বাংলা নিউজ > ক্রিকেট > ‘এটা কোচ-ক্যাপ্টেনের মাথাব্যাথা, আমার নয়’, সিরিজ জিতেও লোকেশ কোন সমস্যার দায় চাপালেন রোহিত-দ্রাবিড়ের ঘাড়ে?

‘এটা কোচ-ক্যাপ্টেনের মাথাব্যাথা, আমার নয়’, সিরিজ জিতেও লোকেশ কোন সমস্যার দায় চাপালেন রোহিত-দ্রাবিড়ের ঘাড়ে?

স্মিথদের সঙ্গে সৌজন্য বিনিময় লোকেশ রাহুলের। ছবি- এএনআই।

India vs Australia 2nd ODI: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দাপটের সঙ্গে সিরিজ জিতেও বিশেষ একটি বিষয়ে ঘোর সমস্যায় টিম ইন্ডিয়া। সেই সমস্যা নিয়েই গা বাঁচিয়ে মন্তব্য লোকেশ রাহুলের।

ওটা কোচ-ক্যাপ্টেনের মাথাব্যাথা, আমার নয়। ওদের সমস্যা ওরাই বুঝবে। টিম ইন্ডিয়ার অন্দরমহলে তৈরি হওয়া নতুন অস্বস্তি নিয়ে কার্যত এভাবেই নিজের গা বাঁচালেন লোকেশ রাহুল। আসলে লিডারশিপ গ্রুপের সদস্য হলেও লোকেশ নিজেও জড়িয়ে রয়েছেন এই সংশয়ের মধ্যে। তাই বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়ার প্রথম একাদশের ট্র্যাফিক জ্যাম নিয়ে মুখ খুলতে চাইলেন না রাহুল।

বিশ্বকাপের আগে ভারতের প্রথম একাদশের নিয়মিত সদস্যরা সকলেই ছন্দে রয়েছেন। রিজার্ভ বেঞ্চকে যাচাই করে নিতে গিয়েই সমস্যায় পড়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কেননা যে, যেখানে, যতটুকু সুযোগ পেয়েছেন, যথাযথ কাজে লাগিয়েছেন। রিজার্ভ তারকারাও এমনই চমকপ্রদ পারফর্ম্যান্স উপহার দিয়েছেন যে, বিশ্বকাপের জন্য যথাযথ প্রথম একাদশ নির্বাচন করতে গিয়ে কাকে বাদ দেবেন, সেটা ভেবেই মাথার ঘাম পায়ে ফেলতে হবে রাহুল দ্রাবিড়দের।

ওপেনে রোহিত-গিল ফর্মে রয়েছেন। ইশান কিষান সেখানে নিজের দাবি পেশ করে রেখেছেন। এমনকি বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে না থাকা রুতুরাজ গায়কোয়াড়ও বড় রান করেছেন অজি সিরিজে।

তিন নম্বরে বিরাট কোহলির জায়গা নিয়ে সংশয় নেই। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে তিন নম্বরে ব্যাট করতে নেমে সেঞ্চুরি করেন শ্রেয়স।

ব্যাটিং অর্ডারের চার নম্বরে যথাযথ একজনের খোঁজে ছিল ভারত, সেখানে একসঙ্গে দাবি জানিয়ে রেখেছেন ৩-৪ জন। লোকেশ ধারাবাহিকভাবে রান করছেন। শ্রেয়স রানে ফিরেছেন। সূর্যকুমার পরপর হাফ-সেঞ্চুরি করেছেন। ইশান মিডল অর্ডারেও নিজেকে প্রমাণ করেছেন।

আরও পড়ুন:- IND vs AUS 2nd ODI Updates: অশ্বিন-জাদেজার জোড়া ফলায় বিদ্ধ অজিরা, ছবির অ্যালবামে ইন্দোরের ভারত-অস্ট্রেলিয়া লড়াই

শুধু ব্যাটিং অর্ডারেই নয়, বরং বোলিং লাইনআপেও একই অবস্থায়। শামি নাকি সিরাজ, কাকে খেলানো উচিত, তা ভেবেই মাথার চুল ছিঁড়তে পারেন রোহিতরা। অশ্বিন যেভাবে নিজেকে উপস্থাপন করলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একজোড়া ওয়ান ডে ম্যাচে, তাতে তাঁকে বিশ্বকাপের স্কোয়াডে ঢুকিয়ে দেওয়ার কথা ভাবতেই পারেন নির্বাচকরা।

সুতরাং, ভারতীয় দলে এই মুহূর্তে ক্রিকেটারদের নিজেদের মধ্যে জায়গা পাওয়া নিয়ে বিস্তর লড়াই, যেটা নিঃসন্দেহে ভালো লক্ষণ। এমন পরিস্থিতিতে কাকে ছেড়ে কাকে খেলানো হবে, এটা স্থির করাই চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে টিম ম্যানেজমেন্টের কাছে।

আরও পড়ুন:- IND vs AUS: ক্যাপ্টেন হিসেবে শেষ ম্যাচে শূন্য, ৬ মাস পরে নেতৃত্বে ফিরে ফের শূন্য রানে আউট স্মিথ, প্রতিপক্ষ সেই ভারত

ইন্দোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের শেষে স্টপ-গ্যাপ ক্যাপ্টেন লোকেশ রাহুলকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি রোহিত ও দ্রাবিড়ের ঘাড়েই দায় চাপিয়ে দেন। রাহুল বলেন, ‘একজন ক্রিকেটার হিসেবে এটা আমার মাথাব্যাথা নয়। ক্যাপ্টেন রোহিত ফিরলে ও এবং কোচ দ্রাবিড় মিলে সিদ্ধান্ত নেবে।’

লোকেশ আরও বলেন, ‘এটা ঠিক যে ভালো খেলেও বসে থাকতে হলে খারাপ লাগে। তবে এটাই খেলার অঙ্গ। এটা হয়েই থাকে। সবাইকে একসঙ্গে খেলানো সম্ভব নয়। সবাই এমন পরিস্থিতির মধ্যে পড়েছে। যারাই সুযোগ পাক না কেন, নিজেদের ভূমিকা যথাযথ পালন করতে হবে। সুযোগ না পেলে আরও ভালোভাবে প্রস্তুত হয়ে পরবর্তী সুযোগের জন্য অপেক্ষা করতে হবে।’

ক্রিকেট খবর

Latest News

মেষ, বৃষ, মিথুন, কর্কটের মধ্যে আজ বিশ্বকর্মা পুজোয় কারা লাকি? বিশ্বকর্মা পুজোয় ছুটি বাংলার ব্যাঙ্কে? সরকারি অফিস খোলা? রইল কলকাতা মেট্রোর সূচি ‘কর্মবিরতি তুলছি না, নতি স্বীকার সরকারের,’ জানালেন জুনিয়র ডাক্তাররা, বাজল ঢাক হাতি কাদায় পড়েনি, নারদার পরেও পেয়েছিলাম ২১১, আরজি করের পরে হিসেব দিলেন দেবাংশু স্বাস্থ্যসচিব থাকছেন, সরানো হবে DME, DHSকে- কালীঘাটে বৈঠকের পর বললেন মমতা জুনিয়র ডাক্তারদের আন্দোলনে পিছু হঠল সরকার,কিছু দাবি মানলেন মমতা,কর্মবিরতি উঠবে? নিজে থেকেই সরতে চান বিনীত গোয়েল, কলকাতা পুলিশ কমিশনারকে বরখাস্ত করে বললেন মমতা Salman Khan: ভাইজানের নাম ভাঁড়িয়ে জালিয়াতি, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি সলমনের ‘এরাই সম্ভাব্য ধর্ষক…’, মৌসুমীকে কটাক্ষ, দেবাংশু-কুণালকে ধুয়ে দিলেন শ্রীলেখারা ৩ স্পিনার,২ পেসার! বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে কেমন হতে পারে ভারতীয় দল…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.