বাংলা নিউজ > ক্রিকেট > IND vs AFG, 2nd T20I: খেলার মাঝেই যশস্বী-ফজলহকের দৌড়ের প্রতিযোগীতা, শেষমেশ জিতে আফগান তারকাকে আউট করলেন জয়সওয়াল- ভিডিয়ো

IND vs AFG, 2nd T20I: খেলার মাঝেই যশস্বী-ফজলহকের দৌড়ের প্রতিযোগীতা, শেষমেশ জিতে আফগান তারকাকে আউট করলেন জয়সওয়াল- ভিডিয়ো

দৌড়ের প্রতিযোগীতায় ফারুকিকে হারিয়ে রানআউট করলেন যশস্বী জয়সওয়াল।

আসলে ফজলহককে রানআউট করতে যশস্বী আর সরাসরি থ্রো করেননি। বল নিয়ে দৌড় লাগিয়েছিলেন। ওদিকে ফজলহকও রানআউট এড়াতে ক্রিজে ঢোকার জন্য সজোরে দৌড় লাগান। শেষমেশ আফগান ক্রিকেটারকে রান আউট করেই ফেলেন যশস্বী।

রবিবার ইন্দোরে ভারত-আফগানিস্তানের মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে যেন দৌড়ের প্রতিযোগীতায় নেমেছিলেন যশস্বী জয়সওয়াল এবং ফজল হক ফারুকি। আফগানিস্তানের ইনিংসের শেষ বলে স্প্রিন্টার হয়ে উঠেছিলেন দুই তারকা। যাইহোক এই প্রতিযোগীতায় অবশ্য জয় পান যশস্বীই।

ভাবছেন তো ঘটনাটা কী? আসলে ফজলহককে রানআউট করতে যশস্বী আর সরাসরি থ্রো করেননি। বল নিয়ে দৌড় লাগিয়েছিলেন। ওদিকে ফজলহকও রানআউট এড়াতে ক্রিজে ঢোকার জন্য সজোরে দৌড় লাগান। শেষমেশ আফগান ক্রিকেটারকে রান আউট করেই ফেলেন যশস্বী।

আরও পড়ুন: লারার মতো চারশোর ইনিংস খেললেন কর্ণাটকের তরুণ,ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটে ছুঁলেন ৭৬ বছর আগের রেকর্ড

ওভারথ্রো হওয়া কারণে নবীন-উল-হক এবং ফারুকি দ্বিতীয় রান সম্পূর্ণ করার চেষ্টা করেছিলেন। জিতেশ শর্মা সরাসরি স্টাম্পে মারার চেষ্টা করলে ব্যর্থ হন। যশস্বী জয়সওয়াল বল সংগ্রহ করে তার পর দৌড় লাগান। ভারতীয় তারকা শেষ পর্যন্ত ফারুকি (০) ক্রিজে ঢোকার আগেই তাঁকে আউট করে দেন। বল ছুঁড়ে সুযোগ নষ্ট করতে চাননি যশস্বী। তাই নিজেই দৌড়ে গিয়ে উইকেট ভাঙেন তিনি। এই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় হুহু করে ভাইরাল।

এদিন টস জিতে আফগানিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন রোহিত শর্মা। গুলবাদিন নায়েবের ৫৭ রানের (৩৫ বলে) হাত ধরে ২০ ওভারে ১৭২ রানেই অলআউট হয়ে যায় আফগানিস্তান। এছাড়াও নাজিবুল্লাহ জাদরান ২৩ রান (২১ বলে) করেন। মুজিব উর রহমান ৯ বলে ২১ এবং করিম জনাত ১০ বলে ২০ রানের ক্যামিও ইনিংস খেলেন। বাকিদের হাল অবশ্য তথৈবচ ছিল। ভারতের হয়ে ৩টি উইকেট নিয়েছেন আর্শদীপ সিং। রবি বিষ্ণোই, অক্ষর প্যাটেল ২টি করে উইকেট নিয়েছেন।

আরও পড়ুন: বল হাতে কামাল অক্ষরের, জাড্ডুর সঙ্গে যোগ দিলেন এলিট লিস্টে, বিশ্বকাপে কে খেলবেন?

জবাবে রান তাড়া করতে নেমে ১৫.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ২৬ বল বাকি থাকতে তারা ৬ উইকেটে জয় ছিনিয়ে নেয়। ৩৪ বলে ৬৮ রান করেন যশস্বী জয়সওয়াল। ৩২ বলে ৬৩ করেন শিবম দুবে। বিরাট কোহলি ১৬ বলে ২৯ করেছেন। অক্ষর তাঁর বোলিং স্পেলের জন্য রবিবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে 'প্লেয়ার অফ দ্য ম্যাচ' নির্বাচিত হন।

তবে রোহিত শর্মা টি-টোয়েন্টিতে প্রত্যাবর্তন করার পর হতাশই করলেন পরপর দুই ইনিংসে। প্রথম ম্যাচেও শূন্যতে আউট হয়েছিলেন। দ্বিতীয় ম্যাচেও তিনি গোল্ডেন ডাক করেন। তবে রোহিতের নেতৃত্বে এক ম্যাচ বাকি থাকতে, টিম ইন্ডিয়া তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিল।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে পঞ্চমী? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে পঞ্চমী? জানুন রাশিফল বৃষ্টি পঞ্চমীতেও, কখন ভিজবে কলকাতা? তারপর কোন কোন জেলায় কিছুটা বেশি বর্ষণ হবে? কেন পুজো শুরুর আগে বোধনের নিয়ম? কী বিশেষত্ব এই প্রথার? পুজোর ক'দিন জিম যাওয়া হবে না? বাড়িতেই মেনে চলুন এই ওয়ার্ক আউট রুটিন জ্যাম এড়িয়ে ঠাকুর দেখার প্ল্যান? রইল কলকাতার তিন মেট্রোপথের সম্পূর্ণ গাইড রুশ 'বংশোদ্ভূত' টি-৯০ ট্যাংকের নতুন রূপ, প্রকাশ্য়ে এল ভারতীয় সেনাবাহিনীর 'ভীষ্ম' মেরিনা বিচে এয়ার শো দেখার হিড়িক! ট্রেনের মাথায় ওঠার চেষ্টা, ভিডিয়োগুলো দেখুন লাস ভেগাসের স্ফিয়ারের বিশেষত্ব কী? কীসের চমক সন্তোষ মিত্র স্কোয়ারে? পুরনো নিয়মেই নিয়োগ করবে রেল, ‘বাতিল’ করা হল নয়া মডেল, কবে থেকে চালু করা হবে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.