বাংলা নিউজ > ক্রিকেট > IND vs AFG: দরকার ১৫৬ রান, আফগানিস্তান সিরিজে কোহলির থেকে T20I-এর বিশ্বরেকর্ড ছিনিয়ে নিতে পারবেন রোহিত?

IND vs AFG: দরকার ১৫৬ রান, আফগানিস্তান সিরিজে কোহলির থেকে T20I-এর বিশ্বরেকর্ড ছিনিয়ে নিতে পারবেন রোহিত?

মাইলস্টোনের হাতছানি রোহিতের সামনে। ছবি- এএফপি।

India vs Afghanistan T20Is: একা কোহলির রয়েছে এই নজির, আফগানিস্তান সিরিজেই সেই বিরাট কৃতিত্বে ভাগ বসাতে পারেন রোহিত শর্মা।

আফগনিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত এক নজির গড়তে পারেন রোহিত শর্মা। এমন এক ব্যক্তিগত মাইলস্টোন টপকাতে পারেন হিটম্যান, যা আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে বিরাট কোহলি ছাড়া আর কেউ ছুঁতে পারেননি।

আসলে কোহলির পরে বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৪০০০ রান পূর্ণ করতে পারেন রোহিত শর্মা। তার জন্য ভারত অধিনায়কের দরকার মোটে ১৪৭ রান। আপাতত রোহিত ১৪৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচের ১৪০টি ইনিংসে ব্যাট করতে নেমে ৩৮৫৩ রান সংগ্রহ করেছেন। তিনি দেশের জার্সিতে ২০ ওভারের ক্রিকেটে ৪টি সেঞ্চুরি ও ২৯টি হাফ-সেঞ্চুরি করেছেন।

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে বিশ্বের সব ব্যাটসম্যানদের মধ্যে সব থেকে বেশি রান রয়েছে বিরাট কোহলির ঝুলিতে। তিনি ১১৫টি ম্যাচের ১০৭টি ইনিংসে ব্যাট করতে নেমে ৪০০৮ রান সংগ্রহ করেছেন। বিরাট আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১টি সেঞ্চুরি ও ৩৭টি হাফ-সেঞ্চুরি করেছেন।

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সব থেকে বেশি রান সংগ্রহের নিরিখে কোহলির ঠিক পিছনে দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। আর মাত্র ১৫৬ রান সংগ্রহ করলে কোহলিকে টপকে বিশ্বরেকর্ড নিজের দখলে নেবেন রোহিত।

আরও পড়ুন:- IND vs AFG: একা শাকিবের রয়েছে এই নজির, ভারতের বিরুদ্ধে ৩ ম্যাচের T20I সিরিজে সেই কৃতিত্বে ভাগ বসাতে পারেন নবি

যদিও আফগানিস্তানের বিরুদ্ধে এই সিরিজে রোহিতের পাশাপাশি ব্যাট হাতে মাঠে নামবেন বিরাট কোহলিও। সুতরাং, বিরাটের রেকর্ড টপকানো রোহিতের পক্ষে এখনই সম্ভব নাও হতে পারে। রোহিত অবশ্য সিরিজে কোহলির থেকে ১টি ম্যাচ বেশি খেলবেন। কেননা ব্যক্তিগত কারণে বিরাট কোহলি সিরিজের প্রথম টি-২০ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তিনি সিরিজের শেষ ২টি টি-২০ ম্যাচে মাঠে নামবেন। রোহিত সেখানে সিরিজের তিনটি ম্যাচেই ভারতকে নেতৃত্ব দেবেন।

আরও পড়ুন:- লিগের সব ম্যাচ জিতেও শেষ পরীক্ষায় বসা হল না ভারতীয় যুব দলের, ভেস্তে গেল ফাইনাল

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সব থেকে বেশি রান করা ৫ ক্রিকেটার:-

১. বিরাট কোহলি (ভারত)- ১০৭টি ইনিংসে ৪০০৮ রান।
২. রোহিত শর্মা (ভারত)- ১৪০টি ইনিংসে ৩৮৫৩ রান।
৩. মার্টিন গাপ্তিল (নিউজিল্যান্ড)- ১১৮টি ইনিংসে ৩৫৩১ রান।
৪. বাবর আজম (পাকিস্তান)- ৯৮টি ইনিংসে ৩৪৮৫ রান।
৫. পল স্টার্লিং (আয়ারল্যান্ড)- ১৩৩টি ইনিংসে ৩৪৩৮ রান।

উল্লেখ্য, ৩ ম্যাচের এই টি-২০ সিরিজে ভারতীয় দল আফগানদের হোয়াইটওয়াশ করলে ভারতের সর্বকালের সফল টি-২০ ক্যাপ্টেনে পরিণত হবেন রোহিত শর্মা। সেক্ষেত্রে ভারতের টি-২০ ক্য়াপ্টেন হিসেবে সব থেকে বেশি ম্যাচ জেতার নজির গড়বেন হিটম্যান। আপাতত এই রেকর্ড রয়েছে মহেন্দ্র সিং ধোনির দখলে। ধোনির নেতৃত্বে ভারতীয় দল মোট ৪১টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জিতেছে। রোহিতের নেতৃত্বে ভারত এখনও পর্যন্ত ৩৯টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জিতেছে। অর্থাৎ আর ৩টি ম্য়াচ জিতলেই রোহিত পিছনে ফেলে দেবেন ধোনিকে।

ক্রিকেট খবর

Latest News

শনিতে ঘূর্ণাবর্ত, সোমে আরও ১ নিম্নচাপ! কবে বৃষ্টি বাড়বে বাংলায়? জারি সতর্কতাও জার্মানি-সহ বিভিন্ন দেশে একসঙ্গে হয় ভোট, খতিয়ে দেখে সুপারিশ দিল কোবিন্দ কমিটি পিতৃপক্ষর সময় করুন তুলসীর এই ব্যবস্থা, যা আর্থিক উন্নতির সঙ্গে করবে ঋণমুক্ত ‘একটু ওয়াইন..’, স্কুলে পড়তেই মদের নেশা! ধর্ম বদলে খ্রিস্টান হন গোবিন্দার স্ত্রী ‘কী যেন…অভিষেক, ও পারবে না! সম্মান নিয়ে পদত্যাগ করুন’, মমতাকে অনুরোধ শ্রীলেখার সেপ্টেম্বরের বাকি দশদিন বন্ধ থাকবে টয়ট্রেন পরিষেবা, দার্জিলিং–শিলিগুড়ি রুট থমকে অনুদানে আগেই ‘না’, এবার চাঁদের বিলে জাস্টিস স্ট্যাম্প দিল কলকাতার পুজো কমিটি পুজো নিরিবিলি জায়গায় কাটাতে চান? কৃষ্ণসার হরিণের দেখা পাবেন এই সুন্দর জঙ্গলে ধোনিকে আউট করার পরিকল্পনাটা কার ছিল? মাহিকে সাজঘরে ফিরিয়ে যশ দয়ালের মন ভেঙে যায়! ‘একে অপরের জন্য জীবন দিতে পারি’! চ্যাম্পিয়ন হয়ে জয়ের রসায়ন জানালেন হরমনপ্রীত…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.