-আফগানিস্তানের মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে যেন দৌড়ের প্রতিযোগীতায় নেমেছিলেন যশস্বী জয়সওয়াল এবং ফজল হক ফারুকি। আফগানিস্তানের ইনিংসের শেষ বলে স্প্রিন্টার হয়ে উঠেছিলেন দুই তারকা। যাইহোক এই প্রতিযোগীতায় অবশ্য জয় পান যশস্বীই।
ভাবছেন তো ঘটনাটা কী? আসলে ফজলহককে রানআউট করতে যশস্বী আর সরাসরি থ্রো করেননি। বল নিয়ে দৌড় লাগিয়েছিলেন। ওদিকে ফজলহকও রানআউট এড়াতে ক্রিজে ঢোকার জন্য সজোরে দৌড় লাগান। শেষমেশ আফগান ক্রিকেটারকে রান আউট করেই ফেলেন যশস্বী।
আরও পড়ুন: লারার মতো চারশোর ইনিংস খেললেন কর্ণাটকের তরুণ,ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটে ছুঁলেন ৭৬ বছর আগের রেকর্ড
ওভারথ্রো হওয়া কারণে নবীন-উল-হক এবং ফারুকি দ্বিতীয় রান সম্পূর্ণ করার চেষ্টা করেছিলেন। জিতেশ শর্মা সরাসরি স্টাম্পে মারার চেষ্টা করলে ব্যর্থ হন। যশস্বী জয়সওয়াল বল সংগ্রহ করে তার পর দৌড় লাগান। ভারতীয় তারকা শেষ পর্যন্ত ফারুকি (০) ক্রিজে ঢোকার আগেই তাঁকে আউট করে দেন। বল ছুঁড়ে সুযোগ নষ্ট করতে চাননি যশস্বী। তাই নিজেই দৌড়ে গিয়ে উইকেট ভাঙেন তিনি। এই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় হুহু করে ভাইরাল।
এদিন টস জিতে আফগানিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন রোহিত শর্মা। গুলবাদিন নায়েবের ৫৭ রানের (৩৫ বলে) হাত ধরে ২০ ওভারে ১৭২ রানেই অলআউট হয়ে যায় আফগানিস্তান। এছাড়াও নাজিবুল্লাহ জাদরান ২৩ রান (২১ বলে) করেন। মুজিব উর রহমান ৯ বলে ২১ এবং করিম জনাত ১০ বলে ২০ রানের ক্যামিও ইনিংস খেলেন। বাকিদের হাল অবশ্য তথৈবচ ছিল। ভারতের হয়ে ৩টি উইকেট নিয়েছেন আর্শদীপ সিং। রবি বিষ্ণোই, অক্ষর প্যাটেল ২টি করে উইকেট নিয়েছেন।
আরও পড়ুন: বল হাতে কামাল অক্ষরের, জাড্ডুর সঙ্গে যোগ দিলেন এলিট লিস্টে, বিশ্বকাপে কে খেলবেন?
জবাবে রান তাড়া করতে নেমে ১৫.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ২৬ বল বাকি থাকতে তারা ৬ উইকেটে জয় ছিনিয়ে নেয়। ৩৪ বলে ৬৮ রান করেন যশস্বী জয়সওয়াল। ৩২ বলে ৬৩ করেন শিবম দুবে। বিরাট কোহলি ১৬ বলে ২৯ করেছেন। অক্ষর তাঁর বোলিং স্পেলের জন্য রবিবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে 'প্লেয়ার অফ দ্য ম্যাচ' নির্বাচিত হন।
তবে রোহিত শর্মা টি-টোয়েন্টিতে প্রত্যাবর্তন করার পর হতাশই করলেন পরপর দুই ইনিংসে। প্রথম ম্যাচেও শূন্যতে আউট হয়েছিলেন। দ্বিতীয় ম্যাচেও তিনি গোল্ডেন ডাক করেন। তবে রোহিতের নেতৃত্বে এক ম্যাচ বাকি থাকতে, টিম ইন্ডিয়া তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিল।